Monami Ghosh: ক্রপ-টপে লাস্যময়ী মনামী! কয়েক ঘণ্টায় হাজার-হাজার লাইক! বিশেষ কী আছে ছবিতে?

Last Updated:
Monami Ghosh: বর্ষায় আর বাড়িতে মন টিকল না অভিনেত্রী মনামীর। পাহাড় পাহাড় মন করতেই উড়ে যাওয়া। তাই, মনের শান্তির জন‍্য মনামী সোজা রওনা দিলেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে৷
1/6
মনামী ঘোষকে নিয়ে দিনদিন চর্চা বেড়েই চলেছে৷ অভিনেত্রীর প্রোফাইলে ঢুঁ মারলেই কখনও পাহাড়, আবার কখনও নীল জলরাশির গভীরে ঘুরে আসতে পারবেন নিমেষে।
মনামী ঘোষকে নিয়ে দিনদিন চর্চা বেড়েই চলেছে৷ অভিনেত্রীর প্রোফাইলে ঢুঁ মারলেই কখনও পাহাড়, আবার কখনও নীল জলরাশির গভীরে ঘুরে আসতে পারবেন নিমেষে।
advertisement
2/6
বর্ষায় আর বাড়িতে মন টিকল না অভিনেত্রী মনামীর। পাহাড় পাহাড় মন করতেই উড়ে যাওয়া। তাই, মনের শান্তির জন‍্য মনামী সোজা রওনা দিলেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে৷
বর্ষায় আর বাড়িতে মন টিকল না অভিনেত্রী মনামীর। পাহাড় পাহাড় মন করতেই উড়ে যাওয়া। তাই, মনের শান্তির জন‍্য মনামী সোজা রওনা দিলেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে৷
advertisement
3/6
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি ও রিল ভিডিও শেয়ার করেছেন নায়িকা৷ ছুটির আমেজে পাহাড়ে কালো ক্রপ টপ ও জিন্সের লং স্কার্টে ধরা দিল মনামী ঘোষ।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি ও রিল ভিডিও শেয়ার করেছেন নায়িকা৷ ছুটির আমেজে পাহাড়ে কালো ক্রপ টপ ও জিন্সের লং স্কার্টে ধরা দিল মনামী ঘোষ।
advertisement
4/6
ঘুরতে যেতে ভীষণই পছন্দ করেন টলি নায়িকা। সুযোগ পেলেই সব ঋতুতেই ঘুরতে বেড়িয়ে পড়েন তিনি। পাহাড়ে প্রাণ খুলে শ্বাস নিচ্ছেন মনামী ঘোষ৷
ঘুরতে যেতে ভীষণই পছন্দ করেন টলি নায়িকা। সুযোগ পেলেই সব ঋতুতেই ঘুরতে বেড়িয়ে পড়েন তিনি। পাহাড়ে প্রাণ খুলে শ্বাস নিচ্ছেন মনামী ঘোষ৷
advertisement
5/6
টলিউড অভিনেত্রী মনামী ঘোষের কোনও ছবি পোস্ট করতে না করতেই তা ভাইরাল হয়ে যায়৷ প্রায়ই ভক্তদের জন‍্য একগুচ্ছ ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী৷ তা নিয়ে চর্চা যেন থামতেই চায় না৷
টলিউড অভিনেত্রী মনামী ঘোষের কোনও ছবি পোস্ট করতে না করতেই তা ভাইরাল হয়ে যায়৷ প্রায়ই ভক্তদের জন‍্য একগুচ্ছ ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী৷ তা নিয়ে চর্চা যেন থামতেই চায় না৷
advertisement
6/6
টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন, যাঁদের আসল বয়স বাড়ছে না কমছে, তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগে রয়েছেন মনামী ঘোষ।
টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন, যাঁদের আসল বয়স বাড়ছে না কমছে, তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগে রয়েছেন মনামী ঘোষ।
advertisement
advertisement
advertisement