Puja Banerjee : শাড়ি হোক বা মিনি ড্রেস! বাঙালি অভিনেত্রী পূজার শরীরী লাস্যে মুগ্ধ বহু অনুরাগী

Last Updated:
Puja Banerjee :বাংলা ছবি ও হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। কাহানি হামারে মবব্বত কি ধারাবাবিকে প্রথম দেখা গিয়েছিল তাঁকে।
1/10
অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় বেশ পরিচিত নাম। তবে অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্যেও মজেছেন বহু নেটিজেন। কখনও সমুদ্র তট, কখনও আবার স্যুইমিং পুল। ঝড় তোলেন পূজা।
অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় বেশ পরিচিত নাম। তবে অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্যেও মজেছেন বহু নেটিজেন। কখনও সমুদ্র তট, কখনও আবার স্যুইমিং পুল। ঝড় তোলেন পূজা।
advertisement
2/10
বাংলা ছবি ও হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। কাহানি হামারে মবব্বত কি ধারাবাবিকে প্রথম দেখা গিয়েছিল তাঁকে।
বাংলা ছবি ও হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। কাহানি হামারে মবব্বত কি ধারাবাবিকে প্রথম দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
3/10
এর পরে দেখা যায় তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা। এই ধারাবাহিকে তাঁকে এক পঞ্জাবি মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল।
এর পরে দেখা যায় তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা। এই ধারাবাহিকে তাঁকে এক পঞ্জাবি মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল।
advertisement
4/10
তেলুগু ও হিন্দি ছবিতেও অভিনয় করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়।
তেলুগু ও হিন্দি ছবিতেও অভিনয় করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়।
advertisement
5/10
তবে তার পাশাপাশি তাঁর উল্লেখ্য বাংলা ছবির নাম চ্যালেঞ্জ ২, মাচো মাস্তানা, হইচই আনলিমিটেড, প্রলয়, রকি, লাভেরিয়া।
তবে তার পাশাপাশি তাঁর উল্লেখ্য বাংলা ছবির নাম চ্যালেঞ্জ ২, মাচো মাস্তানা, হইচই আনলিমিটেড, প্রলয়, রকি, লাভেরিয়া।
advertisement
6/10
বহু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন পূজা। এর মধ্যে উল্লেখ্য, কবুল হ্যায়, দেবো কি দেব মহাদেব, রাজিয়া সুলতানয
বহু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন পূজা। এর মধ্যে উল্লেখ্য, কবুল হ্যায়, দেবো কি দেব মহাদেব, রাজিয়া সুলতানয
advertisement
7/10
এছাড়া হিন্দি ও বাংলা দুই বিগবসেই অংশ নিয়েছেন পূজা। ঝলক দিখলাজা ও খতরো কি খিলাড়ির মতো শোয়েও অংশ নিয়েছেন তিনি।
এছাড়া হিন্দি ও বাংলা দুই বিগবসেই অংশ নিয়েছেন পূজা। ঝলক দিখলাজা ও খতরো কি খিলাড়ির মতো শোয়েও অংশ নিয়েছেন তিনি।
advertisement
8/10
কমেডি নাইটস, কমেডি দঙ্গল, এবং কপিল শর্মার শোতেও নজর কেড়েছেন পূজা।
কমেডি নাইটস, কমেডি দঙ্গল, এবং কপিল শর্মার শোতেও নজর কেড়েছেন পূজা।
advertisement
9/10
পূজার প্রথমে বিয়ে ভেঙে যায় ২০১৩ সালে। তার পরে তুঝ সঙ্গ প্রীত এর সহ অভিনেতা কুণাল ভর্মাকে বিয়ে করেন তিনি ২০২০-র অক্টোবরে।
পূজার প্রথমে বিয়ে ভেঙে যায় ২০১৩ সালে। তার পরে তুঝ সঙ্গ প্রীত এর সহ অভিনেতা কুণাল ভর্মাকে বিয়ে করেন তিনি ২০২০-র অক্টোবরে।
advertisement
10/10
এখন তাঁরা এক পুত্র সন্তানের বাবা মা। সন্তানের নাম কৃষিভ।
এখন তাঁরা এক পুত্র সন্তানের বাবা মা। সন্তানের নাম কৃষিভ।
advertisement
advertisement
advertisement