Sreemoyee-Kanchan Daughter Birthday: কাঞ্চন-শ্রীময়ী কন্যা কৃষভির ১ বছরে পা, শ্রীময়ী শোনালেন 'জীবন বদল'এর গল্প, 'মেয়ের মধ্যে মাকে খুঁজে পেয়েছেন', বললেন কাঞ্চন

Last Updated:
মেয়ের জন্মদিনের কী প্ল্যান? খুব স্বাভাবিক ভাবেই মেয়ের সঙ্গে তিনি থাকবেন সারাদিন৷ পরিবারের সঙ্গেই আজ কাটাবেন৷ কেক যেমন কাটা হবে তেমনই বাঙালি বাড়ির নিয়ম মেনে হবে পায়েসও৷
1/11
দেখতে দেখতে বড় হচ্ছে কৃষভি৷ শ্রীময়ী-কাঞ্চনের মেয়ে৷ মেয়ের জন্মদিনে মিষ্টি মেয়ের একগুচ্ছ ছবি পোস্ট করলেন মা৷ তিনি বারবার বলেছেন যে মা হওয়ার প্রতিটা মুহূর্ত তিনি উপভোগ করছেন৷ এবং মেয়ের জন্মদিনের পালনের পাশাপাশি আজ তাঁর মাতৃত্বেরও ১ বছর পূর্ণ হল বলে উল্লেখ করলেন শ্রীময়ী৷
দেখতে দেখতে বড় হচ্ছে কৃষভি৷ শ্রীময়ী-কাঞ্চনের মেয়ে৷ মেয়ের জন্মদিনে মিষ্টি মেয়ের একগুচ্ছ ছবি পোস্ট করলেন মা৷ তিনি বারবার বলেছেন যে মা হওয়ার প্রতিটা মুহূর্ত তিনি উপভোগ করছেন৷ এবং মেয়ের জন্মদিনের পালনের পাশাপাশি আজ তাঁর মাতৃত্বেরও ১ বছর পূর্ণ হল বলে উল্লেখ করলেন শ্রীময়ী৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
advertisement
2/11
মেয়ের জন্মের সময়ের ছবিও তিনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
মেয়ের জন্মের সময়ের ছবিও তিনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
advertisement
3/11
৫ মাস পর্যন্ত কৃষভির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন না শ্রীময়ী-কাঞ্চন৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
৫ মাস পর্যন্ত কৃষভির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন না শ্রীময়ী-কাঞ্চন৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
advertisement
4/11
অন্নপ্রাসনের পর থেকেই সকলের সামনে নিয়ে আসেন কৃষভিকে৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
অন্নপ্রাসনের পর থেকেই সকলের সামনে নিয়ে আসেন কৃষভিকে৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
advertisement
5/11
এবার একেবারে ডেলিভারি রুমে স্বামীর পাশে কৃষভিকে কোলে নিয়ে নিজের ছবি পোস্ট করলেন শ্রীয়মী৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
এবার একেবারে ডেলিভারি রুমে স্বামীর পাশে কৃষভিকে কোলে নিয়ে নিজের ছবি পোস্ট করলেন শ্রীয়মী৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
advertisement
6/11
শ্রীময়ী লিখেছেন, 'এটা শুধু আমার মেয়ের জন্মদিন নয়, এটা আমার মেয়ের জন্মদিন আর আমার ও মাতৃত্বের ১ বছর পূর্তি। আমার এখনও বিশ্বাস হয় না, এক বছর আগে, ঠিক এইদিন আমি অনেক চিন্তা নিয়ে, অনেকটা ভয় নিয়ে আর অনেকটা আনন্দ নিয়ে। বিশ্বাস করতে পারছি না, কীভাবে একটা বছর কেটে গেল। এই অভিজ্ঞতা নিয়ে আমি একটা কথাই বলতে পারি.. একজন মানুষ, একজন মা হিসেবে আমার জীবন আমূল বদলে গিয়েছে। আগে আমি ভাবতাম, একা বসে কীভাবে সময় কাটবে.. কিন্তু এখন আমার মনে হচ্ছে, সময় যেন হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমি সময়টাকে ধরে রাখতে চাই। আমি কেবল একটা কথাই বলতে চাই, কৃষভি আমাদের জীবনে আসার পরে, আমাদের জীবনটাই বদলে গিয়েছে। ওর আধো আধো কথা, ওর গলার আওয়াজ, ওর কান্না, ওর হাসি... সবকিছু যেন বদলে গিয়েছে। এর পুরো কৃতিত্বটা আমি কাঞ্চনকে দিতে চাই। প্রত্যেকটা শিশুই ঈশ্বরের দূত। আমার আর কাঞ্চনের ভালবাসার ১ বছরের ফসল কৃষভির আজ এক বছরের জন্মদিন।(Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
