Rubina Dilaik Baby: যমজ সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী রুবিনা দিলায়ক, ছেলে নাকি মেয়ে? জানুন

Last Updated:
Rubina Dilaik Baby: মা হলেন অভিনেত্রী রুবিনা দিলায়ক। রবিবার যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
1/5
*মা হলেন অভিনেত্রী রুবিনা দিলায়ক। রবিবার যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সংগৃহীত ছবি। 
*মা হলেন অভিনেত্রী রুবিনা দিলায়ক। রবিবার যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সংগৃহীত ছবি। 
advertisement
2/5
*রুবিনা দিলায়েকের জিম ট্রেনার এক্স হ্যান্ডেলে প্রথম শুভেচ্ছাবার্তা জানান। তারপরেই সুখবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।  যদিও পরে সেই টুইট মুছে ফেলেন। সংগৃহীত ছবি। 
*রুবিনা দিলায়েকের জিম ট্রেনার এক্স হ্যান্ডেলে প্রথম শুভেচ্ছাবার্তা জানান। তারপরেই সুখবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।  যদিও পরে সেই টুইট মুছে ফেলেন। সংগৃহীত ছবি। 
advertisement
3/5
*রুবিনা-অভিনবরা আনুষ্ঠানিকভাবে সেই খবর কবে দেবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা। সংগৃহীত ছবি। 
*রুবিনা-অভিনবরা আনুষ্ঠানিকভাবে সেই খবর কবে দেবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা। সংগৃহীত ছবি। 
advertisement
4/5
*প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ রুবিনা দিলায়ক। ‘ছোটি বহু’ ধারাবাহিকের দৌলতে দর্শকদের অন্দরমহলে বেশ পরিচিত রুবিনা। সংগৃহীত ছবি। 
*প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ রুবিনা দিলায়ক। ‘ছোটি বহু’ ধারাবাহিকের দৌলতে দর্শকদের অন্দরমহলে বেশ পরিচিত রুবিনা। সংগৃহীত ছবি। 
advertisement
5/5
*‘বিগ বস ১৪-র বিজয়িনী রুবিনা দিলাইক। স্বামী অভিনব শুক্লাও পরিচিত মুখ। সংগৃহীত ছবি।
*‘বিগ বস ১৪-র বিজয়িনী রুবিনা দিলাইক। স্বামী অভিনব শুক্লাও পরিচিত মুখ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement