Satyajit Ray 100th Birthday : ১০০ তম জন্মদিনে সত্যজিৎ, বাঙালি ভাসছে সেই অপরাজিত মিথে! রইল কোলাজ...

Last Updated:
বাঙালির জীবন ও যাপনের সঙ্গে জড়িয়ে আছেন সত্যজিৎ। তাই কখনও পথের পাঁচালীর অপু দূর্গার সঙ্গে রেললাইন ধরে ছুটে গিয়েছে বাঙালি মন আবার কখনও শাড়ি আর টিপ পরে নিজেকে চারুলতা ভাবতে চেয়েছে বাঙালি নারী|
1/7
সে এক ম্যাজিশিয়ানের কথা| আজ তাঁর একশোতম জন্মদিন| ৬ ফুট ৫ ইঞ্চির এক বিশাল মানুষ। বাঙালি মননে যাঁর উচ্চতার নাগাল পাওয়া নেহাতই অসম্ভব। এমন এক স্রষ্টা যাঁর ম্যাজিক তাঁর উচ্চতার মতই বিরল|
সে এক ম্যাজিশিয়ানের কথা| আজ তাঁর একশোতম জন্মদিন| ৬ ফুট ৫ ইঞ্চির এক বিশাল মানুষ। বাঙালি মননে যাঁর উচ্চতার নাগাল পাওয়া নেহাতই অসম্ভব। এমন এক স্রষ্টা যাঁর ম্যাজিক তাঁর উচ্চতার মতই বিরল|
advertisement
2/7
ম্যাজিক তো বটেই! যে হাতে বানালেন মগজাস্ত্রের কারখানা ফেলুদাকে সেই হাতই তৈরি করল দেবী, চারুলতা! "পথের পাঁচালী"কে জীবন্ত করে তুললেন যিনি, তিনিই আবার রচনা করলেন প্রফেসর শঙ্কুর মত বিজ্ঞানীকে! হীরক রাজার দেশের মত টাইমলেস স্যাটায়ারও তো ওই হাতেরই সৃষ্টি!
ম্যাজিক তো বটেই! যে হাতে বানালেন মগজাস্ত্রের কারখানা ফেলুদাকে সেই হাতই তৈরি করল দেবী, চারুলতা! "পথের পাঁচালী"কে জীবন্ত করে তুললেন যিনি, তিনিই আবার রচনা করলেন প্রফেসর শঙ্কুর মত বিজ্ঞানীকে! হীরক রাজার দেশের মত টাইমলেস স্যাটায়ারও তো ওই হাতেরই সৃষ্টি!
advertisement
3/7
২৮টি ফিচার ও ৮টি ছোট দৈর্ঘ্যের তথ্যচিত্র ও শর্ট ফিল্ম তাঁর দীর্ঘ ৪২ বছরের ফিল্ম কেরিয়ারের ফসল। শুধু এটুকুতেই তাঁর কাজের পরিমাপ হয় না। এমন তো আরও অনেকেই করেছেন। কিন্তু সত্যজিতের কাজের প্রকৃত মূল্যায়ন তাঁর ছবির বিশাল ব্যাপ্তিতে।
২৮টি ফিচার ও ৮টি ছোট দৈর্ঘ্যের তথ্যচিত্র ও শর্ট ফিল্ম তাঁর দীর্ঘ ৪২ বছরের ফিল্ম কেরিয়ারের ফসল। শুধু এটুকুতেই তাঁর কাজের পরিমাপ হয় না। এমন তো আরও অনেকেই করেছেন। কিন্তু সত্যজিতের কাজের প্রকৃত মূল্যায়ন তাঁর ছবির বিশাল ব্যাপ্তিতে।
advertisement
4/7
শুধু তো চলচ্চিত্র আর সাহিত্যের গণ্ডিতে আটকে থাকেননি তিনি! সত্যজিতের ক্যালিগ্রাফির কাজ। তাঁর আঁকা, ছবি, প্রচ্ছদ। চমকে দিয়েছে আন্তর্জাতিক মহলের তাবড় রসিক ও সমালোচকদের। রবীন্দ্র পরবর্তী যুগের সেরা বাঙালি প্রতিভা যে তিনিই সে বিষয়ে বোধহয় সন্দেহের অবকাশ নেই কোনও। অস্কার, বার্লিনের ভল্লুক, ভেনিসের সিংহ দিয়ে যার হদিশ মেলে না। তাঁকে ছোঁয়ার মতো দীর্ঘ মানুষ এই মুহূর্তে সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ!
