সলমনের রোজ খাবার খরচ ৮ হাজার টাকা ! জানেন কী কী খান তিনি?

Last Updated:
1/7
বয়স ৫২ ৷ তবে দেখলে কে বলবে ? এখনও তিনি সুলতান ৷ এখনও তিনি বলিউডের বিন্দাস খান ৷ তাই তো রেস থ্রি ছবিতে সলমনের স্টান্ট দেখে হতবাক সবাই ৷ কিন্তু জানেন কি? এই ফিটনেসের জন্য সলমনের প্রত্যেক দিনের খাবার খরচ আট হাজার টাকা ! Photo Collected
বয়স ৫২ ৷ তবে দেখলে কে বলবে ? এখনও তিনি সুলতান ৷ এখনও তিনি বলিউডের বিন্দাস খান ৷ তাই তো রেস থ্রি ছবিতে সলমনের স্টান্ট দেখে হতবাক সবাই ৷ কিন্তু জানেন কি? এই ফিটনেসের জন্য সলমনের প্রত্যেক দিনের খাবার খরচ আট হাজার টাকা ! Photo Collected
advertisement
2/7
ইংরেজি এক দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, সলমন খান প্রত্যেক দিনের খাবার খরচ নাকি ৮ হাজার টাকা ৷ সকাল থেকে শুরু করে একেবারে রাতের খাবারের খরচ ধরেই এই টাকার অঙ্ক ৷ আর প্রত্যেকটি খাবারই একেবারে বিশেষজ্ঞদের দিয়ে বাছাই করা ৷  Photo Collected
ইংরেজি এক দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, সলমন খান প্রত্যেক দিনের খাবার খরচ নাকি ৮ হাজার টাকা ৷ সকাল থেকে শুরু করে একেবারে রাতের খাবারের খরচ ধরেই এই টাকার অঙ্ক ৷ আর প্রত্যেকটি খাবারই একেবারে বিশেষজ্ঞদের দিয়ে বাছাই করা ৷ Photo Collected
advertisement
3/7
তা রোজ কী কী খান সলমন খান ? জানা গিয়েছে, সলমন একেবারেই তেলে ভাজা জিনিস খান না ৷ ফাস্টফুড তো মুখেই তোলেন না সলমন ৷ বরং সব খাবারের মধ্যে পুষ্টি গুণ মেপে চলে খাওয়া-দাওয়া ৷  Photo Collected
তা রোজ কী কী খান সলমন খান ? জানা গিয়েছে, সলমন একেবারেই তেলে ভাজা জিনিস খান না ৷ ফাস্টফুড তো মুখেই তোলেন না সলমন ৷ বরং সব খাবারের মধ্যে পুষ্টি গুণ মেপে চলে খাওয়া-দাওয়া ৷ Photo Collected
advertisement
4/7
সলমনের দিন শুরু হয় জলে লেবু ও মধু মিশিয়ে পান করেই ৷ ঘুম থেকে উছে সলমনের এটা চাই-ই চাই ৷ Photo Collected
সলমনের দিন শুরু হয় জলে লেবু ও মধু মিশিয়ে পান করেই ৷ ঘুম থেকে উছে সলমনের এটা চাই-ই চাই ৷ Photo Collected
advertisement
5/7
সলমনের ব্রেকফাস্টে থাকে চারটে হাতরুটি ও সঙ্গে চারটে ডিমসেদ্ধ ৷ Photo Collected
সলমনের ব্রেকফাস্টে থাকে চারটে হাতরুটি ও সঙ্গে চারটে ডিমসেদ্ধ ৷ Photo Collected
advertisement
6/7
লাঞ্চের মেনুতে থাকে একেবারে দক্ষিণী খাবারদাবার ৷ কখনও ইডলি, কখনও দোসা ৷ কখনও আবার অল্প ভাত আর সম্বর ৷ অনেক সময় লাঞ্চেই সলমন খেয়ে ফেলেন গ্রিল করা মাছ, সবজি ও স্যালাড ৷  Photo Collected
লাঞ্চের মেনুতে থাকে একেবারে দক্ষিণী খাবারদাবার ৷ কখনও ইডলি, কখনও দোসা ৷ কখনও আবার অল্প ভাত আর সম্বর ৷ অনেক সময় লাঞ্চেই সলমন খেয়ে ফেলেন গ্রিল করা মাছ, সবজি ও স্যালাড ৷ Photo Collected
advertisement
7/7
রাতের খাবারে তিনি মুরগীর মাংস, স্যালাড খেয়ে থাকেন। এছাড়া সপ্তাহে অন্তত চারদিন তিনি ফল খান দুপুরের খাবারে। Photo Collected
রাতের খাবারে তিনি মুরগীর মাংস, স্যালাড খেয়ে থাকেন। এছাড়া সপ্তাহে অন্তত চারদিন তিনি ফল খান দুপুরের খাবারে। Photo Collected
advertisement
advertisement
advertisement