বৃহস্পতিবার রাতে বলিপাড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নবাব কন্যা সারা আলি খান। পরনে ছিল স্বচ্ছ কালো পোশাক। তাঁর রূপে মুগ্ধ ভক্তমহল।
2/ 8
ফ্যাশন ডিজাইনার ডেভিড কোমার তৈরি এই পোশাকে ক্যামেরার সামনে এসে দাঁড়ান সইফ আলি খানের মেয়ে। সেই সময়ে তাঁর প্রাক্তন সঙ্গী কার্তিক আরিয়ানও হাজির হন। দু'জনে মিলে একসঙ্গে ছবিও তোলেন।
3/ 8
কালো রঙে তিনি সর্বদাই সুন্দরী, মোহময়ী। তাই একাধিক অনুষ্ঠান এবং ফোটোশ্যুটে এই রংটিকেই বেছে নিয়েছেন সারা। যেমন এই ছবিটি। চামড়ার স্কার্ট, চামড়ার জ্যাকেট, সঙ্গে কালো হাইনেক ও বুট জুতো।
4/ 8
কালো অফ শোল্ডার গাউনে সারা এক দিকে যেমন উষ্ণতা ছড়াচ্ছেন, অন্য দিকে আভিজাত্য। সত্যিই যেন রাজকন্যে থুড়ি নবাব-কন্যে সারা আলি খান।
5/ 8
সিক্যুইন পোশাক। রং সেই কালো। তাঁর শরীরে এই রং যেন আরও ঔজ্জ্বল্য পেল। কালো রঙের মাহাত্ম্য যেন সারার পোশাকেই প্রকাশ পেল।
6/ 8
কালো জালের পোশাক সারার গায়ে। চুল আলুথালু। মিঠে রোদের ঝলকানি তাঁর শরীরে এসে পড়তেই যেন জ্যোতির আকার নিল।
7/ 8
আঁটোসাঁটো কালো পোশাক। গলায় হীরের হার। কানে হীরের দুল। নখে কালো রং। সারার কালো-প্রীতি ধরা পড়ছে এই সমস্ত ছবিতে।
8/ 8
কালো বডিকন ড্রেসে সারা। কালোর উপর সাদা জড়ির কাজে আরও উজ্জ্বল হয়ে উঠেছেন অমৃতা সিংয়ের মেয়ে।