Raj Chakraborty: রাজের ওয়েব সিরিজে 'সন্ধ্যাতারা'র ‘আকাশনীল’! জানেন কি নায়কের আসল পরিচয়? জানুন

Last Updated:
'সন্ধ্যাতারা' ধারাবাহিকের নায়ক 'আকাশনীল' ইতিমধ্যেই দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। এই চরিত্র দেখা যাচ্ছে সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে আপনি জানলে অবাক হবেন ইতিমধ্যেই অভিনেতা সিরিয়ালের পাশাপাশি পা রেখেছেন ওয়েব সিরিজেও।
1/5
শুরুর দিকে সে ভাবে সাড়া ফেলতে না পারলেও বর্তমানে 'সন্ধ্যাতারা' দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। টিআরপিতে ইতিমধ্যেই সেরা দশে জায়গা করে নিয়েছে এই মেগা। তবে শুধু মেগা নয়, ধারাবাহিকের নায়ক 'আকাশনীল' ইতিমধ্যেই দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। এই চরিত্র দেখা যাচ্ছে সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে আপনি জানলে অবাক হবেন ইতিমধ্যেই অভিনেতা সিরিয়ালের পাশাপাশি পা রেখেছেন ওয়েব সিরিজেও।
শুরুর দিকে সে ভাবে সাড়া ফেলতে না পারলেও বর্তমানে 'সন্ধ্যাতারা' দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। টিআরপিতে ইতিমধ্যেই সেরা দশে জায়গা করে নিয়েছে এই মেগা। তবে শুধু মেগা নয়, ধারাবাহিকের নায়ক 'আকাশনীল' ইতিমধ্যেই দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। এই চরিত্র দেখা যাচ্ছে সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে আপনি জানলে অবাক হবেন ইতিমধ্যেই অভিনেতা সিরিয়ালের পাশাপাশি পা রেখেছেন ওয়েব সিরিজেও।
advertisement
2/5
বেলুড়ের ছেলে সৌরজিৎ। পড়াশোনা করেছেন ডন বস্কো স্কুলে। তারপর কাজ করেছিলেন উইপ্রো-তেও। ছোট থেকেই স্বপ্ন অভিনেতা হবেন। তবে স্বপ্ন তো শুধু দেখলে হয় না, তা সত্যি করার জন্য পরিশ্রমও করতে হয় সেই দিকে খামতি রাখেননি অভিনেতা। থিয়েটারে অভিনয় করেছেন তিনি।
বেলুড়ের ছেলে সৌরজিৎ। পড়াশোনা করেছেন ডন বস্কো স্কুলে। তারপর কাজ করেছিলেন উইপ্রো-তেও। ছোট থেকেই স্বপ্ন অভিনেতা হবেন। তবে স্বপ্ন তো শুধু দেখলে হয় না, তা সত্যি করার জন্য পরিশ্রমও করতে হয় সেই দিকে খামতি রাখেননি অভিনেতা। থিয়েটারে অভিনয় করেছেন তিনি।
advertisement
3/5
শুধু তাই নয় মুম্বইতেও দু'টি মিউজ়িক ভিডিও-তে কাজ করেছেন। সেখানেই হাতেখড়ি অভিনয়ের। তারপর কলকাতায় ফিরে জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সহকারী হিসেবেও কাজ করেছেন বছর দুয়েক।
শুধু তাই নয় মুম্বইতেও দু'টি মিউজ়িক ভিডিও-তে কাজ করেছেন। সেখানেই হাতেখড়ি অভিনয়ের। তারপর কলকাতায় ফিরে জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সহকারী হিসেবেও কাজ করেছেন বছর দুয়েক।
advertisement
4/5
আর এবার তাঁকে দেখা গেল রাজের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ 'আবার প্রলয়'-তে। এখানে তিনি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন।
আর এবার তাঁকে দেখা গেল রাজের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ 'আবার প্রলয়'-তে। এখানে তিনি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন।
advertisement
5/5
বর্তমানে তাঁকে 'সন্ধ্যাতারা' ধারাবাহিকে দেখা যাচ্ছে। দুই বোনের গল্প এই 'সন্ধ্যাতারা'। সন্ধ্যা আর তারা দুই বোন। তারাকে ভালবেসে ফেলে আকাশনীল। কিন্তু ঘটনা চক্রে মায়ের আদেশে বিয়ে করতে হয় সন্ধ্যাকে। অন্যদিকে, দিদির বিয়ের ব্যাপার জানতে পেরে এই সম্পর্ক থেকে স্বেচ্ছায় সরে যায় তারা। বিয়ের পর সন্ধ্যা ভালবেসে ফেলে তাঁর স্বামীকে। আকাশনীলেরও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে সন্ধ্যা। কী হবে তাদের তিন জনের ভবিষত তা নিয়েই আবর্তিত হবে গল্প।
বর্তমানে তাঁকে 'সন্ধ্যাতারা' ধারাবাহিকে দেখা যাচ্ছে। দুই বোনের গল্প এই 'সন্ধ্যাতারা'। সন্ধ্যা আর তারা দুই বোন। তারাকে ভালবেসে ফেলে আকাশনীল। কিন্তু ঘটনা চক্রে মায়ের আদেশে বিয়ে করতে হয় সন্ধ্যাকে। অন্যদিকে, দিদির বিয়ের ব্যাপার জানতে পেরে এই সম্পর্ক থেকে স্বেচ্ছায় সরে যায় তারা। বিয়ের পর সন্ধ্যা ভালবেসে ফেলে তাঁর স্বামীকে। আকাশনীলেরও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে সন্ধ্যা। কী হবে তাদের তিন জনের ভবিষত তা নিয়েই আবর্তিত হবে গল্প।
advertisement
advertisement
advertisement