Home » Photo » entertainment » Rihanna is pregnant|| কোটি কোটির সোনা-নীলা-পান্নায় মোড়া বেবি-বাম্প, প্রথমবার মা হতে চলেছেন রিহানা, দেখুন...
Rihanna is pregnant|| কোটি কোটির সোনা-নীলা-পান্নায় মোড়া বেবি-বাম্প, প্রথমবার মা হতে চলেছেন রিহানা, দেখুন...
Pregnant Rihanna flaunting baby bump: মা হতে চলেছেন সঙ্গীতশিল্পী তথা ফ্যাশনিস্তা রিহানা। প্রথমবার সন্তানের জন্ম দেওয়ার জন্য শুরু হয়েছে অপেক্ষা। রিহানার পুরুষসঙ্গী র্যাপার (rapper-boyfriend) A$AP রকি-ই (A$AP Rocky) সন্তানের বাবা।
*মা হতে চলেছেন সঙ্গীতশিল্পী (Singer) তথা ফ্যাশনিস্তা (fashionista) রিহানা (Rihanna)। প্রথমবার সন্তানের জন্ম দেওয়ার জন্য শুরু হয়েছে অপেক্ষা। রিহানার পুরুষসঙ্গী র্যাপার (rapper-boyfriend) A$AP রকি-ই (A$AP Rocky) সন্তানের বাবা। সংগৃহীত ছবি।
2/ 7
*সম্প্রতি প্রেমিক রকির (A$AP Rocky) সঙ্গে নিউইয়র্কের হারলেমে ডে-আউটে গিয়েছিলেন রিহানা (Rihanna)। তখনই সেলিব্রিটি দম্পতির কিছু ছবি ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। সেই সব ছবিতে স্পষ্ট রিহানার বেবি বাম্প। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সংগৃহীত ছবি।
3/ 7
*ছবিতে রিহানাকে দেখা গিয়েছে হত পিঙ্ক লং জ্যাকেটে। তবে জ্যাকেটের কোনও বোতাম লাগানো না থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর বেবি বাম্প (Rihanna’s baby bump)। সংগৃহীত ছবি।
4/ 7
*রকি এবং রিহানাকে ছবিতে ভীষণ খুশি দেখাচ্ছে। রিহানার মা হওয়ার খবরে শুধু যে তাঁর ফ্যানরা খুশি, তাই নয়। রিহানার সিদ্ধান্তে অত্যন্ত খুশি তাঁর বাবা রোনাল্ড ফেন্টি (Ronald Fenty)। সংগৃহীত ছবি।
5/ 7
*রোনাল্ড ফেন্টি (Ronald Fenty) পেজ সিক্সকে জানিয়েছেন, "খুশিতে আমার লাগাতে ইচ্ছা করছে। রিহানা বাচ্চা ভালবাসে। সব সময়ে নিজের ভাইবোনদের আগলে রাখত। নিশ্চিতভাবে ও খুব ভাল মা হবে।" সংগৃহীত ছবি।
6/ 7
*এ দিন হারলেমে যখন দম্পতিকে দেখা গিয়েছে নিজেদের মধ্যে সময় কাটাতে, তখন তাঁরা একে ওপরে মগ্ন ছিলেন। হাতে হাত রেখে সময় কাটাচ্ছিলেন। সংগৃহীত ছবি।
7/ 7
*উল্লেখ্য, রিহানা (Rihanna) এবং র্যাপার রকির (A$AP Rocky) সম্পর্কের সূত্রপাত ২০২০ সালে। তখন থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা। রিহানা বাবার সঙ্গেও পরিচয় করেছিলেন ২০০ সালেই। এক সাক্ষাৎকারে রকি জানিয়েছেন, 'রিহানা তাঁর জীবনের ভালবাসা'। সংগৃহীত ছবি।