•• আম্বানি পরিবারে সামনেই বড়সড় অনুষ্ঠান ৷ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির একমাত্র কন্যা ইশা আম্বানির বিয়ে বলে কথা৷ সেই বিয়েরই ধুমধাম আয়োজন ৷ আজ শনিবার ইশা আম্বানির প্রি-ওয়েডিং সেলিব্রেশন শুরু হয়েছে ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতে উদয়পুরে এসে হাজির হলেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন ৷ সঙ্গে তাঁদের মেয়ে আরাধ্যাও এসেছে ৷ (Image: Special Arrangement)