শ্রীময়ী লিখেছেন, 'এটা শুধু আমার মেয়ের জন্মদিন নয়, এটা আমার মেয়ের জন্মদিন আর আমার ও মাতৃত্বের ১ বছর পূর্তি। আমার এখনও বিশ্বাস হয় না, এক বছর আগে, ঠিক এইদিন আমি অনেক চিন্তা নিয়ে, অনেকটা ভয় নিয়ে আর অনেকটা আনন্দ নিয়ে। বিশ্বাস করতে পারছি না, কীভাবে একটা বছর কেটে গেল। এই অভিজ্ঞতা নিয়ে আমি একটা কথাই বলতে পারি.. একজন মানুষ, একজন মা হিসেবে আমার জীবন আমূল বদলে গিয়েছে। আগে আমি ভাবতাম, একা বসে কীভাবে সময় কাটবে.. কিন্তু এখন আমার মনে হচ্ছে, সময় যেন হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমি সময়টাকে ধরে রাখতে চাই। আমি কেবল একটা কথাই বলতে চাই, কৃষভি আমাদের জীবনে আসার পরে, আমাদের জীবনটাই বদলে গিয়েছে। ওর আধো আধো কথা, ওর গলার আওয়াজ, ওর কান্না, ওর হাসি... সবকিছু যেন বদলে গিয়েছে। এর পুরো কৃতিত্বটা আমি কাঞ্চনকে দিতে চাই। প্রত্যেকটা শিশুই ঈশ্বরের দূত। আমার আর কাঞ্চনের ভালবাসার ১ বছরের ফসল কৃষভির আজ এক বছরের জন্মদিন।(Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
advertisement
7/11
ফেসবুকে শ্রীময়ী লিখলেন 'Today is not only my daughter’s birthday, but I would say it’s my daughter’s and my one-year anniversary of motherhood. I still can’t believe that on this day last year, I gave birth to her with a lot of worries, fears, and joy, and how time flies.This is all I can share about my experience,A house and a woman know what a difference a child can make in their lives. Earlier I used to think about how I would spend my time alone, now I feel like how time is slipping away, if only I could hold on to it.I will only say this, after Krishvi came, our life has been complete with her sweet calls, her enchanting looks, her giggling laughter, her hugging and crying. I have no credit for this, or Kanchan, because every child is a messenger sent by God.শুধু এইটুকুই জানাবো আমার ও কাঞ্চনের ভালোবাসার ফসল কৃষভির আজ একবছরের জন্মদিন।(Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
ফেসবুকে শ্রীময়ী লিখলেন 'Today is not only my daughter’s birthday, but I would say it’s my daughter’s and my one-year anniversary of motherhood. I still can’t believe that on this day last year, I gave birth to her with a lot of worries, fears, and joy, and how time flies.This is all I can share about my experience,A house and a woman know what a difference a child can make in their lives. Earlier I used to think about how I would spend my time alone, now I feel like how time is slipping away, if only I could hold on to it.I will only say this, after Krishvi came, our life has been complete with her sweet calls, her enchanting looks, her giggling laughter, her hugging and crying. I have no credit for this, or Kanchan, because every child is a messenger sent by God.শুধু এইটুকুই জানাবো আমার ও কাঞ্চনের ভালোবাসার ফসল কৃষভির আজ একবছরের জন্মদিন।(Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
advertisement
8/11
