Pathan Release: পাঠান মুক্তির দিন ৫০ হাজার শাহরুখ ফ্যান কী কাণ্ড ঘটাবেন, বড় ঘোষণা চমকে দেবে

Last Updated:
Pathan Release: অধীর আগ্রহে বসে থাকা তাঁর ফ্যানেরা কী চুপ করে থাকবেন৷
1/5
দেশ জুড়ে যেন উৎসবের মরশুম৷ কেন, কারণ পাঁচ বছর বাদে বিগ স্ক্রিন রিলিজ শাহরুখ খানের৷ আর তাঁর ছবির অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকা তাঁর ফ্যানেরা কী চুপ করে থাকবেন৷
দেশ জুড়ে যেন উৎসবের মরশুম৷ কেন, কারণ পাঁচ বছর বাদে বিগ স্ক্রিন রিলিজ শাহরুখ খানের৷ আর তাঁর ছবির অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকা তাঁর ফ্যানেরা কী চুপ করে থাকবেন৷
advertisement
2/5
২৫ জানুয়ারি হল ডি-ডে৷ আর সেই দিনটি ঘিরেই এখন দেশজোড়া আয়োজন চলছে৷ শোনা যাচ্ছে সেই দিন নাকি দেশজুড়ে ৫০ হাজার শাহরুখ ভক্ত একসঙ্গে ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখবেন৷ দেখবেন ‘পাঠান’৷
২৫ জানুয়ারি হল ডি-ডে৷ আর সেই দিনটি ঘিরেই এখন দেশজোড়া আয়োজন চলছে৷ শোনা যাচ্ছে সেই দিন নাকি দেশজুড়ে ৫০ হাজার শাহরুখ ভক্ত একসঙ্গে ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখবেন৷ দেখবেন ‘পাঠান’৷
advertisement
3/5
ওই দিনটিকে একটি ফেস্টিভালের মতো করে পালন করতে চাইছেন শাহরুখের ভক্তরা৷ সেই কারণেই এই আয়োজন৷ তাঁরা বলছেন, দেশজুড়ে বেশ কয়েকটি শহরে ৫০ হাজার শাহরুখ ভক্ত একসঙ্গে পাঠান দেখবেন৷
ওই দিনটিকে একটি ফেস্টিভালের মতো করে পালন করতে চাইছেন শাহরুখের ভক্তরা৷ সেই কারণেই এই আয়োজন৷ তাঁরা বলছেন, দেশজুড়ে বেশ কয়েকটি শহরে ৫০ হাজার শাহরুখ ভক্ত একসঙ্গে পাঠান দেখবেন৷
advertisement
4/5
এসআরকে ইউনিভার্স নামে শাহরুখের ফ্যান ক্লাব সদস্যরা জানিয়েছেন, সারা দেশে সেদিন উৎসব পালিত হবে৷ আর দেশের সমস্ত প্রধান শহরের সিনেমা হলে মোট ৫০ হাজার শাহরুখ ভক্ত একসঙ্গে সিনেমা দেখবেন৷
এসআরকে ইউনিভার্স নামে শাহরুখের ফ্যান ক্লাব সদস্যরা জানিয়েছেন, সারা দেশে সেদিন উৎসব পালিত হবে৷ আর দেশের সমস্ত প্রধান শহরের সিনেমা হলে মোট ৫০ হাজার শাহরুখ ভক্ত একসঙ্গে সিনেমা দেখবেন৷
advertisement
5/5
ক’টি শহরে এই বিপুল আয়োজন করা হবে, তা কি আপনি জানেন৷ সেই শহরের সংখ্যা দু’শো-এর বেশি৷ শুধু তাই নয়, এর পাশাপাশি দেওয়া হবে টি-শার্টের মতো জিনিসও৷
ক’টি শহরে এই বিপুল আয়োজন করা হবে, তা কি আপনি জানেন৷ সেই শহরের সংখ্যা দু’শো-এর বেশি৷ শুধু তাই নয়, এর পাশাপাশি দেওয়া হবে টি-শার্টের মতো জিনিসও৷
advertisement
advertisement
advertisement