ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সন্তানের আগমনের খবর জানান বলি সুন্দরী৷ প্রথম ছবিতে ছিল সাদা ও কালো পোশাকের একটি ছবি৷ যার ক্যাপশনে লেখা-'রোমাঞ্চকর যাত্রা শুরু'৷ পরের ছবিতে 'মামা' লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন অভিনেত্রী৷ ছবির ক্যাপশনে লেখা ছিল-'শীঘ্রই আসছে৷ আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় রয়েছি'৷