অদিতি সব সময়ই Instagram-এর মাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে জুড়ে থাকেন এবং তাঁর ইন্সটা অ্যাকাউন্টে নিজের সমস্ত সাম্প্রতিক ছবি এবং ভিডিও শেয়ার করেন। অদিতি বুধাথোকির গ্ল্যামারাস ছবি দেখে নেটিজেনরা তাঁর সৌন্দর্যে স্তম্ভিত। বলিউড অভিনেত্রীদের মতো অদিতিকেও নিজের ছবিতে গ্ল্যামার যোগ করতে দেখে মন মজেছে অনেকের।ইন্সটাতে অদিতির শেয়ার করা তাঁর প্রায় সব ছবিতেই লক্ষ লক্ষ লাইক ও শেয়ার দেখতে পাব আমরা। এর পাশাপাশি তাঁর ছবিতে নেটিজেনরা প্রচুর মন্তব্যও করে থাকেন।
অনেক নেটিজেনই ইতিমধ্যে অদিতি বুধাথোকিকে সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী দিশা পাাটনির (Disha Patani) সঙ্গে তুলনা করেছেন, কারণ অদিতির চেহারা, স্টাইল এবং তাঁর ফিগারের সঙ্গে দিশা পাটানির অনেকটাই মিল পাওয়া যাবে। দিশা পাটানি যেমন তাঁর সাহসী ছবি ইন্সটাতে শেয়ার করতে দ্বিধা করেন না, তেমনি অদিতি বুধাথোকির ইন্সটা অ্যাকাউন্টও তাঁর সাহসী ছবিতে ভরপুর।অদিতি বুধাথোকির সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়িংয়ের একটি দীর্ঘ তালিকা রয়েছে।
শুধুমাত্র Instagram-এ এই মুহূর্তে অদিতির ফ্যান ফলোয়ারের সংখ্যা ১৮ লক্ষ। অদিতির জন্ম নেপালের দমকে। ছোটবেলা থেকেই মডেলিংয়ে আগ্রহী অদিতি মডেলিং ও অভিনয় শেখার জন্য নেপাল ছেড়ে চলে আসেন ভারতে। নেপালি ছবি কৃৎ-এ (Krit) অভিনয়ের পর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অদিতি এখন নামী মডেলদের মধ্যে একজন হয়ে উঠেছেন।