Neha kakkar | Kiss: কোনও দিকে খেয়াল নেই ! ঠোঁটে ঠোঁট রেখে চুমুতে ডুবে নেহা-রোহন! সাক্ষী আইফিল টাওয়ার

Last Updated:
Neha Kakkar| Kiss: নেহা কক্কর ও রোহনপ্রীতের চুমুর সাক্ষী থাকল গোটা প্যারিস শহর ! ভাইরাল
1/6
নেহা কক্কর। বলিউডের জনপ্রিয় গায়িকা। বহু বলিউডি ছবিতে একের পর এক গান করে চলেছেন নেহা কক্কর। নেহা এই মুহূর্তে স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন প্যারিসে। photo source Instagram
নেহা কক্কর। বলিউডের জনপ্রিয় গায়িকা। বহু বলিউডি ছবিতে একের পর এক গান করে চলেছেন নেহা কক্কর। নেহা এই মুহূর্তে স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন প্যারিসে। photo source Instagram
advertisement
2/6
রোহনপ্রীত সিংকে ভালবেসে বিয়ে করেন নেহা কক্কর। দু'জনে এক সঙ্গে মিউজিক ভিডিও বের করেছেন। রোহন বেশ জনপ্রিয় পাঞ্জাবি গায়ক। তাঁদের জুটি বেশ মিষ্টি। photo source Instagram
রোহনপ্রীত সিংকে ভালবেসে বিয়ে করেন নেহা কক্কর। দু'জনে এক সঙ্গে মিউজিক ভিডিও বের করেছেন। রোহন বেশ জনপ্রিয় পাঞ্জাবি গায়ক। তাঁদের জুটি বেশ মিষ্টি। photo source Instagram
advertisement
3/6
মাঝে মধ্যেই নানা মজার ভিডিও রোহন ও নেহাকে শেয়ার করতে দেখা যায়। বিশেষ করে ইনস্টাগ্রামে দু'জনেই খুব অ্যাক্টিভ। photo source Instagram
মাঝে মধ্যেই নানা মজার ভিডিও রোহন ও নেহাকে শেয়ার করতে দেখা যায়। বিশেষ করে ইনস্টাগ্রামে দু'জনেই খুব অ্যাক্টিভ। photo source Instagram
advertisement
4/6
ইনস্টাগ্রামেই নেহা ও রোহন নিজেদের ভালবাসার গল্প শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। ভিডিও বা ছবি দিয়ে তাঁরা একে অপরের প্রতি নিজেদের ভালবাসার জানান দেন। photo source Instagram
ইনস্টাগ্রামেই নেহা ও রোহন নিজেদের ভালবাসার গল্প শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। ভিডিও বা ছবি দিয়ে তাঁরা একে অপরের প্রতি নিজেদের ভালবাসার জানান দেন। photo source Instagram
advertisement
5/6
সম্প্রতি নেহা কক্কর তাঁর ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন। আইফিল টাওয়ারের নিচে ভালবাসার মানুষকে চুমু খাওয়ার ইচ্ছে অনেকের থাকে। নেহারও ছিল। ঠোঁটে ঠোঁট রেখে স্বপ্ন সত্যি করলেন নেহা ও রোহন। photo source Instagram
সম্প্রতি নেহা কক্কর তাঁর ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন। আইফিল টাওয়ারের নিচে ভালবাসার মানুষকে চুমু খাওয়ার ইচ্ছে অনেকের থাকে। নেহারও ছিল। ঠোঁটে ঠোঁট রেখে স্বপ্ন সত্যি করলেন নেহা ও রোহন। photo source Instagram
advertisement
6/6
নেহাকে লাল পোশাকে দেখা গিয়েছে। রোহনপ্রীত সাদার মিশ্রণে পোশাক পরেছেন। নেহা লিখেছেন, "প্যারিস খুব সুন্দর। কিন্তু সেটা তখনই মনে হয় যখন তুমি আমার পাশে থাকো। তোমাকে ছাড়া কিছুই ভাল লাগে না।" এই প্রেমের কথা রোহনের জন্য লেখেন নেহা কক্কর! photo source Instagram
নেহাকে লাল পোশাকে দেখা গিয়েছে। রোহনপ্রীত সাদার মিশ্রণে পোশাক পরেছেন। নেহা লিখেছেন, "প্যারিস খুব সুন্দর। কিন্তু সেটা তখনই মনে হয় যখন তুমি আমার পাশে থাকো। তোমাকে ছাড়া কিছুই ভাল লাগে না।" এই প্রেমের কথা রোহনের জন্য লেখেন নেহা কক্কর! photo source Instagram
advertisement
advertisement
advertisement