Sandipta-Soumya Wedding Date: সন্দীপ্তার বিয়ে! বলিউডি বিয়ে নয়, বাঙালি সাজ থেকে মেনু, কী কী থাকবে পাতে জানেন কি

Last Updated:
Sandipta-Soumya Wedding Date: কনের সাজের সঙ্গে তাল মিলিয়ে সৌম্য প্যাস্টল পিঙ্ক শেরওয়ানি ও ধুতিতে সাজবেন। আর বাগদানের জন্য লহেঙ্গাই বেছে নিয়েছেন অভিনেত্রী। পুরোহিত নন্দিনী ভৌমিকই বিয়ে দেবেন নায়িকার।
1/10
বিয়ে করছেন সন্দীপ্তা সেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ৭ ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন প্রেমিকের সঙ্গে। গত বছর ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মী সৌম্য সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন সন্দীপ্তা।
বিয়ে করছেন সন্দীপ্তা সেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ৭ ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন প্রেমিকের সঙ্গে। গত বছর ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মী সৌম্য সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন সন্দীপ্তা।
advertisement
2/10
অনেক দিন ধরেই যুগলের বিয়ে নিয়ে চর্চা চলছে। কিন্তু কিছুতেই দিনক্ষণ স্থির হচ্ছিল না। নিউজ18 বাংলাকে সন্দীপ্তা জানালেন, জোর প্রস্তুতি চলছে। কাজের ফাঁকে ফাঁকে বিয়ের জন্য কেনাকাটা, মেনু স্থির, সব চলছে।
অনেক দিন ধরেই যুগলের বিয়ে নিয়ে চর্চা চলছে। কিন্তু কিছুতেই দিনক্ষণ স্থির হচ্ছিল না। নিউজ18 বাংলাকে সন্দীপ্তা জানালেন, জোর প্রস্তুতি চলছে। কাজের ফাঁকে ফাঁকে বিয়ের জন্য কেনাকাটা, মেনু স্থির, সব চলছে।
advertisement
3/10
সন্দীপ্তা বললেন, ‘‘আগামী ২ ডিসেম্বর বাগদান অনুষ্ঠান হবে, তারপর ৭ তারিখে বিয়ে। বিয়ের দিনই নাচ-গানের অনুষ্ঠান হবে। বলিউডি বিয়ে চাই না, পুরো বাঙালিয়ানায় ভরপুর থাকবে।’’
সন্দীপ্তা বললেন, ‘‘আগামী ২ ডিসেম্বর বাগদান অনুষ্ঠান হবে, তারপর ৭ তারিখে বিয়ে। বিয়ের দিনই নাচ-গানের অনুষ্ঠান হবে। বলিউডি বিয়ে চাই না, পুরো বাঙালিয়ানায় ভরপুর থাকবে।’’
advertisement
4/10
‘‘আমি তো অবশ্যই নাচব তবে সৌম্যকে নাচের জন্য রাজি করানো মুশকিল, তাও শেখানোর চেষ্টা করব।’’ বিয়েতে ফুশিয়া পিঙ্ক কাতান বেনারসী পরবেন সন্দীপ্তা।
‘‘আমি তো অবশ্যই নাচব তবে সৌম্যকে নাচের জন্য রাজি করানো মুশকিল, তাও শেখানোর চেষ্টা করব।’’ বিয়েতে ফুশিয়া পিঙ্ক কাতান বেনারসী পরবেন সন্দীপ্তা।
advertisement
5/10
কনের সাজের সঙ্গে তাল মিলিয়ে সৌম্য প্যাস্টল পিঙ্ক শেরওয়ানি ও ধুতিতে সাজবেন। আর বাগদানের জন্য লহেঙ্গাই বেছে নিয়েছেন অভিনেত্রী। পুরোহিত নন্দিনী ভৌমিকই বিয়ে দেবেন নায়িকার।
কনের সাজের সঙ্গে তাল মিলিয়ে সৌম্য প্যাস্টল পিঙ্ক শেরওয়ানি ও ধুতিতে সাজবেন। আর বাগদানের জন্য লহেঙ্গাই বেছে নিয়েছেন অভিনেত্রী। পুরোহিত নন্দিনী ভৌমিকই বিয়ে দেবেন নায়িকার।
advertisement
6/10
সাজের পাশাপাশি খাওয়া-দাওয়াতেও বাঙালিয়ানার আমেজ। এখনও সম্পূর্ণ তালিকা তৈরি না হলেও নায়িকার সঙ্গে কথা বলে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। কড়াইশুঁটির কচুরি, পোলাও, চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংসতেই এলাহি বন্দোবস্ত।
সাজের পাশাপাশি খাওয়া-দাওয়াতেও বাঙালিয়ানার আমেজ। এখনও সম্পূর্ণ তালিকা তৈরি না হলেও নায়িকার সঙ্গে কথা বলে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। কড়াইশুঁটির কচুরি, পোলাও, চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংসতেই এলাহি বন্দোবস্ত।
advertisement
7/10
বাঙালির প্রিয় মিষ্টিগুলিই থাকবে শেষপাতে। সন্দীপ্তা জানালেন, এখনও ঠিক হয়নি, কিন্তু এই ধরনের খাবার মেনুতে থাকবে বলেই আশা করা যায়।
বাঙালির প্রিয় মিষ্টিগুলিই থাকবে শেষপাতে। সন্দীপ্তা জানালেন, এখনও ঠিক হয়নি, কিন্তু এই ধরনের খাবার মেনুতে থাকবে বলেই আশা করা যায়।
advertisement
8/10
আর অতিথি? বর-কনে দুই-ই যে বাংলা ইন্ডাস্ট্রির মানুষ। ফলে সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে যে অতিথি তালিকায় যে তারকাদের সমাবেশ হবে, তা বলাই বাহুল্য। তবে এখনও সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি।
আর অতিথি? বর-কনে দুই-ই যে বাংলা ইন্ডাস্ট্রির মানুষ। ফলে সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে যে অতিথি তালিকায় যে তারকাদের সমাবেশ হবে, তা বলাই বাহুল্য। তবে এখনও সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি।
advertisement
9/10
কেরিয়ারে দীর্ঘ পথ পেরিয়েছেন সন্দীপ্তা। ধারাবাহিক থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ.... সর্বত্রই তাঁর অনায়াস বিচরণ। আপাতত পর্দায় নিজেকে নিয়ে পরীক্ষানিরীক্ষার পালা। নানা ধরনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।
কেরিয়ারে দীর্ঘ পথ পেরিয়েছেন সন্দীপ্তা। ধারাবাহিক থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ.... সর্বত্রই তাঁর অনায়াস বিচরণ। আপাতত পর্দায় নিজেকে নিয়ে পরীক্ষানিরীক্ষার পালা। নানা ধরনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।
advertisement
10/10
আর কয়েক দিনের অপেক্ষা। এর পরেই মুক্তি পাবে ‘নষ্টনীড়’। চেনা ছকের বাইরে ধরা দেবেন অভিনেত্রী। ৯ জুন মুক্তি পাবে সিরিজটি। তারই মাঝে চলছে বিয়ের প্রস্তুতি।
আর কয়েক দিনের অপেক্ষা। এর পরেই মুক্তি পাবে ‘নষ্টনীড়’। চেনা ছকের বাইরে ধরা দেবেন অভিনেত্রী। ৯ জুন মুক্তি পাবে সিরিজটি। তারই মাঝে চলছে বিয়ের প্রস্তুতি।
advertisement
advertisement
advertisement