R Madhavan Son: বাবা রিল লাইফ হিরো তো ছেলে রিয়্যাল লাইফ হিরো! মাত্র ১৭ তেই দেশের হয়ে ৭টা সোনার মেডেল
- Published by:Satabdi Adhikary
Last Updated:
R Madhavan, madhavan son won gold: অভিনেতার ছেলেকে সাধারণত অভিনেতাই হতে দেখা যায় বলিউড ইন্ডাস্ট্রিতে। সরাসরি অভিনয় না হলেও সিনেমা ঘেঁষা কিছু কাজই করে থাকেন সেলেব কিডরা৷ কিন্তু একটি সাক্ষাত্কারে, মাধবন জানিয়েছিলেন, তাঁর ছেলে বেদান্তের সাঁতারের প্রতি ঝোঁক রয়েছে এবং ও এই স্বপ্ন সত্যি করার জন্য পরিশ্রমও করে।
সাম্প্রতিক সাঁতার চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণপদক জিতেছেন বেদান্ত৷ আর তাতেই গর্বে বুক চওড়া হয়ে গেছে অভিনেতা আর মাধবনের। থ্রি ইডিয়েটস-এর অভিনেতা ট্যুইটারে ছেলের ছবি শেয়ার করেছেন। ছবিতে বেদান্তকে তার পদক দেখাতে দেখা গেছে। তার গায়ে জড়িয়ে রয়েছে ভারতের জাতীয় পতাকা৷ গলায় ঝুলছে এক গোছা মেডেল। হাতে আরেকটা৷
advertisement
মাধবন লিখেছেন, "ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সকলের জন্য শুভকামনায়, ভারতের জন্য বেদান্ত এই সপ্তাহে মালয়েশিয়ার একটি চ্যাম্পিয়নশিপে ৫ সোনা (50, 100, 200, 400 এবং 1500 মিটার) এবং ২ পিবি সহ জিতেছে৷,... আমি বেদান্তের জন্য খুব খুশি..ধন্যবাদ @swimmingfedera1 @Media_SAI (sic)।' মাধবন পোস্টটি শেয়ার করার সাথে সাথে তার বন্ধুরা এবং অনুরাগীরা মন্তব্য করেছেন। এই বড় খবরে প্রতিক্রিয়া জানিয়ে অভিষেক বচ্চন লিখেছেন, 'কী চমৎকার...অভিনন্দন বেদান্ত!' সুরিয়া অভিনেতাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, "এটি সুন্দর বেদান্ত, সরিতা, এবং আপনাকে এবং আপনার পরিবারকে আন্তরিক অভিনন্দন!"
advertisement
advertisement
advertisement