আকাশে উড়ল ১৫০টি ড্রোন, আলিয়া-রণবীরের চোখের সামনে ব্রহ্মাস্ত্র

Last Updated:
1/7
আয়ান, আলিয়া ও রণবীরের হাত ধরে বলিউড দেখল প্রোমোশন কাকে বলে ৷  আকাশ জুড়ে ফাটল বাজি ৷ আকাশে ছড়িয়ে পড়ল ব্রহ্মাস্ত্রের নাম ! (Image: Instagram)
আয়ান, আলিয়া ও রণবীরের হাত ধরে বলিউড দেখল প্রোমোশন কাকে বলে ৷ আকাশ জুড়ে ফাটল বাজি ৷ আকাশে ছড়িয়ে পড়ল ব্রহ্মাস্ত্রের নাম ! (Image: Instagram)
advertisement
2/7
গপ্পোটা হল, আয়ানের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ৷ আর এই ছবি নিয়েই এখন নানা প্রোমোশন কাণ্ডে ব্যস্ত এই ছবির টিম ৷  (Image: Special Arrangement)
গপ্পোটা হল, আয়ানের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ৷ আর এই ছবি নিয়েই এখন নানা প্রোমোশন কাণ্ডে ব্যস্ত এই ছবির টিম ৷ (Image: Special Arrangement)
advertisement
3/7
ছবির প্রোমোশনের জন্য প্রয়াগরাজে রণবীর ও আলিয়া  (Image: Instagram)
ছবির প্রোমোশনের জন্য প্রয়াগরাজে রণবীর ও আলিয়া (Image: Instagram)
advertisement
4/7
সবার সামনেই বিন্দাস হয়ে প্রেম করছেন আলিয়া ও রণবীর ৷ (Image: Instagram)
সবার সামনেই বিন্দাস হয়ে প্রেম করছেন আলিয়া ও রণবীর ৷ (Image: Instagram)
advertisement
5/7
তাই তো যখনই সুযোগ পাচ্ছেন তখনই দেখাচ্ছেন নিজেদের প্রতি প্রেম ! তাও আবার বন্ধু ও পরিচালক আয়ান মুখোপাধ্যায়কে পাশে রেখে ! (Image: Instagram)
তাই তো যখনই সুযোগ পাচ্ছেন তখনই দেখাচ্ছেন নিজেদের প্রতি প্রেম ! তাও আবার বন্ধু ও পরিচালক আয়ান মুখোপাধ্যায়কে পাশে রেখে ! (Image: Instagram)
advertisement
6/7
‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর ও আলিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন. নাগার্জুন, মৌনি রায় ৷ (Image: Instagram)
‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর ও আলিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন. নাগার্জুন, মৌনি রায় ৷ (Image: Instagram)
advertisement
7/7
কুম্ভমেলায় রণবীর-আলিয়া-আয়ান (Image: Instagram)
কুম্ভমেলায় রণবীর-আলিয়া-আয়ান (Image: Instagram)
advertisement
advertisement
advertisement