Naga Chaitanya-Samantha Ruth Prabhu: রোগের সঙ্গে লড়ছেন সামান্থা! তার মাঝেই বিস্ফোরক নাগা! চুম্বন নিয়ে এ কী বললেন

Last Updated:
Naga Chaitanya-Samantha Ruth Prabhu: নাগা চৈতন্য এ বার যা বললেন, তা শুনে হতবাক সকলেই। অভিনেত্রী সামান্তা রুথ প্রভুর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে চর্চা এখনও থামেনি। তারই মাঝে নতুন করে শিরোনামে অভিনেতা।
1/6
তাঁর প্রেম, বিবাহ, বিচ্ছেদ, সব নিয়েই আগ্রহের পারদ যেন তুঙ্গে থাকে। এ হেন নাগা চৈতন্য এ বার যা বললেন, তা শুনে হতবাক সকলেই। অভিনেত্রী সামান্তা রুথ প্রভুর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে চর্চা এখনও থামেনি। তারই মাঝে নতুন করে শিরোনামে অভিনেতা।
তাঁর প্রেম, বিবাহ, বিচ্ছেদ, সব নিয়েই আগ্রহের পারদ যেন তুঙ্গে থাকে। এ হেন নাগা চৈতন্য এ বার যা বললেন, তা শুনে হতবাক সকলেই। অভিনেত্রী সামান্তা রুথ প্রভুর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে চর্চা এখনও থামেনি। তারই মাঝে নতুন করে শিরোনামে অভিনেতা।
advertisement
2/6
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, জীবনে কতজনকে চুম্বন করেছেন নাগা। এই প্রশ্ন শুনে কিন্তু মোটেই অবাক হননি অভিনেতা। বরং সপ্রতিভ ভাবে উত্তর দিয়েছেন। কী বললেন তিনি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, জীবনে কতজনকে চুম্বন করেছেন নাগা। এই প্রশ্ন শুনে কিন্তু মোটেই অবাক হননি অভিনেতা। বরং সপ্রতিভ ভাবে উত্তর দিয়েছেন। কী বললেন তিনি?
advertisement
3/6
নাগা বললেন, "জানি না কতজনকে চুম্বন করেছি। হিসেব নেই আর।" এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন, "আসলে ছবিতেও প্রচুর চুম্বন দৃশ্য থাকে। কী করে এত গুনব? এটা সবাই জানে। এ বিষয়ে কিছুই আর গোপন নেই।"
নাগা বললেন, "জানি না কতজনকে চুম্বন করেছি। হিসেব নেই আর।" এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন, "আসলে ছবিতেও প্রচুর চুম্বন দৃশ্য থাকে। কী করে এত গুনব? এটা সবাই জানে। এ বিষয়ে কিছুই আর গোপন নেই।"
advertisement
4/6
জীবনে কি কোনও আফসোস আছে? প্রশ্ন করা হলে চৈতন্য বলেন, "আমার জীবনে কোনও আফসোস নেই। সব কিছুই একটা শিক্ষা।"
জীবনে কি কোনও আফসোস আছে? প্রশ্ন করা হলে চৈতন্য বলেন, "আমার জীবনে কোনও আফসোস নেই। সব কিছুই একটা শিক্ষা।"
advertisement
5/6
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, নাগা এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে ছ'মাস ধরে সম্পর্কে রয়েছেন। অর্থাৎ হিসেব বলছে, সামান্থার সঙ্গে বিচ্ছেদের ১১ মাসের মাথায় নাগার জীবনে আসেন শোভিতা।
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, নাগা এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে ছ'মাস ধরে সম্পর্কে রয়েছেন। অর্থাৎ হিসেব বলছে, সামান্থার সঙ্গে বিচ্ছেদের ১১ মাসের মাথায় নাগার জীবনে আসেন শোভিতা।
advertisement
6/6
সামান্থার নতুন সম্পর্কের গুঞ্জন এখনও শোনা যায়নি। একটি জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। আপাতত সুস্থ হয়ে উঠছেন। কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। বরুণ ধওয়নের সঙ্গে 'সিটাডেল'-এ দেখা যাবে তাঁকে।
সামান্থার নতুন সম্পর্কের গুঞ্জন এখনও শোনা যায়নি। একটি জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। আপাতত সুস্থ হয়ে উঠছেন। কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। বরুণ ধওয়নের সঙ্গে 'সিটাডেল'-এ দেখা যাবে তাঁকে।
advertisement
advertisement
advertisement