Suchitra Sen Special: সুচিত্রার জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, মহানায়িকার ১৬টি সুপারহিট ছবি এবার ওটিটি প্ল্যাটফর্মে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Suchitra Sen Special Movies: ৬ এপ্রিল ছিল সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে নবরূপে বাঙালির কাছে মহানায়িকাকে হাজির করছে ‘ক্লিক’। ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সুচিত্রার একগুচ্ছ সুপারহিট ছবি। প্রতিদিন একটা করে সিনেমা। সুচিত্রার কী কী সিনেমা থাকছে?
advertisement
advertisement
KLIKK ওটিটি-র তরফে জানানো হয়েছে, সুচিত্রার ১৬টি ছবি দেখতে পাবেন ইউজাররা। সেগুলি হল - ‘ইন্দ্রাণী’, ‘একটি রাত’, ‘অগ্নিপরীক্ষা’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ওরা থাকে ওধারে’, ‘পথে হল দেরি’, ‘সবার উপরে’, ‘সাগরিকা’, ‘হার মানা হার’, ‘বিপাশা’, ‘শিল্পী’, ‘সাড়ে ৭৪’, ‘জীবনতৃষা’, ‘নবরাগ’, ‘সদানন্দের মেলা’ এবং ‘ঢুলি’।
advertisement
এই প্রসঙ্গে ক্লিক ওটিটি-র কর্ণধার অভয় তাঁতিয়া বলেন, “নতুন আর পুরনোর মেলবন্ধন ঘটাতে চায় ক্লিক। অতীতকে অস্বীকার করে নয়, তাকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হয়। তাই নতুন ওয়েব সিরিজের পাশাপাশি জনপ্রিয় এভারগ্রিন বাংলা সিনেমাগুলিও নবরূপে ক্লিক প্ল্যাটফর্মে নিয়ে আসি আমরা। সুচিত্রা সেনের জন্মবার্ষিকীতে এই নিবেদন তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আশা করি, মহানায়িকার সিনেমাগুলো দর্শকরা উপভোগ করবেন”।
advertisement
১৯৫২ সালে ‘শেষ কোথায়’ ছবি দিয়ে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন সুচিত্রা সেন। তখন অবশ্য তিনি সুচিত্রা হননি। তাঁর নাম ছিল রমা। যাই হোক, সেই ছবি ফ্লপ হয়। এরপর তরু মুখোপাধ্যায়ের ‘অ্যাটম বোমা’-তে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবি ১৯৫১ সালে নির্মিত হলেও মুক্তি পায় ১৯৫৪ সালে। তার আগেই ১৯৫৩ সালে মুক্তি পেয়েছে ‘সাড়ে চুয়াত্তর’। ব্যস, রাতারাতি বাঙালির নয়নের মণি হয়ে উঠলেন সুচিত্রা।
advertisement
advertisement