Saurav Das-Darshana Banik Wedding: শ্বশুরবাড়ি চললেন দর্শনা, সাজে থাকল বিরাট চমক! শেয়ার করলেন অভিনেত্রী নিজেই

Last Updated:
দর্শনা বণিক এবং সৌরভ দাস তাঁদের বিয়ের প্রতি মুহূর্তের আপডেট তিনি শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। অধিবাস থেকে গায়ে হলুদ সব সাজেই নজর কেড়েছেন দর্শনা। এবার কনে বিদায়ের লুকও পোস্ট করলেন অভিনেত্রী।
1/5
রূপকথার মতো বিয়ে হল দর্শনা বণিক এবং সৌরভ দাসের। চারহাত এক হল টলিপাড়ার যুগলের। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর।
রূপকথার মতো বিয়ে হল দর্শনা বণিক এবং সৌরভ দাসের। চারহাত এক হল টলিপাড়ার যুগলের। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর।
advertisement
2/5
কপালে চন্দন, লাল টিপ বিশেষ দিনে বাঙালি কনের সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী। রুপোর কাজ করা লাল বেনারসি ছিল দর্শনার পরনে। সঙ্গে গা-ভর্তি সোনার গয়না। অন্যদিকে, সাদা পাঞ্জাবি সঙ্গে ম্যাচিং করে লাল শালে তাক লাগিয়েছেন সৌরভও।
কপালে চন্দন, লাল টিপ বিশেষ দিনে বাঙালি কনের সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী। রুপোর কাজ করা লাল বেনারসি ছিল দর্শনার পরনে। সঙ্গে গা-ভর্তি সোনার গয়না। অন্যদিকে, সাদা পাঞ্জাবি সঙ্গে ম্যাচিং করে লাল শালে তাক লাগিয়েছেন সৌরভও।
advertisement
3/5
কাছের মানুষদের সাক্ষী রেখে বিয়ে সম্পন্ন হল সৌরভ-দর্শনার। সব নিয়মনিষ্ঠার মাঝেও নজর কাড়ল বর-কনের খুনসুটি। এবার নতুন সংসার শুরুর পালা।
কাছের মানুষদের সাক্ষী রেখে বিয়ে সম্পন্ন হল সৌরভ-দর্শনার। সব নিয়মনিষ্ঠার মাঝেও নজর কাড়ল বর-কনের খুনসুটি। এবার নতুন সংসার শুরুর পালা।
advertisement
4/5
তাঁদের বিয়ের প্রতি মুহূর্তের আপডেট তিনি শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। অধিবাস থেকে গায়ে হলুদ সব সাজেই নজর কেড়েছেন দর্শনা।
তাঁদের বিয়ের প্রতি মুহূর্তের আপডেট তিনি শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। অধিবাস থেকে গায়ে হলুদ সব সাজেই নজর কেড়েছেন দর্শনা।
advertisement
5/5
এবার কনে বিদায়ের লুকও পোস্ট করলেন অভিনেত্রী। গায়ে লাল শাড়ি সঙ্গে সবুজ ব্লাউজ, কানে ঝোলা ঝুমকো, খোঁপায় টকটকে লালা গোলাপ। সব মিলিয়ে হালকা অথচ দারুণ সাজেই শ্বশুরবাড়ি গেলেন অভিনেত্রী। বিদায়ের সময় কেমন সেজেছেন সেই ছবি  নিজের  ইনস্ট্রাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি ক্যাপশন লেখেন 'বিদায়ী লুক'।
এবার কনে বিদায়ের লুকও পোস্ট করলেন অভিনেত্রী। গায়ে লাল শাড়ি সঙ্গে সবুজ ব্লাউজ, কানে ঝোলা ঝুমকো, খোঁপায় টকটকে লালা গোলাপ। সব মিলিয়ে হালকা অথচ দারুণ সাজেই শ্বশুরবাড়ি গেলেন অভিনেত্রী। বিদায়ের সময় কেমন সেজেছেন সেই ছবি  নিজের  ইনস্ট্রাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি ক্যাপশন লেখেন 'বিদায়ী লুক'।
advertisement
advertisement
advertisement