Rekha-Moushumi Chatterjee: মৌসুমি-রেখার ধুন্ধুমার লড়াই! তর্কাতর্কি পৌঁছে যায় চরমে, নেপথ্যে বড় কারণ

Last Updated:
Rekha-Moushumi Chatterjee: ছবির শ্যুট চলাকালীন রেখা এবং মৌসুমি চট্টোপাধ্যায়ের তর্ক চলত। একে অপরকে মোটে পছন্দ করতেন না দুই নায়িকা।
1/5
সে বহু বছর আগের কথা। 'ভোলা ভালা' ছবির সেট। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে মুখ্য চরিত্রে রাজেশ খান্না, রেখা এবং মৌসুমী চট্টোপাধ্যায়। কিন্তু জানেন কি, কাজ করাকালীন দুই নায়িকার মধ্যে বিতণ্ডা পৌঁছেছিল চরমে?
সে বহু বছর আগের কথা। 'ভোলা ভালা' ছবির সেট। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে মুখ্য চরিত্রে রাজেশ খান্না, রেখা এবং মৌসুমী চট্টোপাধ্যায়। কিন্তু জানেন কি, কাজ করাকালীন দুই নায়িকার মধ্যে বিতণ্ডা পৌঁছেছিল চরমে?
advertisement
2/5
ছবির শ্যুট চলাকালীন রেখা এবং মৌসুমি চট্টোপাধ্যায়ের তর্ক চলত। একে অপরকে মোটে পছন্দ করতেন না দুই নায়িকা। তবে সবটাই অকারণ নয়। তাঁদের এই বিবাদের নেপথ্যে ছিল বিশেষ কারণ ।
ছবির শ্যুট চলাকালীন রেখা এবং মৌসুমি চট্টোপাধ্যায়ের তর্ক চলত। একে অপরকে মোটে পছন্দ করতেন না দুই নায়িকা। তবে সবটাই অকারণ নয়। তাঁদের এই বিবাদের নেপথ্যে ছিল বিশেষ কারণ ।
advertisement
3/5
ছবিটির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই দুই নায়িকার সম্পর্কের তাল কাটে। মৌসুমীর মনে হয়, পোস্টারে তাঁর থেকে বেশি প্রাধান্য পেয়েছেন রেখা।
ছবিটির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই দুই নায়িকার সম্পর্কের তাল কাটে। মৌসুমীর মনে হয়, পোস্টারে তাঁর থেকে বেশি প্রাধান্য পেয়েছেন রেখা।
advertisement
4/5
এখানেই শেষ নয়। পোস্টার বদলানোর জন্য নাকি নির্মাতাদের যথেষ্ট চাপও দিয়েছিলেন মৌসুমী। তাতে যদিও কোনও কাজ হয়নি।
এখানেই শেষ নয়। পোস্টার বদলানোর জন্য নাকি নির্মাতাদের যথেষ্ট চাপও দিয়েছিলেন মৌসুমী। তাতে যদিও কোনও কাজ হয়নি।
advertisement
5/5
রেখা এবং মৌসুমী, দু'জনেই এক সময়ে দাপিয়ে অভিনয় করেছেন বলিউডে। দুই নায়িকার দ্বৈরথ চর্চার রসদ নেহাত কম জোগায়নি।
রেখা এবং মৌসুমী, দু'জনেই এক সময়ে দাপিয়ে অভিনয় করেছেন বলিউডে। দুই নায়িকার দ্বৈরথ চর্চার রসদ নেহাত কম জোগায়নি।
advertisement
advertisement
advertisement