Priyanka Chopra- Nick Jonas: ঘোরতর অসুস্থ প্রিয়াঙ্কার স্বামী! সব শো বাতিল... কী হয়েছে নিক জোনাসের? চরম উদ্বেগ

Last Updated:
হঠাৎই গলা বসে গিয়েছে নিকের। কথা বলতে পারছেন না তিনি। নিক জানান তিনি ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত। অসুস্থ হওয়ার খবর জানিয়ে লেখেন, ‘‘কয়েক দিন ধরে গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না। গলায় ব্যথা। জ্বর , গায়ে ব্যথা। চিকিৎসক বলেছেন বিশ্রামে থাকতে। কনসার্ট আপাতত বাতিল করলাম। আশা করছি আপনাদের পাশে পাব।’’
1/6
কয়েক মাস প্রেমের পরেই প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেন হলিউডের পপ-তারকা নিক জোনাস। সেই বিয়ের ছয় বছর পার করে ফেলেছেন। পরিবারে এসেছে তাঁদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। লস অ্যাঞ্জেলেসে সুখের সংসার প্রিয়াঙ্কার। তবে মাঝেমাঝেই দেশে আসেন স্বামীকে নিয়ে।
কয়েক মাস প্রেমের পরেই প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেন হলিউডের পপ-তারকা নিক জোনাস। সেই বিয়ের ছয় বছর পার করে ফেলেছেন। পরিবারে এসেছে তাঁদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। লস অ্যাঞ্জেলেসে সুখের সংসার প্রিয়াঙ্কার। তবে মাঝেমাঝেই দেশে আসেন স্বামীকে নিয়ে।
advertisement
2/6
সাধারণত হোলির সময় দেশে থাকেন প্রিয়াঙ্কা৷ নিক এবং পরিবারের সঙ্গে রং খেলেন৷ এবারও তার অন্যথা হয়নি৷ হোলির উৎসবের আগে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা৷৷ ভারতীয় এই সংস্কৃতি বেশ মনে ধরেছে নিকের৷ তিনিও রং খেলায় সামিল হন এবং খুবই আনন্দ করেন৷ কিন্তু তারপর আচমকা হল টা কী?
সাধারণত হোলির সময় দেশে থাকেন প্রিয়াঙ্কা৷ নিক এবং পরিবারের সঙ্গে রং খেলেন৷ এবারও তার অন্যথা হয়নি৷ হোলির উৎসবের আগে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা৷৷ ভারতীয় এই সংস্কৃতি বেশ মনে ধরেছে নিকের৷ তিনিও রং খেলায় সামিল হন এবং খুবই আনন্দ করেন৷ কিন্তু তারপর আচমকা হল টা কী?
advertisement
3/6
হঠাৎই গলা বসে গিয়েছে নিকের। কথা বলতে পারছেন না তিনি। নিক জানান তিনি ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত। অসুস্থ হওয়ার খবর জানিয়ে লেখেন, ‘‘কয়েক দিন ধরে গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না। গলায় ব্যথা। জ্বর , গায়ে ব্যথা। চিকিৎসক বলেছেন বিশ্রামে থাকতে।  কনসার্ট আপাতত বাতিল করলাম। আশা করছি আপনাদের পাশে পাব।’’
হঠাৎই গলা বসে গিয়েছে নিকের। কথা বলতে পারছেন না তিনি। নিক জানান তিনি ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত। অসুস্থ হওয়ার খবর জানিয়ে লেখেন, ‘‘কয়েক দিন ধরে গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না। গলায় ব্যথা। জ্বর , গায়ে ব্যথা। চিকিৎসক বলেছেন বিশ্রামে থাকতে। কনসার্ট আপাতত বাতিল করলাম। আশা করছি আপনাদের পাশে পাব।’’
advertisement
4/6
ম্যাক্সিকো উইকেন্ডে পারফর্ম করার কথা ছিল নিকের। সেই কনসার্ট বাতিল করা হয়েছে। তবে শো বাতিলের জন্য নিক অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন।
ম্যাক্সিকো উইকেন্ডে পারফর্ম করার কথা ছিল নিকের। সেই কনসার্ট বাতিল করা হয়েছে। তবে শো বাতিলের জন্য নিক অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন।
advertisement
5/6
প্রসঙ্গত জন সিনা এবং ইদ্রিস এলবার-এর সঙ্গে "হেডস অফ স্টেট" নামে একটি অ্যাকশন কমেডি করছেন প্রিয়াঙ্কা। আগামী দিনে দ্য ব্লাফ এবং সিটাডেল সিরিজের দ্বিতীয় সিজনে কাজ শুরু করবেন তিনি।
প্রসঙ্গত জন সিনা এবং ইদ্রিস এলবার-এর সঙ্গে "হেডস অফ স্টেট" নামে একটি অ্যাকশন কমেডি করছেন প্রিয়াঙ্কা। আগামী দিনে দ্য ব্লাফ এবং সিটাডেল সিরিজের দ্বিতীয় সিজনে কাজ শুরু করবেন তিনি।
advertisement
6/6
প্রায় বছর চারেক আগে অর্থাৎ ২০১৯ সাল নাগাদই শেষ বার বলিউডে দেখা গিয়েছিল তাঁকে। এখনও পর্যন্ত বলিউডি দুনিয়ায় তাঁর শেষ ছবি ছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।
প্রায় বছর চারেক আগে অর্থাৎ ২০১৯ সাল নাগাদই শেষ বার বলিউডে দেখা গিয়েছিল তাঁকে। এখনও পর্যন্ত বলিউডি দুনিয়ায় তাঁর শেষ ছবি ছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।
advertisement
advertisement
advertisement