Bollywood Gossip: 'হোটেলের ঘরে একসঙ্গে...', তুমুল জনপ্রিয় এই নায়িকার সঙ্গে উদ্যাম প্রেমের গুঞ্জন গোবিন্দার! চিনতে পারছেন?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Actor: কোনও অভিনেত্রী যদি গোবিন্দার সঙ্গে তিন-চারটি ছবিতে অভিনয় করেন, তাহলে মিডিয়া মনে করত গোবিন্দার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। আমার আগেও ওঁর সঙ্গে অন্য নায়িকাদের নাম জড়িয়েছিল, জানিয়েছেন অভিনেত্রী।
*ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকাদের মধ্যে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তবে সবই যে গুজব হয়, তা কিন্তু নয়। কোনও কোনও ঘটনা সত্যিও হয়। কিছু গুজব নায়ক বা নায়িকার দাম্পত্য জীবন নষ্ট করে দিয়েছে এমনও নজির রয়েছে। জানা যায়, গুঞ্জনের জেরে শেষ হয়ে গিয়েছিল বলিউড অভিনেতা গোবিন্দ অরুণ আহুজার দাম্পত্য জীবন।
advertisement
*গুঞ্জন উঠেছিল, বলিউড সুন্দরী রানি মুখার্জির সঙ্গে গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। নব্বইয়ের দশকে স্টার নায়ক হয়ে ওঠেন গোবিন্দা। মিডিয়া তাঁর সাফল্যের সঙ্গে সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও শুরু করে দেয় চর্চা। একটা সময় রানি মুখোপাধ্যায় ও গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সংবাদমাধ্যমে একাধিক খবর প্রকাশিত হতে শুরু করে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*'হদ কর দি আপনে' ছবির শুটিংয়ের সময় গোবিন্দ এবং রানি মুখার্জির সঙ্গে পরিচয় হয়েছিল। সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শুটিং করার সময় দু'জনের মধ্যে বন্ধুত্ব গাড় হয়। ছবি শেষ হওয়ার পরেও তাঁরা একসঙ্গে ছিলেন বলে শোনা যায়। সেই সময়ই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও তখন গোবিন্দা-সুনীতা বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। সংগৃহীত ছবি।
advertisement
*শোনা যায়, একই হোটেলের ঘরে রানি মুখার্জি এবং গোবিন্দকে একসঙ্গে দেখেছিলেন এক বিশিষ্ট সাংবাদিক। সাংবাদিক যখন তাঁদের এই সম্পর্ক নিয়ে প্রতিবেদন লেখেন তখন এটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যম সুনীতাকে প্রায়ই জিজ্ঞেস করত, রানি ও গোবিন্দার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিনা। তা নিয়ে যথেষ্ট বিব্রতও হতেন। সংগৃহীত ছবি।
advertisement
*রানি মুখার্জি একটি সাক্ষাৎকারে বলেন, 'কোনও অভিনেত্রী যদি গোবিন্দার সঙ্গে তিন-চারটি ছবিতে অভিনয় করেন, তাহলে মিডিয়া মনে করত গোবিন্দার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। আমার আগেও ওঁর সঙ্গে অন্য নায়িকাদের নাম জড়িয়েছিল। আমি জানি গোবিন্দার মতো ভাল বন্ধু এবং মজাদার এমন কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন।' যদিও হোটেল রুমে একসঙ্গে থাকার অভিযোগ অস্বীকার করেন। গুঞ্জন ক্রমশ তীব্র আকার ধারণ করে। সংগৃহীত ছবি।
advertisement