Rishi Kapoor-Neetu Kapoor: 'এক রাতের বিষয়...', ঋষির একাধিক পরকীয়া অনায়াসে মেনে নেন নীতু, যুক্তি জানলে অবাক হবেন

Last Updated:
Rishi Kapoor-Neetu Kapoor: অতীতে এক সাক্ষাৎকারে নীতু জানান, দীর্ঘ কেরিয়ারে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ঋষি। কিন্তু তা নিয়ে যদিও বিশেষ ভাবিত ছিলেন না অভিনেত্রী।
1/5
বলিউডের সফল জুটিদের যদি একটি তালিকা তৈরি হয়, ঋষি এবং নীতু কাপুরের নাম বেশ উপরের দিকেই থাকবে। একসঙ্গে অভিনয় থেকে আলাপ। আলাপ থেকে প্রেম। প্রেম থেকে বিয়ে। দুই সন্তানকে নিয়ে গুছিয়ে সংসার করেছেন তাঁরা। এমনকি পরিবারের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দেন নীতু। কিন্তু জানেন কি, তাঁদের দাম্পত্যের পথ মোটেই বিশেষ মসৃণ ছিল না।
বলিউডের সফল জুটিদের যদি একটি তালিকা তৈরি হয়, ঋষি এবং নীতু কাপুরের নাম বেশ উপরের দিকেই থাকবে। একসঙ্গে অভিনয় থেকে আলাপ। আলাপ থেকে প্রেম। প্রেম থেকে বিয়ে। দুই সন্তানকে নিয়ে গুছিয়ে সংসার করেছেন তাঁরা। এমনকি পরিবারের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দেন নীতু। কিন্তু জানেন কি, তাঁদের দাম্পত্যের পথ মোটেই বিশেষ মসৃণ ছিল না।
advertisement
2/5
অতীতে এক সাক্ষাৎকারে নীতু জানান, দীর্ঘ কেরিয়ারে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ঋষি। কিন্তু তা নিয়ে যদিও বিশেষ ভাবিত ছিলেন না নীতু। অভিনেত্রীর কথায়, "ও বহু বার ফ্লার্ট করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। আউটডোর লোকেশনে গিয়ে কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে, সে বিষয়ে সকলের আগে আমিই জানতে পারব। আমি জানি, সেগুলো সব এক রাতের বিষয়।"
অতীতে এক সাক্ষাৎকারে নীতু জানান, দীর্ঘ কেরিয়ারে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ঋষি। কিন্তু তা নিয়ে যদিও বিশেষ ভাবিত ছিলেন না নীতু। অভিনেত্রীর কথায়, "ও বহু বার ফ্লার্ট করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। আউটডোর লোকেশনে গিয়ে কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে, সে বিষয়ে সকলের আগে আমিই জানতে পারব। আমি জানি, সেগুলো সব এক রাতের বিষয়।"
advertisement
3/5
ঋষির এ হেন আচরণ যদিও প্রথমে মেনে নিতে পারেননি নীতু। তা নিয়ে ঝগড়াও করেছেন স্বামীর সঙ্গে। কিন্তু শেষমেশ যদিও বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেন, "আমি ভাবতাম, দেখি কত দিন ও এ সব চালাতে পারে।"
ঋষির এ হেন আচরণ যদিও প্রথমে মেনে নিতে পারেননি নীতু। তা নিয়ে ঝগড়াও করেছেন স্বামীর সঙ্গে। কিন্তু শেষমেশ যদিও বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেন, "আমি ভাবতাম, দেখি কত দিন ও এ সব চালাতে পারে।"
advertisement
4/5
ঋষির কাছে তাঁর পরিবার কতটা গুরুত্বপূর্ণ, সে কথা ভালই জানতেন নীতু। তাঁর কথায়, "আমি জানতাম, ও আমার উপর খুবই নির্ভরশীল। তাই ও কখনও আমাকে ছেড়ে যাবে না। আমার মনে হয় পুরুষদের একটা নির্দিষ্ট পরিমাণ স্বাধীনতা দেওয়া উচিত। ওদের স্বভাবই ফ্লার্ট করা। কেউ ওদের বেঁধে রাখতে পারবে না।"
ঋষির কাছে তাঁর পরিবার কতটা গুরুত্বপূর্ণ, সে কথা ভালই জানতেন নীতু। তাঁর কথায়, "আমি জানতাম, ও আমার উপর খুবই নির্ভরশীল। তাই ও কখনও আমাকে ছেড়ে যাবে না। আমার মনে হয় পুরুষদের একটা নির্দিষ্ট পরিমাণ স্বাধীনতা দেওয়া উচিত। ওদের স্বভাবই ফ্লার্ট করা। কেউ ওদের বেঁধে রাখতে পারবে না।"
advertisement
5/5
১৯৮০ সালের ২২ জানুয়ারি বিয়ে করেন ঋষি এবং নীতু। সংসার এবং সন্তানদের সামলাতে গিয়ে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। পর্দায় ফেরেন ২০০৯ সালে। এর পর একাধিক ছবিতে কাজ করেন তিনি।
১৯৮০ সালের ২২ জানুয়ারি বিয়ে করেন ঋষি এবং নীতু। সংসার এবং সন্তানদের সামলাতে গিয়ে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। পর্দায় ফেরেন ২০০৯ সালে। এর পর একাধিক ছবিতে কাজ করেন তিনি।
advertisement
advertisement
advertisement