Nachiketa Chakraborty: হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, বাতিল করা হয়েছে তাঁর আগামী শো
- Published by:Pooja Basu
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
এবার যদিও সারভাইকাল স্পন্ডিলাইটিস নয়, হার্টের সমস্যা বলে জানা গিয়েছে৷ পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি৷
advertisement
advertisement
advertisement
এর আগে একবার, ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে৷ অনুষ্ঠানও বাতিল করা হয়৷ এর পরেই তাঁর অসুস্থতার গুঞ্জনে ঘৃতাহুতি হয়। পরে পরিবরের পক্ষ থেকে জানানো হয় যে নচিকেতার সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে৷ যা শীতে বেড়ে যায়৷ এবং শীতেই টানা শো থাকায় সমস্যা আরও বাড়ে৷ ফলে একটু ব্রেক নিতে হয়৷ (Photo Courtesy-Facebook)
advertisement
