Ileana Baby Bump: প্রথমবার প্রকাশ্যে এল বেবিবাম্প! বিছানায় শুয়ে কী বার্তা দিলেন হবু মাম্মা ইলিয়ানা, জানলে চমকে যাবেন

Last Updated:
Ileana Baby Bump: মা হওয়ার সুখবর জানানোর পর প্রথমবার বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা৷ ছবিতে স্পষ্ট ধরা পড়েছে ইলিয়ানার স্ফীতোদর৷
1/5
গত মাসেই ভক্তদের মা হওয়ার সুখবর জানিয়েছেন বলি অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। অন্তঃসত্ত্বা হওয়ার পর কেমন কাটছে জীবন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
গত মাসেই ভক্তদের মা হওয়ার সুখবর জানিয়েছেন বলি অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। অন্তঃসত্ত্বা হওয়ার পর কেমন কাটছে জীবন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
2/5
নিজের ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর শেয়ার করেছিলেন ইলিয়ানা৷ তারপর থেকেই শুভেচ্ছার বন্যা ভরে গেছে নেটদুনিয়ার পাতা৷ তবে বিয়ের আগে প্রেগন্যান্সির খবর দিতেই খানিক সমালোচনার মুখেও পড়েছেন অভিনেত্রী৷
নিজের ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর শেয়ার করেছিলেন ইলিয়ানা৷ তারপর থেকেই শুভেচ্ছার বন্যা ভরে গেছে নেটদুনিয়ার পাতা৷ তবে বিয়ের আগে প্রেগন্যান্সির খবর দিতেই খানিক সমালোচনার মুখেও পড়েছেন অভিনেত্রী৷
advertisement
3/5
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সন্তানের আগমনের খবর জানান বলি সুন্দরী৷ প্রথম ছবিতে ছিল সাদা ও কালো পোশাকের একটি ছবি৷ যার ক্যাপশনে লেখা-'রোমাঞ্চকর যাত্রা শুরু'৷ পরের ছবিতে 'মামা' লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন অভিনেত্রী৷ ছবির ক্যাপশনে লেখা ছিল-'শীঘ্রই আসছে৷ আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় রয়েছি'৷
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সন্তানের আগমনের খবর জানান বলি সুন্দরী৷ প্রথম ছবিতে ছিল সাদা ও কালো পোশাকের একটি ছবি৷ যার ক্যাপশনে লেখা-'রোমাঞ্চকর যাত্রা শুরু'৷ পরের ছবিতে 'মামা' লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন অভিনেত্রী৷ ছবির ক্যাপশনে লেখা ছিল-'শীঘ্রই আসছে৷ আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় রয়েছি'৷
advertisement
4/5
মা হওয়ার সুখবর জানানোর পর প্রথমবার বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা৷ ছবিতে স্পষ্ট ধরা পড়েছে ইলিয়ানার স্ফীতোদর৷ ক্যাপশনে লেখা-'লাইফ লেটলি'৷ বিছানার উপর শুয়ে কফির কাপ হাতে নিয়েই ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী৷ ছবিতে পোষ্য বিড়ালকেও দেখা গিয়েছে৷
মা হওয়ার সুখবর জানানোর পর প্রথমবার বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা৷ ছবিতে স্পষ্ট ধরা পড়েছে ইলিয়ানার স্ফীতোদর৷ ক্যাপশনে লেখা-'লাইফ লেটলি'৷ বিছানার উপর শুয়ে কফির কাপ হাতে নিয়েই ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী৷ ছবিতে পোষ্য বিড়ালকেও দেখা গিয়েছে৷
advertisement
5/5
 আচমকাই মাতৃত্বের খবর দিয়ে ফের শিরোনামে উঠে এসেছেন বলি নায়িকা৷ তবে এই মুহূর্তে মাতৃত্বের স্বাদ নিচ্ছেন নায়িকা৷ অন্তঃসত্ত্বা অবস্থার পর প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন হবু মাম্মা ইলিয়ানা৷
আচমকাই মাতৃত্বের খবর দিয়ে ফের শিরোনামে উঠে এসেছেন বলি নায়িকা৷ তবে এই মুহূর্তে মাতৃত্বের স্বাদ নিচ্ছেন নায়িকা৷ অন্তঃসত্ত্বা অবস্থার পর প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন হবু মাম্মা ইলিয়ানা৷
advertisement
advertisement
advertisement