৬০-এ বছরে পা রাখলেন নীতু কপূর ৷ সেই জন্যই প্যারিসে ঘনিষ্ঠ কয়েকজন পরিবারের সদস্যদের নিয়ে হল বিশেষ পার্টি৷ (Photo: Instagram)
advertisement
2/12
মায়ের জন্মদিন পালন করার জন্য প্যারিসে উড়ে যান রণবীর ও তাঁর বোন ঋদ্ধিমা। (Photo: Instagram)
advertisement
3/12
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋদ্ধিমার মেয়ে সামারা ও রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজ কপূরও (Photo: Instagram)
advertisement
4/12
প্যারিসে এই অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করেন ঋষি। (Photo: Instagram)
advertisement
5/12
নীতু সিং -এর আসল নাম হর্নিত কৌর সিং
advertisement
6/12
৪ বছর বয়স থেকে নীতু সিং সিনেমায় অভিনয় করা শুরু করেন। সূরাজ, ১০ লক্ষ, বারিস, পবিত্র পাপী আর ঘর ঘর কি কাহানী সিনেমায় অভিনয় করেন তিনি
advertisement
7/12
১৫ বছর বয়সে, 'রিকশাওয়ালা' সিনেমায় প্রথম লিড অ্যাক্ট্রেসের অভিনয় করেছিলেন তিনি। যদিও তার ছবিটি বক্স অফিসে চলেনি।
advertisement
8/12
পর পর ফ্লপের পর, নীতু সিং ইয়াদো কি বারাত'তে নর্তকীর অভিনয় করার সিদ্ধান্ত নেন। গান 'লেকর হ্যাম দিওয়ানা দিল' সুপারহিট হয় আর নীতুর জন্য সিনেমার লাইন লেগে যায়
advertisement
9/12
ঋষি কাপুরের সঙ্গে ১১ টি সিনেমায় কাজ করেছেন নীতু সিং। ২1 বছর বয়সে ঋষি কাপুরকে বিয়ে করেন তিনি। ২২ জানুয়ারী, ১৯৮০ সালে ঋষি কাপুর ও নিতু সিং বিয়ে করেন।
advertisement
10/12
নিতু ও ঋষির প্রেমের গল্প কোন সিনেমার গল্পের চেয়ে কম নয়। 'ববি' ছবির শুটিং চলাকালিন দুজনের প্রথম দেখা হয়
advertisement
11/12
কাপুর পরিবারের নিয়ম অনুযায়ী, তার বাড়ীর কোন বউরা সিনেমা করতে পারবে না। বলা হয় যে, নীতুকে যখন সিনেমা ছাড়তে বলা হয়েছিল, তখন তিনি তাঁর সিনেমার এডবাস ফিরে দেন ৷
advertisement
12/12
ঘরোয়া সহিংসতার শিকারও হয়েছেন নীতু সিং, এমনকি তিনি একবার বাড়ি ছেড়েও চলে গেছিলেন।