Parveen Babi: ড্যানি, কবীর বেদী, মহেশ ভাট-একাধিক পুরুষের সঙ্গে প্রেম, ডাকসাইটে সুন্দরী নায়িকা পরভীন বাবির পায়ে পচন ধরে গিয়েছিল

Last Updated:
Parveen Babi's Unnatural Death : তাঁর রূপের আগুনে মুগ্ধ হননি এমন অনুরাগী কমই আছেন৷ অথচ তাঁর যন্ত্রণাবিদ্ধ জীবনের শেষটাও ছিল ক্ষতবিক্ষত
1/10
বলিউডের সেরা লাস্যময়ী নায়িকাদের মধ্যে পরভীন বাবি ছিলেন অন্যতম৷ তাঁর রূপের আগুনে মুগ্ধ হননি এমন অনুরাগী কমই আছেন৷ অথচ তাঁর যন্ত্রণাবিদ্ধ জীবনের শেষটাও ছিল ক্ষতবিক্ষত৷
বলিউডের সেরা লাস্যময়ী নায়িকাদের মধ্যে পরভীন বাবি ছিলেন অন্যতম৷ তাঁর রূপের আগুনে মুগ্ধ হননি এমন অনুরাগী কমই আছেন৷ অথচ তাঁর যন্ত্রণাবিদ্ধ জীবনের শেষটাও ছিল ক্ষতবিক্ষত৷
advertisement
2/10
তাঁর জন্ম ১৯৪৯ সালের ৪ এপ্রিল৷ শৈশবেই পিতৃহীন পরভীন ২৩ বছর বয়সে পা রাখেন পেশাদার মডেলিং দুনিয়ায়৷ সিনেমায় সুযোগ পেতে সময় লাগেনি৷ প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানির সঙ্গে স্ক্রিন শেয়ার করে তাঁর প্রথম ছবি ‘চরিত্র’ মুক্তি পায় ১৯৭৩ সালে৷
তাঁর জন্ম ১৯৪৯ সালের ৪ এপ্রিল৷ শৈশবেই পিতৃহীন পরভীন ২৩ বছর বয়সে পা রাখেন পেশাদার মডেলিং দুনিয়ায়৷ সিনেমায় সুযোগ পেতে সময় লাগেনি৷ প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানির সঙ্গে স্ক্রিন শেয়ার করে তাঁর প্রথম ছবি ‘চরিত্র’ মুক্তি পায় ১৯৭৩ সালে৷
advertisement
3/10
শরীরী ভাষা ও পোশাকে নিজের সময় তথা সমসাময়িক নায়িকাদের থেকে অনেক এগিয়ে ছিলেন পরভীন৷ অবলীলায় ও সহজ স্বাচ্ছন্দ্যে অনস্ক্রিন ফ্লার্ট করতে পেরেছিলেন অমিতাভ বচ্চনের মতো নায়কের সঙ্গে৷
শরীরী ভাষা ও পোশাকে নিজের সময় তথা সমসাময়িক নায়িকাদের থেকে অনেক এগিয়ে ছিলেন পরভীন৷ অবলীলায় ও সহজ স্বাচ্ছন্দ্যে অনস্ক্রিন ফ্লার্ট করতে পেরেছিলেন অমিতাভ বচ্চনের মতো নায়কের সঙ্গে৷
advertisement
4/10
আটপৌরে নায়িকাদের গত ধরা ছক ভেঙে পরভীন লেখেন সাহসী নায়িকার সংজ্ঞা৷ ‘দিওয়ার’, ‘নমক হালাল’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘শান’-এর মতো সুপারহিট ছবির সাফল্যের বড় কারিগর ছিলেন তিনিই৷
আটপৌরে নায়িকাদের গত ধরা ছক ভেঙে পরভীন লেখেন সাহসী নায়িকার সংজ্ঞা৷ ‘দিওয়ার’, ‘নমক হালাল’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘শান’-এর মতো সুপারহিট ছবির সাফল্যের বড় কারিগর ছিলেন তিনিই৷
advertisement
5/10
অমিতাভ বচ্চনের সঙ্গে পরভিন বাবির জুটি ছিল সুপারহিট৷ দর্শকরা মজেছিলেন তাঁদের অনস্ক্রিন রসায়নে৷ একসঙ্গে কাজ করেছেন ১৫ টিরও বেশি হিন্দি ছবিতে৷
অমিতাভ বচ্চনের সঙ্গে পরভিন বাবির জুটি ছিল সুপারহিট৷ দর্শকরা মজেছিলেন তাঁদের অনস্ক্রিন রসায়নে৷ একসঙ্গে কাজ করেছেন ১৫ টিরও বেশি হিন্দি ছবিতে৷
advertisement
6/10
কিন্তু দীর্ঘ দিন হাইয়েস্ট পেইড নায়িকা কেরিয়ারের তুঙ্গে থাকতে থাকতেই অভিনয় থেকে দূরে সরে যান৷ প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন৷ তাঁর শেষ জীবন ছিল নিঃসঙ্গ৷
কিন্তু দীর্ঘ দিন হাইয়েস্ট পেইড নায়িকা কেরিয়ারের তুঙ্গে থাকতে থাকতেই অভিনয় থেকে দূরে সরে যান৷ প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন৷ তাঁর শেষ জীবন ছিল নিঃসঙ্গ৷
advertisement
7/10
একাই থাকতেন মুম্বইয়ের ফ্ল্যাটে৷ ২০০৫-এর ২২ জানুয়ারি তাঁর নিথর দেহ উদ্ধার হয় ফ্ল্যাট থেকে৷ মধুমেহ আক্রান্ত পরভীনের পায়ে গ্যাংগ্রিন ধরে গিয়েছিল৷ ময়নাতদন্তে জানা গিয়েছিল মৃত্যুর আগে দিন তিনেক মদ ছাড়া কার্যত কিছু খাননি তিনি৷
একাই থাকতেন মুম্বইয়ের ফ্ল্যাটে৷ ২০০৫-এর ২২ জানুয়ারি তাঁর নিথর দেহ উদ্ধার হয় ফ্ল্যাট থেকে৷ মধুমেহ আক্রান্ত পরভীনের পায়ে গ্যাংগ্রিন ধরে গিয়েছিল৷ ময়নাতদন্তে জানা গিয়েছিল মৃত্যুর আগে দিন তিনেক মদ ছাড়া কার্যত কিছু খাননি তিনি৷
advertisement
8/10
তবে রহস্যমৃত্যু বা ষড়যন্ত্রের সব আশঙ্কা নাকচ করে দিয়েছিল পুলিশ৷ মধুমেহ রোগী এই নায়িকার মৃত্যু হয়েছিল অর্গ্যান ফেলিয়োর হয়ে৷ মত দিয়েছিলেন চিকিৎসক৷
তবে রহস্যমৃত্যু বা ষড়যন্ত্রের সব আশঙ্কা নাকচ করে দিয়েছিল পুলিশ৷ মধুমেহ রোগী এই নায়িকার মৃত্যু হয়েছিল অর্গ্যান ফেলিয়োর হয়ে৷ মত দিয়েছিলেন চিকিৎসক৷
advertisement
9/10
ড্যানি, কবীর বেদী, মহেশ ভাট-বলিউডের একাধিক পুরুষ পড়েছিলেন পরভীনের প্রেমে৷ প্রত্যেক বারই সেই প্রেমপর্ব ঝড় তুলেছে বলিউডের বাতাসে৷ কিন্তু কোনও প্রেমই দীর্ঘস্থায়ী হয়নি৷ পরভীনের মানসিক অসুস্থতার ছায়া দীর্ঘ হয়েছে সম্পর্কে৷
ড্যানি, কবীর বেদী, মহেশ ভাট-বলিউডের একাধিক পুরুষ পড়েছিলেন পরভীনের প্রেমে৷ প্রত্যেক বারই সেই প্রেমপর্ব ঝড় তুলেছে বলিউডের বাতাসে৷ কিন্তু কোনও প্রেমই দীর্ঘস্থায়ী হয়নি৷ পরভীনের মানসিক অসুস্থতার ছায়া দীর্ঘ হয়েছে সম্পর্কে৷
advertisement
10/10
গ্ল্যামার দুনিয়ার আলোর ছটা থেকে অন্ধকারের আশ্রয় বেছে নিয়েছিলেন অতীতের ডাকসাইটে সুন্দরী এই নায়িকা৷ দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছিলেন একাকী এবং নিঃসঙ্গ হয়ে৷
গ্ল্যামার দুনিয়ার আলোর ছটা থেকে অন্ধকারের আশ্রয় বেছে নিয়েছিলেন অতীতের ডাকসাইটে সুন্দরী এই নায়িকা৷ দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছিলেন একাকী এবং নিঃসঙ্গ হয়ে৷
advertisement
advertisement
advertisement