Mithun's Son Mimoh: 'ওরা বাবার ফোনটা পর্যন্ত ধরত না...' কীভাবে বলিউড উপেক্ষা করেছে মিঠুনকে? ভেঙে পড়লেন মিঠুন-পুত্র মিমো

Last Updated:
বলিউডে যখন তিনি প্রথম আসেন, পরিচালকদের সঙ্গে যোগাযোগ করার জন্য বাবার সাহায্য চেয়েছিলেন! সেই সময় পরিচালক-প্রযোজকরা মিঠুন চক্রবর্তীর ফোনও ধরত না। কারণ ছিল মিমো। তাঁরা বুঝে গিয়েছিল, মিঠুন তাঁদের ছেলের কাজের জন্যই ফোন করছে
1/6
ইদানীং চর্চায় মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো। সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়ার শো ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ দেখা গিয়েছে তাঁকে। মিমোর অভিনয় নজর কেড়েছে। দর্শক থেকে ফিল্ম  সমালোচকরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু মিমো জানান, পায়ের তলায় মাটি পেতে তাঁকে নিদারুণ লড়াই করতে হয়েছিল। এমন এক সময় ছিল, যখন শুধু তাঁকে নয়, তার বাবা সুপারস্টার মিঠুন চক্রবর্তীকেও ইন্ডাস্ট্রি উপেক্ষা করেছিল।
ইদানীং চর্চায় মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো। সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়ার শো ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ দেখা গিয়েছে তাঁকে। মিমোর অভিনয় নজর কেড়েছে। দর্শক থেকে ফিল্ম সমালোচকরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু মিমো জানান, পায়ের তলায় মাটি পেতে তাঁকে নিদারুণ লড়াই করতে হয়েছিল। এমন এক সময় ছিল, যখন শুধু তাঁকে নয়, তার বাবা সুপারস্টার মিঠুন চক্রবর্তীকেও ইন্ডাস্ট্রি উপেক্ষা করেছিল।
advertisement
2/6
স্ট্রাগলের দিনগুলোর কথা মনে করে মিমো বলেন, বলিউডে যখন তিনি প্রথম আসেন, পরিচালকদের সঙ্গে যোগাযোগ করার জন্য বাবার সাহায্য চেয়েছিলেন! সেই সময় পরিচালক-প্রযোজকরা মিঠুন চক্রবর্তীর ফোনও ধরত না। কারণ ছিল মিমো। তাঁরা বুঝে গিয়েছিল, মিঠুন তাঁদের ছেলের কাজের জন্যই ফোন করছে।
স্ট্রাগলের দিনগুলোর কথা মনে করে মিমো বলেন, বলিউডে যখন তিনি প্রথম আসেন, পরিচালকদের সঙ্গে যোগাযোগ করার জন্য বাবার সাহায্য চেয়েছিলেন! সেই সময় পরিচালক-প্রযোজকরা মিঠুন চক্রবর্তীর ফোনও ধরত না। কারণ ছিল মিমো। তাঁরা বুঝে গিয়েছিল, মিঠুন তাঁদের ছেলের কাজের জন্যই ফোন করছে।
advertisement
3/6
মিমোর ভাষায়, ''আজ আমি এই ইন্ডাস্ট্রির একটা অংশ। আমাদের ইন্ডাস্ট্রির দুটো জিনিস খুব বাস্তব-- এক, এটি খুবই পেশাদার, আর সেই কারণে এখানে আবেগ বা দায়িত্ববোধ মেশানো যায় না। দুই, যদি তুমি তাঁদের সঙ্গে একাত্ম হও, তাহলে তাঁরা তোমার পাশে থাকবে। আমি ‘খাকি’তে অভিয়ের সুযোগ পেয়েছি বলেই সবাই ভাল, এমনটা বলা ঠিক নয়। প্রথম দিকে আমি এত ঘোরপ্যাঁচ বুঝতাম না। আমার খালি মনে হত, তোমরা আমার ফোন ধরছ না ঠিক আছে, কিন্তু অন্তত আমার বাবার ফোনটা ধর... সবকিছু যেন উল্টো যাচ্ছিল।”
