Rising India Summit 2023: কান্নার ছবি পোস্ট করেন কেন ম্রুণাল? অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন? সরব নায়িকা

Last Updated:
Rising India Summit 2023: বৃহস্পতিবার নিউজ18 নেটওয়ার্কের অনুষ্ঠান ‘রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৩’-এ উপস্থিত ছিলেন ম্রুণাল ঠাকুর। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল তাঁর কান্নার ছবি। সে বিষয়ে খুল্লমখুল্লা কথা বলেন নায়িকা।
1/6
বৃহস্পতিবার নিউজ18 নেটওয়ার্কের অনুষ্ঠান ‘রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৩’-এ উপস্থিত ছিলেন ম্রুণাল ঠাকুর। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল তাঁর কান্নার ছবি। সে বিষয়ে খুল্লমখুল্লা কথা বলেন নায়িকা। কেবল তা-ই নয়, অভিনয় নিয়ে মা-বাবার আপত্তি এবং অভিনয় পেশা ছেড়ে দেওয়া নিয়েও স্পষ্টবাদী ম্রুণাল।
বৃহস্পতিবার নিউজ18 নেটওয়ার্কের অনুষ্ঠান ‘রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৩’-এ উপস্থিত ছিলেন ম্রুণাল ঠাকুর। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল তাঁর কান্নার ছবি। সে বিষয়ে খুল্লমখুল্লা কথা বলেন নায়িকা। কেবল তা-ই নয়, অভিনয় নিয়ে মা-বাবার আপত্তি এবং অভিনয় পেশা ছেড়ে দেওয়া নিয়েও স্পষ্টবাদী ম্রুণাল।
advertisement
2/6
কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল, ম্রুণাল একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে কাঁদতে দেখা গিয়েছিল। নিজের কান্নার ছবি পোস্ট করে ভক্তদের নজর কেড়েছিলেন নায়িকা। সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য, সাফল্য, আনন্দ ছাড়াও তাঁর জীবনে বিভিন্ন ওঠানামা রয়েছে। সেই দুর্বল দিকটি প্রকাশ্যে আনতে চেয়েছিলেন তিনি।
কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল, ম্রুণাল একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে কাঁদতে দেখা গিয়েছিল। নিজের কান্নার ছবি পোস্ট করে ভক্তদের নজর কেড়েছিলেন নায়িকা। সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য, সাফল্য, আনন্দ ছাড়াও তাঁর জীবনে বিভিন্ন ওঠানামা রয়েছে। সেই দুর্বল দিকটি প্রকাশ্যে আনতে চেয়েছিলেন তিনি।
advertisement
3/6
ম্রুণালের কথায়, ‘‘কিছু দিন এমন যায়, যখন আমাদের মন খারাপ থাকে, মনে হয় একটি নির্দিষ্ট কাজ হয়তো করতে পারব না। কিন্তু প্রত্যেকে তাঁদের দুর্বল দিকটি প্রকাশ্যে আনতে চায় না, সাফল্য পাওয়ার পরেও এমন মনে হয়। আরও বেশি করে। সাফল্য না পেতে পেতে হঠাৎ একটি ছবি সফল হয়ে যায়, তখন চাপ আরও বেড়ে যায়।’’
ম্রুণালের কথায়, ‘‘কিছু দিন এমন যায়, যখন আমাদের মন খারাপ থাকে, মনে হয় একটি নির্দিষ্ট কাজ হয়তো করতে পারব না। কিন্তু প্রত্যেকে তাঁদের দুর্বল দিকটি প্রকাশ্যে আনতে চায় না, সাফল্য পাওয়ার পরেও এমন মনে হয়। আরও বেশি করে। সাফল্য না পেতে পেতে হঠাৎ একটি ছবি সফল হয়ে যায়, তখন চাপ আরও বেড়ে যায়।’’
advertisement
4/6
নায়িকা বলেন, ‘‘আমি মিথ্যা বলতে পারি নাও। তার চেয়েও বড় কথা, আজকের সোশ্যাল মিডিয়ায় মগ্ন প্রজন্ম মনে করে আমরা সর্বক্ষণ কোথাও না কোথাও ছুটি কাটাচ্ছি, আমরা খুব খুশি। কিন্তু এ তো সত্যি নয়।’’
নায়িকা বলেন, ‘‘আমি মিথ্যা বলতে পারি নাও। তার চেয়েও বড় কথা, আজকের সোশ্যাল মিডিয়ায় মগ্ন প্রজন্ম মনে করে আমরা সর্বক্ষণ কোথাও না কোথাও ছুটি কাটাচ্ছি, আমরা খুব খুশি। কিন্তু এ তো সত্যি নয়।’’
advertisement
5/6
ম্রুণাল কেবল তাঁদের জানতে চেয়েছিলেন, সকলেরই লড়াই আছে, কঠোর পরিশ্রম আছে। তিনি সহজে হাল ছেড়ে দিতে রাজি নন। কারণ নায়িকা এমন অনেককে চেনেন, যাঁরা এক বা দু’টি প্রচেষ্টার পরে হাল ছেড়ে দেয়। পেশাই পরিবর্তন করে ফেলেছেন তাঁরা।
ম্রুণাল কেবল তাঁদের জানতে চেয়েছিলেন, সকলেরই লড়াই আছে, কঠোর পরিশ্রম আছে। তিনি সহজে হাল ছেড়ে দিতে রাজি নন। কারণ নায়িকা এমন অনেককে চেনেন, যাঁরা এক বা দু’টি প্রচেষ্টার পরে হাল ছেড়ে দেয়। পেশাই পরিবর্তন করে ফেলেছেন তাঁরা।
advertisement
6/6
ম্রুণাল জানান, তিনিও বহুবার ভেবেছেন অভিনয় ছেড়ে দেবেন। তাঁর কথায়, ‘‘লাভ সোনিয়া মুক্তি পাচ্ছিল না। সেই সময়ে আমার মনে হচ্ছিল সব ছেড়ে বেরিয়ে যাই। কিন্তু পরে মনে হল, আমি যদি আমার ১০০ শতাংশ না দিই, তবে পরে আফশোস করব।’’
ম্রুণাল জানান, তিনিও বহুবার ভেবেছেন অভিনয় ছেড়ে দেবেন। তাঁর কথায়, ‘‘লাভ সোনিয়া মুক্তি পাচ্ছিল না। সেই সময়ে আমার মনে হচ্ছিল সব ছেড়ে বেরিয়ে যাই। কিন্তু পরে মনে হল, আমি যদি আমার ১০০ শতাংশ না দিই, তবে পরে আফশোস করব।’’
advertisement
advertisement
advertisement