R Madhavan: মহিলা ভক্তের 'প্রাণ ভরা ভালবাসার' উত্তর দিতেই হইহই রব মাধবনকে নিয়ে! মুখ খুলতে বাধ্য হলেন নায়ক
- Published by:Pooja Basu
- Written by:Trending Desk
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভক্তদের ছোট ছোট আবেগ এবং প্রতিক্রিয়ার ভুল ব্যাখ্যা করা হয়, সেই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা আর মাধবন। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভক্তদের ছোট ছোট আবেগ এবং প্রতিক্রিয়ার ভুল ব্যাখ্যা করা হয়, সেই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। এহেন এক ঘটনা ব্যাখ্যা করে মাধবন জানালেন যে, ইনস্টাগ্রামে তাঁকে একটি মেসেজ পাঠিয়েছিলেন এক তরুণী। তিনি অভিনেতার অভিনয় দক্ষতার প্রশংসা করেন এবং শেষে একাধিক হার্ট এবং চুম্বনের ইমোজিও দিয়েছিলেন। জবাবে মাধবনও বিনয়ের সঙ্গে ধন্যবাদের বার্তা দিয়েছিলেন।
advertisement
যদিও ওই ভক্ত উচ্ছ্বাসের চোটে অভিনেতার মেসেজের স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছেন। এদিকে এই পোস্ট দেখে নেটিজেনরা ভেবে নিয়েছেন যে, হার্ট ইমোজিরই জবাব দিয়েছেন অভিনেতা। তবে মাধবন নিজে জানালেন যে, ভক্তের মেসেজের জবাব তিনি সাধারণ ভাবেই দিয়েছেন। অথচ মানুষ ওই হার্ট ইমোজিগুলিই দেখলেন। আর সেটা নিয়ে ভুলভাল ব্যাখ্যা করতে শুরু করলেন। তাঁর বক্তব্য, ভুল ব্যাখ্যা হওয়ার ভয়ে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি করে সতর্কতা অবলম্বন করা উচিত তাঁর।
advertisement
ইউটিউবে Bingoo Box-এ একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে, অ্যাপ লঞ্চ হওয়ার অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন অভিনেতা আর মাধবন। তাঁর কথায়, “আমি একজন অভিনেতা। ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়ায় আমার কাছে এই সব মানুষেরা আমায় মেসেজ করেন। আমি আপনাদের সাধারণ উদাহরণ দেব। একজন তরুণী আমায় মেসেজ করেছেন। লিখেছেন, আমি এই ছবিটি দেখেছি। আমার সত্যিই খুব ভাল লেগেছে। আমার মনে হয়েছে, আমি একজন দুর্ধর্ষ অভিনেতা। খুব ভাল কাজ করেছেন। আপনি আমায় অনুপ্রাণিত করেছেন। আর সব শেষে উনি প্রচুর হার্ট এবং চুম্বনের ইমোজি দিয়েছিলেন।
advertisement
এবার একজন ভক্ত যখন এতটা সূক্ষ্ম ভাবে প্রশংসা করেন, তখন তো আমায় জবাব দিতেই হয়। তাই আমি সব সময় বলি, ‘অনেকটা ধন্যবাদ। আপনি খুবই দয়ালু। ইশ্বর আপনার মঙ্গল করুন’। আর এটাই আমি রিপ্লাই করেছি। এদিকে উনি আমার জবাবের স্ক্রিনশটটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এখন মানুষ কোনটা দেখলেন? হার্ট, কিস এবং প্রেমের জিনিসগুলিই। আর এর রিপ্লাই করছেন ম্যাডি।”
advertisement
অভিনেতা আরও ব্যাখ্যা করে বলেন যে, “ওই জিনিসগুলির প্রেক্ষিতে জবাব দেওয়ার আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল একটি মেসেজের রিপ্লাই করা। কিন্তু এটা যেহেতু ছোট বিষয় যে, আপনি শুধু ওই প্রতীকগুলিই দেখলেন আর বললেন যে, ‘ওহ ম্যাডি তো তরুণীদের সঙ্গে কথা বলেন’।” মাধবনের বক্তব্য, কীভাবে তাঁর মেসেজের ব্যাখ্যা করা হচ্ছে কিংবা সেটাকে গ্রহণ করা হচ্ছে, এই বিষয়টি নিয়েই সব সময় অতিরিক্ত সতর্ক থাকেন তিনি।
advertisement