মিমোর ভাষায়, ''আজ আমি এই ইন্ডাস্ট্রির একটা অংশ। আমাদের ইন্ডাস্ট্রির দুটো জিনিস খুব বাস্তব-- এক, এটি খুবই পেশাদার, আর সেই কারণে এখানে আবেগ বা দায়িত্ববোধ মেশানো যায় না। দুই, যদি তুমি তাঁদের সঙ্গে একাত্ম হও, তাহলে তাঁরা তোমার পাশে থাকবে। আমি ‘খাকি’তে অভিয়ের সুযোগ পেয়েছি বলেই সবাই ভাল, এমনটা বলা ঠিক নয়। প্রথম দিকে আমি এত ঘোরপ্যাঁচ বুঝতাম না। আমার খালি মনে হত, তোমরা আমার ফোন ধরছ না ঠিক আছে, কিন্তু অন্তত আমার বাবার ফোনটা ধর... সবকিছু যেন উল্টো যাচ্ছিল।”
advertisement
4/6
সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে হয়েও মিমোকে কিন্তু বলিউডে কম লড়াই করতে হয়নি। তিনি জানান, '' হয়তো কোনও কাস্টিং ডিরেক্টর আমায় টিভি শোয়ের অডিশনের জন্য মেসেজ পাঠালেন, কিন্তু তারপর হঠাৎ গায়েব হয়ে যেতেন। আমি কোনও কাজ পেতাম না। তারপর কয়েক মাস পর আবার একটা মেসেজ আসত—কোনও কাজের অফার নিয়ে। যখনই মনে হত কিছুই ঠিকঠাক হচ্ছে না, তখনই একটা সংকেত আসত, যা আমায় আবার পথে ফিরিয়ে আনত।”
সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে হয়েও মিমোকে কিন্তু বলিউডে কম লড়াই করতে হয়নি। তিনি জানান, '' হয়তো কোনও কাস্টিং ডিরেক্টর আমায় টিভি শোয়ের অডিশনের জন্য মেসেজ পাঠালেন, কিন্তু তারপর হঠাৎ গায়েব হয়ে যেতেন। আমি কোনও কাজ পেতাম না। তারপর কয়েক মাস পর আবার একটা মেসেজ আসত—কোনও কাজের অফার নিয়ে। যখনই মনে হত কিছুই ঠিকঠাক হচ্ছে না, তখনই একটা সংকেত আসত, যা আমায় আবার পথে ফিরিয়ে আনত।”
advertisement
5/6
মিমো একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বলিউডে তাঁকে মাত্র দু'জন সত্যিকারের সাহায্য করেছেন, করণ জোহর এবং সলমন খান। তিনি বলেন, “সলমন ভাই এবং করণ জোহরই আমায় সত্যিকারের সাহায্য করেছেন। সলমন ভাই বাবাকে খুব ভালোবাসেন, যখনই আমি তাঁকে মেসেজ করে বলি, ‘আমি কি দেখা করতে পারি?’ তিনি বলেন, ‘আজা, চলে আ।’ আমি যাই, ওঁর সঙ্গে সময় কাটাই, তিনি আমার পাশে বসেন, অনেক ভালো পরামর্শ দেন।''
মিমো একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বলিউডে তাঁকে মাত্র দু'জন সত্যিকারের সাহায্য করেছেন, করণ জোহর এবং সলমন খান। তিনি বলেন, “সলমন ভাই এবং করণ জোহরই আমায় সত্যিকারের সাহায্য করেছেন। সলমন ভাই বাবাকে খুব ভালোবাসেন, যখনই আমি তাঁকে মেসেজ করে বলি, ‘আমি কি দেখা করতে পারি?’ তিনি বলেন, ‘আজা, চলে আ।’ আমি যাই, ওঁর সঙ্গে সময় কাটাই, তিনি আমার পাশে বসেন, অনেক ভালো পরামর্শ দেন।''
advertisement
6/6
মিমো আরও বলেন,'' করণ জোহর নিজের সীমার বাইরে গিয়ে আমাকে আর আমার ভাই নমশীকে সাহায্য করেছেন। উনি আমাকে অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, অনেক এজেন্সির সঙ্গে যোগাযোগ করিয়েছেন।''
মিমো আরও বলেন,'' করণ জোহর নিজের সীমার বাইরে গিয়ে আমাকে আর আমার ভাই নমশীকে সাহায্য করেছেন। উনি আমাকে অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, অনেক এজেন্সির সঙ্গে যোগাযোগ করিয়েছেন।''
advertisement
advertisement
advertisement