Exclusive: ইমনকে সিঁদুর পরালেন নীলাঞ্জন ! হল মালাবদল ! বিয়ের আসর জমজমাট

Last Updated:
লাল লজ্জা বস্ত্রে মাথা ঢেকে হল সিঁদুর দান।
1/12
ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষের রেজিস্ট্রি হয়েছে রবিবার সকালে । লেক গার্ডেন্সের বাড়িতেই হয়েছে অনুষ্ঠান। আজ শাস্ত্র মতে বিয়ে হবে তাঁদের। তবে সব নিয়ম মেনে নয়। হবে শুধু মাত্র সিঁদুর দান ও মালা বদল। অন্য কোনও নিয়ম করা হবে না।
ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষের রেজিস্ট্রি হয়েছে রবিবার সকালে । লেক গার্ডেন্সের বাড়িতেই হয়েছে অনুষ্ঠান। আজ শাস্ত্র মতে বিয়ে হবে তাঁদের। তবে সব নিয়ম মেনে নয়। হবে শুধু মাত্র সিঁদুর দান ও মালা বদল। অন্য কোনও নিয়ম করা হবে না।
advertisement
2/12
লাল বেনারসি ও গা ভর্তি গয়না পরে তৈরি গায়িকা ইমন। বরবেশে দারুণ মানিয়েছে নীলাঞ্জন ঘোষকে। তাঁরা একে অপরকে মালা পরিয়ে দিলেন। হল সিঁদুর দান।
লাল বেনারসি ও গা ভর্তি গয়না পরে তৈরি গায়িকা ইমন। বরবেশে দারুণ মানিয়েছে নীলাঞ্জন ঘোষকে। তাঁরা একে অপরকে মালা পরিয়ে দিলেন। হল সিঁদুর দান।
advertisement
3/12
বরণ করা হচ্ছে জামাই নীলাঞ্জনকে।
বরণ করা হচ্ছে জামাই নীলাঞ্জনকে।
advertisement
4/12
মালা বদল হল আজ রাতে। একে অপরকে মালা পরালেন তাঁরা।
মালা বদল হল আজ রাতে। একে অপরকে মালা পরালেন তাঁরা।
advertisement
5/12
মালা পরাতে গিয়ে বর-বধূর মধ্যে চলল খুনসুটি।
মালা পরাতে গিয়ে বর-বধূর মধ্যে চলল খুনসুটি।
advertisement
6/12
আদরে ভালোবাসায় ভরে থাকলো তাঁদের মালা-বদল।
আদরে ভালোবাসায় ভরে থাকলো তাঁদের মালা-বদল।
advertisement
7/12
লাল লজ্জা বস্ত্রে মাথা ঢেকে হল সিঁদুর দান।
লাল লজ্জা বস্ত্রে মাথা ঢেকে হল সিঁদুর দান।
advertisement
8/12
নীলাঞ্জন সিঁদুর পরিয়ে দিলেন ভালোবাসার মানুষ স্ত্রী ইমনকে।
নীলাঞ্জন সিঁদুর পরিয়ে দিলেন ভালোবাসার মানুষ স্ত্রী ইমনকে।
advertisement
9/12
সকলে মিলে হাসি-ঠাট্টায় মেতে উঠলেন।
সকলে মিলে হাসি-ঠাট্টায় মেতে উঠলেন।
advertisement
10/12
আজ অপরূপ সুন্দর দেখাচ্ছিল ইমনকে।
আজ অপরূপ সুন্দর দেখাচ্ছিল ইমনকে।
advertisement
11/12
বিয়ের আসরে উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেকেই। গানের জগতের মানুষেরাও ছিলেন এই অনুষ্ঠানে। আজ একই দিনে হবে বিয়ের আসর ও রিশেপশন। কনে পক্ষ ও বর পক্ষের যৌথ উদ্যোগেই আয়োজন হয়েছে এই অনুষ্ঠানের।
বিয়ের আসরে উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেকেই। গানের জগতের মানুষেরাও ছিলেন এই অনুষ্ঠানে। আজ একই দিনে হবে বিয়ের আসর ও রিশেপশন। কনে পক্ষ ও বর পক্ষের যৌথ উদ্যোগেই আয়োজন হয়েছে এই অনুষ্ঠানের।
advertisement
12/12
বালির জেঠিয়া বাড়িতেই হচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠান
বালির জেঠিয়া বাড়িতেই হচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠান
advertisement
advertisement
advertisement