Anushka Shetty: দেশজুড়ে সাড়া ফেলে দেয় তাঁর ছবি! সহ-অভিনেতার সঙ্গে জোর প্রেমের চর্চা, ৪৬-এও কেন বিয়ে করেননি সুন্দরী নায়িকা?

Last Updated:
তাঁর ছবিই প্রথম ১০০০ কোটির ক্লাবে পৌঁছায়৷ বেশ কয়েকটি তাঁর কাধে নির্ভর করেই পেয়েছে সফলতা৷ এক কথায় তাঁকে  বলা যায় দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার৷
1/6
তাঁর ছবিই প্রথম ১০০০ কোটির ক্লাবে পৌঁছায়৷ বেশ কয়েকটি তাঁর কাধে নির্ভর করেই পেয়েছে সফলতা৷ এক কথায় তাঁকে ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার৷ তিনি বাহুবলী খ্যাত অনুষ্কা শেট্টি৷ ৪৬ বছর বয়সী সুন্দরী অভিনেত্রী এখনও বিয়ে করেননি কেন? জেনে নিন অনুষ্কার জীবনের অজানা দিক৷
তাঁর ছবিই প্রথম ১০০০ কোটির ক্লাবে পৌঁছায়৷ বেশ কয়েকটি তাঁর কাধে নির্ভর করেই পেয়েছে সফলতা৷ এক কথায় তাঁকে ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার৷ তিনি বাহুবলী খ্যাত অনুষ্কা শেট্টি৷ ৪৬ বছর বয়সী সুন্দরী অভিনেত্রী এখনও বিয়ে করেননি কেন? জেনে নিন অনুষ্কার জীবনের অজানা দিক৷
advertisement
2/6
২০১৭ সালে মুক্তি পেয়েছিল এসএস রাজামৌলির বাহুবলী: দ্য কনক্লুশন৷ মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তোলে এই ছবি৷ ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১৭০০ কোটি টাকা আয় করেছিল৷ এই ছবিতে প্রভাসের পাশাপাশি মুখ্য চরিত্রে নজর কাড়েন নায়িকা অনুষ্কা শেট্টি৷ অনুষ্কার অভিনয়ও প্রশংসিত হয়৷
২০১৭ সালে মুক্তি পেয়েছিল এসএস রাজামৌলির বাহুবলী: দ্য কনক্লুশন৷ মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তোলে এই ছবি৷ ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১৭০০ কোটি টাকা আয় করেছিল৷ এই ছবিতে প্রভাসের পাশাপাশি মুখ্য চরিত্রে নজর কাড়েন নায়িকা অনুষ্কা শেট্টি৷ অনুষ্কার অভিনয়ও প্রশংসিত হয়৷
advertisement
3/6
তবে, বাহুবলীর বহু আগে থেকেই অনুষ্কা দক্ষিণী সিনেমার অতি পরিচিত মুখ৷ বিশেষত তেলেগু ছবির প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি৷ তাঁর কাঁধে ভর করেই হিট হয়েছে বেশ কিছু সিনেমা৷
তবে, বাহুবলীর বহু আগে থেকেই অনুষ্কা দক্ষিণী সিনেমার অতি পরিচিত মুখ৷ বিশেষত তেলেগু ছবির প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি৷ তাঁর কাঁধে ভর করেই হিট হয়েছে বেশ কিছু সিনেমা৷
advertisement
4/6
অরুন্ধতী, রুদ্রমাদেবী, ভাগমতীর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন৷ এই সিনেমার চরিত্রগুলি ছিল নারীকেন্দ্রিক৷ অভিনেত্রী আনুশকা শেঠি তেলেগু এবং তামিল উভয় ভাষায় আরও অনেক বড় হিট ছবিতে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে বিক্রমকুডু, সৌরিয়াম, সিংগামের পাশাপাশি দুটি ‘বাহুবলী’ ছবিতেও ছিলেন তিনি।
অরুন্ধতী, রুদ্রমাদেবী, ভাগমতীর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন৷ এই সিনেমার চরিত্রগুলি ছিল নারীকেন্দ্রিক৷ অভিনেত্রী আনুশকা শেঠি তেলেগু এবং তামিল উভয় ভাষায় আরও অনেক বড় হিট ছবিতে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে বিক্রমকুডু, সৌরিয়াম, সিংগামের পাশাপাশি দুটি ‘বাহুবলী’ ছবিতেও ছিলেন তিনি।
advertisement
5/6
তবে এখনও অবিবাহিত অনুষ্কা শেট্টি৷ এমনকি ৪৬ বছর বয়সেও, তার বিবাহ সম্পর্কিত কোনও খবর নেই তবে ভক্তরা তার বিশেষ অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাহুবলীর সময় থেকেই প্রভাস এবং অনুষ্কার বন্ধুত্ব ঘিরে জোর চর্চা৷
তবে এখনও অবিবাহিত অনুষ্কা শেট্টি৷ এমনকি ৪৬ বছর বয়সেও, তার বিবাহ সম্পর্কিত কোনও খবর নেই তবে ভক্তরা তার বিশেষ অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাহুবলীর সময় থেকেই প্রভাস এবং অনুষ্কার বন্ধুত্ব ঘিরে জোর চর্চা৷
advertisement
6/6
ইন্ডাস্ট্রির অন্দরে খবর, প্রভাস যখন নায়িকার জন্য সিরিয়াস ছিলেন, তখন তিনি একজন সিনিয়র অভিনেতার সঙ্গে ডেটিং শুরু করেছিলেন এবং তারপর থেকে সালার তারকা তাঁর থেকে দূরত্ব বজায় রেখেছিলেন।
ইন্ডাস্ট্রির অন্দরে খবর, প্রভাস যখন নায়িকার জন্য সিরিয়াস ছিলেন, তখন তিনি একজন সিনিয়র অভিনেতার সঙ্গে ডেটিং শুরু করেছিলেন এবং তারপর থেকে সালার তারকা তাঁর থেকে দূরত্ব বজায় রেখেছিলেন।
advertisement
advertisement
advertisement