Potol Kumar Hiya Dey : হাসপাতালে ভর্তি ‘পটল কুমার’, জটিল অস্ত্রোপচারে বার হল ১৫ সেমির টিউমার, এখন কেমন আছে হিয়া দে

Last Updated:
Potol Kumar Hiya Dey : সম্প্রতি একটি ছবি পোস্ট করেছিল হিয়া, যেখানে তাকে দেখা গিয়েছিল হাসপাতালের শয্যাশায়ী। হাতে আবার ক্যানুলা করা। দুশ্চিন্তায় ছিলেন ভক্তরা।
1/6
হাসপাতালে ভর্তি হল অভিনেত্রী হিয়া দে। ‘হিয়া’ থেকে বেশি যদিও তাকে ‘পটল কুমার’ হিসেবে লোকে বেশি চেনে। কলকাতা শহরের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে সে। জটিল অস্ত্রোপচার হয়েছে ‘পটল কুমার গানওয়ালা’র নায়িকার।
হাসপাতালে ভর্তি হল অভিনেত্রী হিয়া দে। ‘হিয়া’ থেকে বেশি যদিও তাকে ‘পটল কুমার’ হিসেবে লোকে বেশি চেনে। কলকাতা শহরের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে সে। জটিল অস্ত্রোপচার হয়েছে ‘পটল কুমার গানওয়ালা’র নায়িকার।
advertisement
2/6
সম্প্রতি একটি ছবি পোস্ট করেছিল হিয়া, যেখানে তাকে দেখা গিয়েছিল হাসপাতালের শয্যাশায়ী। হাতে আবার ক্যানুলা করা। দুশ্চিন্তায় ছিলেন ভক্তরা।
সম্প্রতি একটি ছবি পোস্ট করেছিল হিয়া, যেখানে তাকে দেখা গিয়েছিল হাসপাতালের শয্যাশায়ী। হাতে আবার ক্যানুলা করা। দুশ্চিন্তায় ছিলেন ভক্তরা।
advertisement
3/6
সংবাদমাধ্যমকে হিয়ার মা শ্রাবণী দে জানান, নায়িকার জরায়ুর পিছন দিকে প্রায় ১৫ সেন্টিমিটারের একটি টিউমার হয়েছে। তারই অস্ত্রোপচার করানোর জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সংবাদমাধ্যমকে হিয়ার মা শ্রাবণী দে জানান, নায়িকার জরায়ুর পিছন দিকে প্রায় ১৫ সেন্টিমিটারের একটি টিউমার হয়েছে। তারই অস্ত্রোপচার করানোর জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
advertisement
4/6
মঙ্গলবারও নাচের ক্লাসে গিয়েছিল হিয়া। সব ঠিক ছিল। কিছুই টের পাননি হিয়া। হঠাৎই তার বাবা-মা লক্ষ করেন, মেয়ের পেট ফুলে গিয়েছে। সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়।
মঙ্গলবারও নাচের ক্লাসে গিয়েছিল হিয়া। সব ঠিক ছিল। কিছুই টের পাননি হিয়া। হঠাৎই তার বাবা-মা লক্ষ করেন, মেয়ের পেট ফুলে গিয়েছে। সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়।
advertisement
5/6
সংবাদমাধ্যমকে হিয়ার মা জানিয়েছেন, বয়স (১৫ বছর) কম বলে দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। চিকিৎসকরাও নাকি বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন। তবে অস্ত্রোপচারের পর মেয়ে ভাল আছে বলে জানিয়েছেন তাঁরা।
সংবাদমাধ্যমকে হিয়ার মা জানিয়েছেন, বয়স (১৫ বছর) কম বলে দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। চিকিৎসকরাও নাকি বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন। তবে অস্ত্রোপচারের পর মেয়ে ভাল আছে বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
6/6
হিয়াও তার ইনস্টাগ্রাম পোস্টে ছবিটি দিয়ে লিখেছিল, ‘গুরুতর অস্ত্রোপচার হয়েছে। তবে এখন আমি একটু ঠিক আছি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি।’ আদরের পটলের সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন অনেক ভক্তই।
হিয়াও তার ইনস্টাগ্রাম পোস্টে ছবিটি দিয়ে লিখেছিল, ‘গুরুতর অস্ত্রোপচার হয়েছে। তবে এখন আমি একটু ঠিক আছি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি।’ আদরের পটলের সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন অনেক ভক্তই।
advertisement
advertisement
advertisement