শুধু তো চলচ্চিত্র আর সাহিত্যের গণ্ডিতে আটকে থাকেননি তিনি! সত্যজিতের ক্যালিগ্রাফির কাজ। তাঁর আঁকা, ছবি, প্রচ্ছদ। চমকে দিয়েছে আন্তর্জাতিক মহলের তাবড় রসিক ও সমালোচকদের। রবীন্দ্র পরবর্তী যুগের সেরা বাঙালি প্রতিভা যে তিনিই সে বিষয়ে বোধহয় সন্দেহের অবকাশ নেই কোনও। অস্কার, বার্লিনের ভল্লুক, ভেনিসের সিংহ দিয়ে যার হদিশ মেলে না। তাঁকে ছোঁয়ার মতো দীর্ঘ মানুষ এই মুহূর্তে সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ!
advertisement
5/7
২০২১-এর ২মে রবিবাসরীয় সকালে, সেই জাদুকরের জন্মদিনে সত্যজিৎ উদযাপনে মেতে উঠবে এই শহর। করোনা ক্লিষ্ট কলকাতাতেও হবে বেশ কিছু অনুষ্ঠান। থাকবে ভার্চুয়াল অনুষ্ঠানও। সামাজিক দূরত্ব মেনেই হবে সরকারি শ্রদ্ধাজ্ঞাপন। তবে তার বাইরেও বাঙালির ঘরে ঘরে নিজের নিজের মত করে চলবে তাঁর চর্চা। স্মৃতিচারণ, উদযাপন।
২০২১-এর ২মে রবিবাসরীয় সকালে, সেই জাদুকরের জন্মদিনে সত্যজিৎ উদযাপনে মেতে উঠবে এই শহর। করোনা ক্লিষ্ট কলকাতাতেও হবে বেশ কিছু অনুষ্ঠান। থাকবে ভার্চুয়াল অনুষ্ঠানও। সামাজিক দূরত্ব মেনেই হবে সরকারি শ্রদ্ধাজ্ঞাপন। তবে তার বাইরেও বাঙালির ঘরে ঘরে নিজের নিজের মত করে চলবে তাঁর চর্চা। স্মৃতিচারণ, উদযাপন।
advertisement
6/7
বাঙালির জীবন ও যাপনের সঙ্গে জড়িয়ে আছেন সত্যজিৎ। তাই কখনও পথের পাঁচালীর অপু দূর্গার সঙ্গে রেললাইন ধরে ছুটে গিয়েছে বাঙালি মন আবার কখনও শাড়ি আর টিপ পরে নিজেকে চারুলতা ভাবতে চেয়েছে বাঙালি নারী|
বাঙালির জীবন ও যাপনের সঙ্গে জড়িয়ে আছেন সত্যজিৎ। তাই কখনও পথের পাঁচালীর অপু দূর্গার সঙ্গে রেললাইন ধরে ছুটে গিয়েছে বাঙালি মন আবার কখনও শাড়ি আর টিপ পরে নিজেকে চারুলতা ভাবতে চেয়েছে বাঙালি নারী|
advertisement
7/7
আর সেই বাঙালি নারীর হৃদয়ে আজও তরঙ্গ বয়ে যায় যখন তাঁর চেতনায় 'ফেলুদা' এসে দাঁড়ায়। প্রখর বুদ্ধিদীপ্ত, দারুণ সেন্স অফ হিউমার আর অসাধারণ ফিজিক্যাল ফিটনেস! সেই ম্যাজিশিয়ানের হাতে আঁকা ফেলুদার ছবি আজও কী বাঙালি পুরুষের আইকন নয়?
আর সেই বাঙালি নারীর হৃদয়ে আজও তরঙ্গ বয়ে যায় যখন তাঁর চেতনায় 'ফেলুদা' এসে দাঁড়ায়। প্রখর বুদ্ধিদীপ্ত, দারুণ সেন্স অফ হিউমার আর অসাধারণ ফিজিক্যাল ফিটনেস! সেই ম্যাজিশিয়ানের হাতে আঁকা ফেলুদার ছবি আজও কী বাঙালি পুরুষের আইকন নয়?
advertisement
advertisement
advertisement