মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন পূজা হেগড়ে (Pooja Hegde)৷ আদিগন্ত বিস্তৃত সমুদ্রের হাওয়ায় উড়ছে তাঁর চুল৷ সমুদ্রের জলের সঙ্গে যেন মিশে গিয়েছে পূজার টাই অ্যান্ড ডাই করা পোশাক৷ প্যাস্টেল শেডের বিকিনিতে পূজা যেন শিশিরভেজা সুন্দরী৷ উজ্জ্বল হলুদ পোশাক যেন পূজার উচ্ছ্বল মুডের সঙ্গে মানানসই৷ বিভিন্ন ভেষজ উপাদানে হবে স্পা৷ সেই আরামবিলাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন পূজা৷ পরিজনদের সঙ্গে সময় কাটালে ব্যস্ত সূচিতে সেটাই হয়ে ওঠে অক্সিজেনের উৎস৷ সমদ্র সৈকতের সাদা বালিতে হাজারো লন্ঠন৷ গোধূলির মায়াবী আলোয় কাছের লোকে সঙ্গে পূজা ব্যস্ত নৈশাহারে৷ ক্যাজুয়াল মুডে মায়ের সঙ্গে পূজা৷ সৈকতে নিজের হাতেই পূজা সাজালেন নৈশাহারের টেবল৷