খেলার মাঠে যতই জোর টক্কর চলুক, বিবাহ অভিযানে দুই দেশের ইতিহাস মোটেও উপেক্ষা করার মতো নয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে বারবার বিয়ের সম্বন্ধ তৈরি হয়েছে। রয়েছে একাধিক উদাহরণও।
2/ 7
সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ এক সাক্ষাৎকারে বলি অভিনেত্রীর প্রসঙ্গে বলেন, ‘‘দুলহন রাজি হলে আমি প্রস্তুত।’’ তার পর থেকে চারদিকে শোরগোল, নাসিম বিয়ের প্রস্তাব দিয়েছেন ঊর্বশীকে।
3/ 7
জানেন, এর আগেও একাধিক পাক ক্রিকেটার বিয়ে করেছেন ভারতীয় মহিলাদের। গত ২০১০ সালে শোয়েব মালিক আর সানিয়া মিরজা বিয়ে করেন। তাঁদের পুত্রসন্তানও রয়েছে, ইজহান মিরজা মালিক।
4/ 7
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাস ১৯৮৮ সালে রিতা লুথরা নামে এক ভারতীয়কে বিয়ে করেন। তাঁদের দু’জনের দুই সন্তানও আছে।
5/ 7
প্রাক্তন পাক ক্রিকেটার এবং কোচ মহসিন খান বিয়ে করেছিলেন অভিনেত্রী রীনা রায়কে। ১৯৮৩ সালে বিয়ে হলেও দু’বছর পর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
6/ 7
পাক ক্রিকেটার হাসান আলি ২০১৯ সালে সামিয়া আরজুকে বিয়ে করেন। হেলেনা হাসান আলি নামে এক মেয়েও রয়েছে তাঁদের।
7/ 7
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম হুমা মুফতিকে বিয়ে করেন ১৯৯৫ সালে। পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দুই সন্তান রয়েছে তাঁদের। মুফতি অস্ট্রেলিয়ায় জন্মালেও ভারতের নাগরিক।
Pak Cricketers Who Married Indians: ঊর্বশীতে হাবুডুবু পাক ক্রিকেটার! এর আগেও পাকিস্তান তারকারা মজেছেন ভারতীয় সুন্দরীদের প্রেমে
খেলার মাঠে যতই জোর টক্কর চলুক, বিবাহ অভিযানে দুই দেশের ইতিহাস মোটেও উপেক্ষা করার মতো নয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে বারবার বিয়ের সম্বন্ধ তৈরি হয়েছে। রয়েছে একাধিক উদাহরণও।
Pak Cricketers Who Married Indians: ঊর্বশীতে হাবুডুবু পাক ক্রিকেটার! এর আগেও পাকিস্তান তারকারা মজেছেন ভারতীয় সুন্দরীদের প্রেমে
সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ এক সাক্ষাৎকারে বলি অভিনেত্রীর প্রসঙ্গে বলেন, ‘‘দুলহন রাজি হলে আমি প্রস্তুত।’’ তার পর থেকে চারদিকে শোরগোল, নাসিম বিয়ের প্রস্তাব দিয়েছেন ঊর্বশীকে।
Pak Cricketers Who Married Indians: ঊর্বশীতে হাবুডুবু পাক ক্রিকেটার! এর আগেও পাকিস্তান তারকারা মজেছেন ভারতীয় সুন্দরীদের প্রেমে
জানেন, এর আগেও একাধিক পাক ক্রিকেটার বিয়ে করেছেন ভারতীয় মহিলাদের। গত ২০১০ সালে শোয়েব মালিক আর সানিয়া মিরজা বিয়ে করেন। তাঁদের পুত্রসন্তানও রয়েছে, ইজহান মিরজা মালিক।
Pak Cricketers Who Married Indians: ঊর্বশীতে হাবুডুবু পাক ক্রিকেটার! এর আগেও পাকিস্তান তারকারা মজেছেন ভারতীয় সুন্দরীদের প্রেমে
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম হুমা মুফতিকে বিয়ে করেন ১৯৯৫ সালে। পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দুই সন্তান রয়েছে তাঁদের। মুফতি অস্ট্রেলিয়ায় জন্মালেও ভারতের নাগরিক।