Rishi Kapoor-Neetu Kapoor: 'এক রাতের বিষয়...', ঋষির একাধিক পরকীয়া অনায়াসে মেনে নেন নীতু, যুক্তি জানলে অবাক হবেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Rishi Kapoor-Neetu Kapoor: অতীতে এক সাক্ষাৎকারে নীতু জানান, দীর্ঘ কেরিয়ারে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ঋষি। কিন্তু তা নিয়ে যদিও বিশেষ ভাবিত ছিলেন না অভিনেত্রী।
বলিউডের সফল জুটিদের যদি একটি তালিকা তৈরি হয়, ঋষি এবং নীতু কাপুরের নাম বেশ উপরের দিকেই থাকবে। একসঙ্গে অভিনয় থেকে আলাপ। আলাপ থেকে প্রেম। প্রেম থেকে বিয়ে। দুই সন্তানকে নিয়ে গুছিয়ে সংসার করেছেন তাঁরা। এমনকি পরিবারের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দেন নীতু। কিন্তু জানেন কি, তাঁদের দাম্পত্যের পথ মোটেই বিশেষ মসৃণ ছিল না।
advertisement
অতীতে এক সাক্ষাৎকারে নীতু জানান, দীর্ঘ কেরিয়ারে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ঋষি। কিন্তু তা নিয়ে যদিও বিশেষ ভাবিত ছিলেন না নীতু। অভিনেত্রীর কথায়, "ও বহু বার ফ্লার্ট করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। আউটডোর লোকেশনে গিয়ে কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে, সে বিষয়ে সকলের আগে আমিই জানতে পারব। আমি জানি, সেগুলো সব এক রাতের বিষয়।"
advertisement
advertisement
advertisement