আড়বালিয়ায় সোহিনী-রণজয়! বিশ্বনাথের পুজোয় সিঁদুরখেলা, ভাসান, এক হবেন প্রাক্তনেরা?

Last Updated:
ইছামতীর তীরে সেই ভাসানে দশমী কেটেছে তারকাদের। এমনিতেই ঘুরতে ভালবাসেন সোহিনী-রণজয়। পুজোয় কলকাতা থেকে কয়েক ঘণ্টা দূরে এমন একটি গ্রামে মহা আনন্দে সময় কেটেছে তাঁদের।
1/8
পুজোর শেষবেলায় প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটালে কেমন হয়? শেষের রেশই তো থেকে যায় বাকি বছরে। আগামীর আগমন শুরু হয় তখন থেকেই। আর সেই নবমী-দশমী সে ভাবেই কাটালেন সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু।
পুজোর শেষবেলায় প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটালে কেমন হয়? শেষের রেশই তো থেকে যায় বাকি বছরে। আগামীর আগমন শুরু হয় তখন থেকেই। আর সেই নবমী-দশমী সে ভাবেই কাটালেন সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু।
advertisement
2/8
টলিউডের তারকা যুগলের প্রেম ভাঙার খবর পাওয়া গিয়েছিল গত এপ্রিল মাসে৷ দু'জনের কেউই এই বিষয়ে বিস্তারিত কিছু না বললেও তাঁদের বিচ্ছেদের বিরহ যেন টের পাওয়া যাচ্ছিল।
টলিউডের তারকা যুগলের প্রেম ভাঙার খবর পাওয়া গিয়েছিল গত এপ্রিল মাসে৷ দু'জনের কেউই এই বিষয়ে বিস্তারিত কিছু না বললেও তাঁদের বিচ্ছেদের বিরহ যেন টের পাওয়া যাচ্ছিল।
advertisement
3/8
কিন্তু তাঁদের বন্ধুত্ব যে অটুট, সময় কথা বারবার স্বীকার করেছেন সোহিনী-রণজয়। তারই প্রমাণ মিলল এই পুজোয়? একসঙ্গে কলকাতা শহর থেকে অনেকটা দূরে গিয়ে দু'দিন কাটালেন দুই তারকা। সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার।
কিন্তু তাঁদের বন্ধুত্ব যে অটুট, সময় কথা বারবার স্বীকার করেছেন সোহিনী-রণজয়। তারই প্রমাণ মিলল এই পুজোয়? একসঙ্গে কলকাতা শহর থেকে অনেকটা দূরে গিয়ে দু'দিন কাটালেন দুই তারকা। সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার।
advertisement
4/8
গন্তব্য, বাদুড়িয়ার আড়বালিয়া গ্রাম। ইছামতী নদীর তীরের এই গ্রামে টলিউড অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ি। সেখানেই শতাব্দী প্রাচীন দুর্গাপুজোয় অতিথি হয়ে গিয়েছিলে প্রাক্তন যুগল। সেলফি শেয়ার করেছেন শিলাজিৎ। নবমী থেকে দশমীর ভাসান।
গন্তব্য, বাদুড়িয়ার আড়বালিয়া গ্রাম। ইছামতী নদীর তীরের এই গ্রামে টলিউড অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ি। সেখানেই শতাব্দী প্রাচীন দুর্গাপুজোয় অতিথি হয়ে গিয়েছিলে প্রাক্তন যুগল। সেলফি শেয়ার করেছেন শিলাজিৎ। নবমী থেকে দশমীর ভাসান।
advertisement
5/8
শিলাজিতের লেখায় জানা যায়, ডাল, চিংড়ি দিয়ে শাক, নিরামিষ পাঁঠার মাংস, রসগোল্লা দিয়ে পেটপুজো করেছেন তাঁরা। আর দশমীতে ভাসানের আনন্দে মেতেছেন। পায়ে হেঁটে গ্রামের আলপথ দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয় সেখানে। বেহাড়া কাঠামো কাঁধে নিয়ে ছোটেন নদীর দিকে।
শিলাজিতের লেখায় জানা যায়, ডাল, চিংড়ি দিয়ে শাক, নিরামিষ পাঁঠার মাংস, রসগোল্লা দিয়ে পেটপুজো করেছেন তাঁরা। আর দশমীতে ভাসানের আনন্দে মেতেছেন। পায়ে হেঁটে গ্রামের আলপথ দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয় সেখানে। বেহাড়া কাঠামো কাঁধে নিয়ে ছোটেন নদীর দিকে।
advertisement
6/8
ইছামতীর তীরে সেই ভাসানে দশমী কেটেছে তারকাদের। এমনিতেই ঘুরতে ভালবাসেন সোহিনী-রণজয়। পুজোয় কলকাতা থেকে কয়েক ঘণ্টা দূরে এমন একটি গ্রামে মহা আনন্দে সময় কেটেছে তাঁদের। সে প্রমাণ মিলল রণজয়ের সোশ্যাল মিডিয়ায়। একাধিক ভিডিও শেয়ার করেছেন তিনি। কোথাও কাঁসর বাজালেন, কোথাও খুদেকে কাঁধে নিয়ে ঢাকের তালে নাচলেন।
ইছামতীর তীরে সেই ভাসানে দশমী কেটেছে তারকাদের। এমনিতেই ঘুরতে ভালবাসেন সোহিনী-রণজয়। পুজোয় কলকাতা থেকে কয়েক ঘণ্টা দূরে এমন একটি গ্রামে মহা আনন্দে সময় কেটেছে তাঁদের। সে প্রমাণ মিলল রণজয়ের সোশ্যাল মিডিয়ায়। একাধিক ভিডিও শেয়ার করেছেন তিনি। কোথাও কাঁসর বাজালেন, কোথাও খুদেকে কাঁধে নিয়ে ঢাকের তালে নাচলেন।
advertisement
7/8
বিশ্বনাথের উল্টো দিকের বাড়িতেও ১০৪তম দুর্গাপুজো ছিল। সেখানে গিয়েও পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ পরিচয় করলেন সেহিনী-রণজয়। তাঁদের দালানে ছবি তুললেন।
বিশ্বনাথের উল্টো দিকের বাড়িতেও ১০৪তম দুর্গাপুজো ছিল। সেখানে গিয়েও পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ পরিচয় করলেন সেহিনী-রণজয়। তাঁদের দালানে ছবি তুললেন।
advertisement
8/8
তবে কি এই পুজোর মরশুমে ভাঙন জোড়া লাগল? প্রাক্তনদের বন্ধুত্ব এর আগেও দেখেছে টলিপাড়া। সোহিনী-রণজয়ের রসায়ন কি তবে সেরকমই এক উদাহরণ নাকি আবার তাঁরা প্রেমে পড়লেন একে অপরের?
তবে কি এই পুজোর মরশুমে ভাঙন জোড়া লাগল? প্রাক্তনদের বন্ধুত্ব এর আগেও দেখেছে টলিপাড়া। সোহিনী-রণজয়ের রসায়ন কি তবে সেরকমই এক উদাহরণ নাকি আবার তাঁরা প্রেমে পড়লেন একে অপরের?
advertisement
advertisement
advertisement