শুধু তো চলচ্চিত্র আর সাহিত্যের গণ্ডিতে আটকে থাকেননি তিনি! সত্যজিতের ক্যালিগ্রাফির কাজ। তাঁর আঁকা, ছবি, প্রচ্ছদ। চমকে দিয়েছে আন্তর্জাতিক মহলের তাবড় রসিক ও সমালোচকদের। রবীন্দ্র পরবর্তী যুগের সেরা বাঙালি প্রতিভা যে তিনিই সে বিষয়ে বোধহয় সন্দেহের অবকাশ নেই কোনও। অস্কার, বার্লিনের ভল্লুক, ভেনিসের সিংহ দিয়ে যার হদিশ মেলে না। তাঁকে ছোঁয়ার মতো দীর্ঘ মানুষ এই মুহূর্তে সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ!