Palash Muchhal-Natasha Stankovic: শুধু চ্যাট 'কেলেঙ্কারি' নয়, হার্দিক পান্ডিয়ার প্রাক্তন স্ত্রীর সঙ্গে গা ঘেঁষে নাচ পলাশের! পুরনো ভিডিও ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মনে করা হচ্ছে বিয়ের আগে অন্য মহিলার সঙ্গে পলাশের এই চ্যাট সামনে আসতেই বিয়ের সব ব্যবস্থা থাকতেও তা পিছিয়ে যায়৷ তবে স্মৃতি-পলাশের বিয়ে ভেঙে গেল কিনা, তা নিয়ে এখনও কোনও কিছু জানা যাচ্ছে না৷
advertisement
advertisement
advertisement
advertisement
২৩ নভেম্বর নির্ধারিত গায়ক পলাশ মুচ্ছল এবং ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধনার বিয়ে অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগে "অনির্দিষ্টকালের জন্য স্থগিত" করা হয়েছিল। যদিও উভয় পরিবারই স্মৃতির বাবার চিকিৎসাগত জরুরি অবস্থার কারণে এই আকস্মিক পরিবর্তনের জন্য দায়ী করেছে, তবুও এই ঘটনা অনলাইনে অপ্রমাণিত তত্ত্বের বন্যা বয়ে এনেছে।
advertisement
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার প্রাক্তন স্ত্রীর সঙ্গে ভাল সম্পর্ক ছিল পলাশের৷ বিবাহিত নাতাশাকে গাড়িতে পলাশের পাশে বসে বাদশার হিট ট্র্যাক ডিজে ওয়ালে বাবুর সঙ্গে নাচতে দেখা যায়৷ "দুনিয়া রাখুন জুতি কে নীচে, তু কাহে তো বান জা ডিজে" লাইনটি লিপ-সিঙ্ক করতেও দেখা যাচ্ছে, যা দেখে নেটিজেনরা অনেক কমেন্ট করছেন৷ বহু বছর আগে শেয়ার করা এই ক্লিপটি এখন এমন এক সময়ে আবার প্রকাশিত হয়েছে যখন পলাশের স্মৃতি মান্ধনার বিয়েতে অসম্ভব সমস্যা, প্রায় ভাঙার মুখে৷
advertisement
