Ranbir Alia Daughter: রণবীর-আলিয়ার মেয়ে রাহার 'যমজ' বোন? থাকে পাকিস্তানে! নেটপাড়ায় ছবি ঘিরে তোলপাড়, দেখুন

Last Updated:
Ranbir Alia Daughter: ছোট্ট রাহার একেবারে হবহু দেখতে আরেকটি মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে। নেটপাড়ায় সেই ছবি ঘিরে শোরগোল, এ কী রাহার যমজ বোন?
1/9
রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুর। এবার ছোট্ট রাহার একেবারে হবহু দেখতে আরেকটি মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে। নেটপাড়ায় সেই ছবি ঘিরে শোরগোল, এ কী রাহার যমজ বোন?
রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুর। এবার ছোট্ট রাহার একেবারে হবহু দেখতে আরেকটি মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে। নেটপাড়ায় সেই ছবি ঘিরে শোরগোল, এ কী রাহার যমজ বোন?
advertisement
2/9
সেই মেয়ের নাম হালিমা। ছোট রাহার মতোই তারও নীল চোখ, আর মিষ্টি মুখ দেখে মুগ্ধ নেটিজেন। সেই মেয়ে আবার থাকে পাকিস্তানে। বিখ্যাত গায়ক আতিফ আসলাম ও তাঁর স্ত্রী সারার মেয়ে এই হালিমা।
সেই মেয়ের নাম হালিমা। ছোট রাহার মতোই তারও নীল চোখ, আর মিষ্টি মুখ দেখে মুগ্ধ নেটিজেন। সেই মেয়ে আবার থাকে পাকিস্তানে। বিখ্যাত গায়ক আতিফ আসলাম ও তাঁর স্ত্রী সারার মেয়ে এই হালিমা।
advertisement
3/9
আতিফ ও তাঁর স্ত্রী সারার তিন সন্তান। ২০১৪ সালে তাঁদের প্রথম সন্তান আবদুলের জন্ম হয়। ২০১৯ সালে দ্বিতীয় সন্তান আরিয়ানের জন্ম দেন সারা।
আতিফ ও তাঁর স্ত্রী সারার তিন সন্তান। ২০১৪ সালে তাঁদের প্রথম সন্তান আবদুলের জন্ম হয়। ২০১৯ সালে দ্বিতীয় সন্তান আরিয়ানের জন্ম দেন সারা।
advertisement
4/9
মেয়ে হালিমার জন্ম হয় গত বছরের ২৩ মার্চ। মেয়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় আতিফ ছবি শেয়ার করেছিলেন।
মেয়ে হালিমার জন্ম হয় গত বছরের ২৩ মার্চ। মেয়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় আতিফ ছবি শেয়ার করেছিলেন।
advertisement
5/9
সেই ছবি দেখে নেটিজেনের বক্তব্য, হালিমা দেখতে একেবারে যেন রাহার মতো।
সেই ছবি দেখে নেটিজেনের বক্তব্য, হালিমা দেখতে একেবারে যেন রাহার মতো।
advertisement
6/9
নেটিজেনদের একাংশ এই মুখের সঙ্গেই রাহার মুখের মিল খুঁজে পেয়েছেন। 'ওয়াও! দুই মায়ের গর্ভে জন্ম নেওয়া দুই বোন', এমন মন্তব্য করা হয়েছে ইনস্টাগ্রামে।
নেটিজেনদের একাংশ এই মুখের সঙ্গেই রাহার মুখের মিল খুঁজে পেয়েছেন। 'ওয়াও! দুই মায়ের গর্ভে জন্ম নেওয়া দুই বোন', এমন মন্তব্য করা হয়েছে ইনস্টাগ্রামে।
advertisement
7/9
কেউ কেউ আবার দুই ছোট্ট শিশুর এমন তুলনায় বিরক্ত। তাঁদের মতে, দুই শিশুই নিজেদের মতো করে সুন্দর।
কেউ কেউ আবার দুই ছোট্ট শিশুর এমন তুলনায় বিরক্ত। তাঁদের মতে, দুই শিশুই নিজেদের মতো করে সুন্দর।
advertisement
8/9
গত ২৫ ডিসেম্বর কাপুর পরিবারের ক্রিসমাস পার্টির দিন প্রথমবার রাহাকে নিয়ে ক্যামেরার সামনে আসেন রণবীর আলিয়া।
গত ২৫ ডিসেম্বর কাপুর পরিবারের ক্রিসমাস পার্টির দিন প্রথমবার রাহাকে নিয়ে ক্যামেরার সামনে আসেন রণবীর আলিয়া।
advertisement
9/9
পরে জামনগরে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে ফের দেখা গিয়েছিল মেয়েকে কোলে লিয়ে আলিয়া ও রণবীরকে।
পরে জামনগরে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে ফের দেখা গিয়েছিল মেয়েকে কোলে লিয়ে আলিয়া ও রণবীরকে।
advertisement
advertisement
advertisement