Real Life Ghost Film: সত্য ঘটনা থেকে বানানো এই ভূতের সিনেমা, সত্যিই পরিচালকের পাশে বসা মহিলার পা-টা উলটো ছিল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বলিউডে ভূতের সিনেমা প্রথম আনে 'রামসে ব্রাদার্স'(শ্যাম রামসে ও তুলসি রামসে)! টিভি-বড় পর্দায় রমরমিয়ে চলত তাদের ভূতের সিরিয়াল, সিনেমা। 'জি হরর শো'-আজ-ও ভোলেনি ভারতীয় দর্শক। 'রামসে ব্রাদার্স'-এর বহু ভূতের সিনেমার মধ্যে একটা ছবি সত্যি ঘটনা থেকে বানানো, কোন ছবি বলুন তো?
advertisement
advertisement
ঠিক কী ঘটনা ঘটেছিল? কোন ঘটনা থেকে বানানো হয় 'ভিরানা'? আলিশা লেখেন, ১৯৮৩ সালে মহাবালেশ্বরের পুরানা মন্দির থেকে শ্যুট শেষ করে মুম্বইয়ে বাড়ি ফিরছিলেন শ্যাম রামসে। পথে এক মহিলাকে তিনি লিফট দেন। মহিলা অতীব সুন্দরী, লাস্যময়ী। কিছুটা পথ অতিক্রম করার পর-ই শ্যাম বুঝতে পারেন, তাঁর পাশে বসা মহিলা স্বাভাবিক নন। আচমকা মহিলার পায়ের দিকে তাকাতেই কেঁপে ওঠেন শ্যাম। মহিলার পায়ের পাতা উলটো। মহিলা কবরস্থানের পাশে নেমে যান।
advertisement
advertisement
advertisement