Subhashree Ganguly: ইয়ালিনির তিন মাস! তৃতীয়বার মা হচ্ছেন শুভশ্রী? ইনস্টাগ্রামে বেবিবাম্পের ভিডিও শেয়ার নায়িকার

Last Updated:
Subhashree Ganguly: দেখা যাচ্ছে বেবি বাম্পে হাত রেখে সোফাতে বলছেন, ‘খুব জলদি আমার সন্তানকে হাতে পাবে। আরও একবার মা হওয়া আমার কাছে সৌভাগ্যের’
1/10
গত বছরের ৩০ নভেম্বর ফের দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোলে এসেছে মেয়ে ইয়ালিনি।
গত বছরের ৩০ নভেম্বর ফের দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোলে এসেছে মেয়ে ইয়ালিনি।
advertisement
2/10
তাকে দেখার জন্য মুখিয়ে রাজ-শুভশ্রীর অনুরাগীরা। খুদেকে নিয়ে নানা সময় নানা স্টোরি শুভশ্রী শেয়ার করেছেন তাঁর ইন্সট্রাগ্রাম স্টোরিতে।
তাকে দেখার জন্য মুখিয়ে রাজ-শুভশ্রীর অনুরাগীরা। খুদেকে নিয়ে নানা সময় নানা স্টোরি শুভশ্রী শেয়ার করেছেন তাঁর ইন্সট্রাগ্রাম স্টোরিতে।
advertisement
3/10
ইউভান এবং ইয়ালিনিকে নিয়ে পাটায়া বেড়াতে গিয়েছিলেন রাজ এবং শুভশ্রী।
ইউভান এবং ইয়ালিনিকে নিয়ে পাটায়া বেড়াতে গিয়েছিলেন রাজ এবং শুভশ্রী।
advertisement
4/10
ইউভানের ভূমিষ্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই খুদের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দু'জনেই। কিন্তু, এ বারে মেয়ের ছবি জন্মের পরে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত শেয়ার করেননি। ফলে রাজ-শুভশ্রী অনুরাগীরা সকলেই মুখিয়ে রয়েছেন একরত্তিকে এক ঝলক দেখার অপেক্ষায়।
ইউভানের ভূমিষ্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই খুদের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দু'জনেই। কিন্তু, এ বারে মেয়ের ছবি জন্মের পরে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত শেয়ার করেননি। ফলে রাজ-শুভশ্রী অনুরাগীরা সকলেই মুখিয়ে রয়েছেন একরত্তিকে এক ঝলক দেখার অপেক্ষায়।
advertisement
5/10
গত জুন মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন শুভশ্রী এবং রাজ। অপেক্ষা ছিলই, আজ থেকে ইউভান বড় দাদা।
গত জুন মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন শুভশ্রী এবং রাজ। অপেক্ষা ছিলই, আজ থেকে ইউভান বড় দাদা।
advertisement
6/10
তবে আবার কি মা হচ্ছেন শুভশ্রী? অন্তত তাঁর ইনস্টাগ্রাম রিল তাইই বলছে...
তবে আবার কি মা হচ্ছেন শুভশ্রী? অন্তত তাঁর ইনস্টাগ্রাম রিল তাইই বলছে...
advertisement
7/10
দেখা যাচ্ছে বেবি বাম্পে হাত রেখে সোফাতে বলছেন, ‘খুব জলদি আমার সন্তানকে হাতে পাবে। আরও একবার মা হতে চলা আমার জন্য সৌভাগ্যের’
দেখা যাচ্ছে বেবি বাম্পে হাত রেখে সোফাতে বলছেন, ‘খুব জলদি আমার সন্তানকে হাতে পাবে। আরও একবার মা হতে চলা আমার জন্য সৌভাগ্যের’
advertisement
8/10
আসলে ব্যাপারটা তা নয়! এই ভিডিয়োর মাধ্যমে শুভশ্রী বার্তা দিয়েছেন বাচ্চার স্টেম সেল সংরক্ষণের। এটি তোলা হয়েছে যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
আসলে ব্যাপারটা তা নয়! এই ভিডিয়োর মাধ্যমে শুভশ্রী বার্তা দিয়েছেন বাচ্চার স্টেম সেল সংরক্ষণের। এটি তোলা হয়েছে যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
advertisement
9/10
দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে বড় পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে এবার তিনি বুদ্ধদেব গুহের প্রেমের গল্প 'বাবলি'র মাধ্যমে কামব্যাক করছেন।
দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে বড় পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে এবার তিনি বুদ্ধদেব গুহের প্রেমের গল্প 'বাবলি'র মাধ্যমে কামব্যাক করছেন।
advertisement
10/10
বাবলি ছাড়াও শুভশ্রীর  হাতে রয়েছে দেবালয় ভট্টাচার্যের ছবি ‘আলেয়া’।
বাবলি ছাড়াও শুভশ্রীর হাতে রয়েছে দেবালয় ভট্টাচার্যের ছবি ‘আলেয়া’।
advertisement
advertisement
advertisement