শ্রীময়ীর পাশাপাশি বাবা কাঞ্চনও মেয়ের জন্মদিনে খুব আবেগপ্রবণ৷ তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবি এবং লিখেছেন, আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে, কিন্তু গত বছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ হয়ত দিয়েছে, কিন্তু কৃষভি আসার পর নিজের হাতে করে বড় করার সুযোগ পেয়েছি নিজের সন্তানকে। চোখের সামনে দেখলাম একদিন থেকে কিভাবে এক বছর হয়ে গেল আমার মেয়ের।'(Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
শ্রীময়ীর পাশাপাশি বাবা কাঞ্চনও মেয়ের জন্মদিনে খুব আবেগপ্রবণ৷ তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবি এবং লিখেছেন, আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে, কিন্তু গত বছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ হয়ত দিয়েছে, কিন্তু কৃষভি আসার পর নিজের হাতে করে বড় করার সুযোগ পেয়েছি নিজের সন্তানকে। চোখের সামনে দেখলাম একদিন থেকে কিভাবে এক বছর হয়ে গেল আমার মেয়ের।'(Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
advertisement
9/11
মেয়ের জন্মদিনের কী প্ল্যান? খুব স্বাভাবিক ভাবেই মেয়ের সঙ্গে তিনি থাকবেন সারাদিন৷ পরিবারের সঙ্গেই আজ কাটাবেন৷ কেক যেমন কাটা হবে তেমনই বাঙালি বাড়ির নিয়ম মেনে হবে পায়েসও৷ আর সেই সঙ্গে কৃষভির পাতে থাকবে মাছের মুড়ো ভাজা৷ কৃষভি সবে ১ বছর৷ এখনও সবকিছু খাওয়া তার শুরু হয়নি৷ ফলে বেশি আয়োজন যার জন্য করা হবে, সেই তো খেতে পারবে না৷ তাই আয়োজন সীমিত রাখবেন শ্রীময়ী৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
মেয়ের জন্মদিনের কী প্ল্যান? খুব স্বাভাবিক ভাবেই মেয়ের সঙ্গে তিনি থাকবেন সারাদিন৷ পরিবারের সঙ্গেই আজ কাটাবেন৷ কেক যেমন কাটা হবে তেমনই বাঙালি বাড়ির নিয়ম মেনে হবে পায়েসও৷ আর সেই সঙ্গে কৃষভির পাতে থাকবে মাছের মুড়ো ভাজা৷ কৃষভি সবে ১ বছর৷ এখনও সবকিছু খাওয়া তার শুরু হয়নি৷ ফলে বেশি আয়োজন যার জন্য করা হবে, সেই তো খেতে পারবে না৷ তাই আয়োজন সীমিত রাখবেন শ্রীময়ী৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
advertisement
10/11
এর আগে যার হাত ধরে কৃষভি এই পৃথিবীতে এসেছেন, সেই ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে কেক কেটেছিলেন শ্রীময়ী৷ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রণব দাশগুপ্ত ছিলেন শ্রীময়ীর ডাক্তার৷ গর্ভাবস্থায় তাঁকেই দেখাতেন শ্রীময়ী এবং কৃষভির জন্ম তাঁর নেতৃত্বে৷ ফলে তাঁকে ঈশ্বর আসনে বসিয়েছেন শ্রীময়ী৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
এর আগে যার হাত ধরে কৃষভি এই পৃথিবীতে এসেছেন, সেই ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে কেক কেটেছিলেন শ্রীময়ী৷ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রণব দাশগুপ্ত ছিলেন শ্রীময়ীর ডাক্তার৷ গর্ভাবস্থায় তাঁকেই দেখাতেন শ্রীময়ী এবং কৃষভির জন্ম তাঁর নেতৃত্বে৷ ফলে তাঁকে ঈশ্বর আসনে বসিয়েছেন শ্রীময়ী৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
advertisement
11/11
মা-বাবার আদরের কৃষভির জীবন হোক মধুর, শুভ হোক প্রতিটা মুহূর্ত এই কামনা রইল৷ রইল শুভেচ্ছা৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
মা-বাবার আদরের কৃষভির জীবন হোক মধুর, শুভ হোক প্রতিটা মুহূর্ত এই কামনা রইল৷ রইল শুভেচ্ছা৷ (Photo Courtesy-Facebook/Sreemoyee Chattoraj Mullick )
advertisement
advertisement
advertisement