১৭ দিন আগেই মা হলেন, সন্তান বুকে নিয়ে প্রকাশ্যে পরীমণি, জানালেন নামও, রইল ছবি

Last Updated:
সন্তানের জন্মের আগেই তার নাম ঠিক করে রেখেছিলেন রাজ-পরী। মেয়ে হলে নাম রাখবেন রানি। ছেলে হলে নাম হবে রাজ্য। সেই নামই রাখলেন। বৃহস্পতিবার ছেলের ছবির সঙ্গে লিখলেন ছেলের নাম, শাহীম মুহাম্মদ রাজ্য।
1/8
বুধবার পুত্রসন্তানের মা হলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী পরীমণি। ফেসবুকে সে সুখবর দিয়েছিলেন তাঁর স্বামী বাংলাদেশের নায়ক শরীফুল রাজ। বৃহস্পতিবার সকালেই মা সন্তানের ছবি প্রকাশ্যে।
বুধবার পুত্রসন্তানের মা হলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী পরীমণি। ফেসবুকে সে সুখবর দিয়েছিলেন তাঁর স্বামী বাংলাদেশের নায়ক শরীফুল রাজ। বৃহস্পতিবার সকালেই মা সন্তানের ছবি প্রকাশ্যে।
advertisement
2/8
ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে পরী। কোলে সন্তান। একরত্তি তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। নতুন মা পরম আনন্দে চোখ বুঁজে রয়েছেন।
ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে পরী। কোলে সন্তান। একরত্তি তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। নতুন মা পরম আনন্দে চোখ বুঁজে রয়েছেন।
advertisement
3/8
১৭ দিন আগে মা হয়েছেন পরীমণি। চিকিৎসক সন্তান জন্মের সম্ভাব্য তারিখ জানিয়েছিলেন ২৮ অগাস্ট। কিন্তু ১০ অগাস্ট রাজ-পরীর কোলে এল পুত্রসন্তান।
১৭ দিন আগে মা হয়েছেন পরীমণি। চিকিৎসক সন্তান জন্মের সম্ভাব্য তারিখ জানিয়েছিলেন ২৮ অগাস্ট। কিন্তু ১০ অগাস্ট রাজ-পরীর কোলে এল পুত্রসন্তান।
advertisement
4/8
পরীমণি দিন কয়েক আগে জানিয়েছিলেন, চিকিৎসকরা সন্তান ভুমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ দিয়েছেন ২৮ অগাস্ট। পরীর কথায়, "নতুন অতিথিকে বরণ করতে শাশুড়ি (মা)-সহ আত্মীয়রা অনেকেই আমার বাসায়। এর মধ্যে রাজের দু'টি সিনেমা ('পরাণ' ও হাওয়া') মুক্তি পেয়েছে। সিনেমা নিয়ে প্রচারের ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে রাজ..."
পরীমণি দিন কয়েক আগে জানিয়েছিলেন, চিকিৎসকরা সন্তান ভুমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ দিয়েছেন ২৮ অগাস্ট। পরীর কথায়, "নতুন অতিথিকে বরণ করতে শাশুড়ি (মা)-সহ আত্মীয়রা অনেকেই আমার বাসায়। এর মধ্যে রাজের দু'টি সিনেমা ('পরাণ' ও হাওয়া') মুক্তি পেয়েছে। সিনেমা নিয়ে প্রচারের ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে রাজ..."
advertisement
5/8
সন্তান আগমনের আনন্দে এক রাশ কেনাকাটা করেছিলেন তারকা দম্পতি। ছোট ছোট জামা, জুতো, মোজা, আরও কত কী!
সন্তান আগমনের আনন্দে এক রাশ কেনাকাটা করেছিলেন তারকা দম্পতি। ছোট ছোট জামা, জুতো, মোজা, আরও কত কী!
advertisement
6/8
সন্তানের জন্মের আগেই তার নাম ঠিক করে রেখেছিলেন রাজ-পরী। মেয়ে হলে নাম রাখবেন রানি। ছেলে হলে নাম হবে রাজ্য। সেই নামই রাখলেন। বৃহস্পতিবার ছেলের ছবির সঙ্গে লিখলেন ছেলের নাম, শাহীম মুহাম্মদ রাজ্য।
সন্তানের জন্মের আগেই তার নাম ঠিক করে রেখেছিলেন রাজ-পরী। মেয়ে হলে নাম রাখবেন রানি। ছেলে হলে নাম হবে রাজ্য। সেই নামই রাখলেন। বৃহস্পতিবার ছেলের ছবির সঙ্গে লিখলেন ছেলের নাম, শাহীম মুহাম্মদ রাজ্য।
advertisement
7/8
গত অক্টোবর মাসেই একটি সিনেমার শ্যুটিং সেটে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে গোপনে বিয়েটা সেরে ফেলেন পরী৷ তখন মাদক কাণ্ডে তাঁর নাম বারবার শিরোনাম দখল করছে। এমনকি তার আগে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন এক ব্যবসায়ীর বিরুদ্ধেও।
গত অক্টোবর মাসেই একটি সিনেমার শ্যুটিং সেটে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে গোপনে বিয়েটা সেরে ফেলেন পরী৷ তখন মাদক কাণ্ডে তাঁর নাম বারবার শিরোনাম দখল করছে। এমনকি তার আগে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন এক ব্যবসায়ীর বিরুদ্ধেও।
advertisement
8/8
‘গুনিন’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন রাজ-পরী৷ শ্যুটিং সেটেই প্রেম আর বিয়ে হয় পরীমণি এবং রাজের৷ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে সেরেছেন তাঁরা। কিন্তু গত জানুয়ারি মাসে তাঁদের আনুষ্ঠানিক বিয়েতে মেতে উঠেছিল বাংলাদেশের তারকারা।
‘গুনিন’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন রাজ-পরী৷ শ্যুটিং সেটেই প্রেম আর বিয়ে হয় পরীমণি এবং রাজের৷ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে সেরেছেন তাঁরা। কিন্তু গত জানুয়ারি মাসে তাঁদের আনুষ্ঠানিক বিয়েতে মেতে উঠেছিল বাংলাদেশের তারকারা।
advertisement
advertisement
advertisement