Satyajit Ray 100th Birthday : ১০০ তম জন্মদিনে সত্যজিৎ, বাঙালি ভাসছে সেই অপরাজিত মিথে! রইল কোলাজ...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বাঙালির জীবন ও যাপনের সঙ্গে জড়িয়ে আছেন সত্যজিৎ। তাই কখনও পথের পাঁচালীর অপু দূর্গার সঙ্গে রেললাইন ধরে ছুটে গিয়েছে বাঙালি মন আবার কখনও শাড়ি আর টিপ পরে নিজেকে চারুলতা ভাবতে চেয়েছে বাঙালি নারী|
advertisement
advertisement
advertisement
শুধু তো চলচ্চিত্র আর সাহিত্যের গণ্ডিতে আটকে থাকেননি তিনি! সত্যজিতের ক্যালিগ্রাফির কাজ। তাঁর আঁকা, ছবি, প্রচ্ছদ। চমকে দিয়েছে আন্তর্জাতিক মহলের তাবড় রসিক ও সমালোচকদের। রবীন্দ্র পরবর্তী যুগের সেরা বাঙালি প্রতিভা যে তিনিই সে বিষয়ে বোধহয় সন্দেহের অবকাশ নেই কোনও। অস্কার, বার্লিনের ভল্লুক, ভেনিসের সিংহ দিয়ে যার হদিশ মেলে না। তাঁকে ছোঁয়ার মতো দীর্ঘ মানুষ এই মুহূর্তে সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ!
advertisement
advertisement
advertisement