Meenakshi Seshadri-Kumar Sanu Love Story: কুমার শানুর প্রেমে পাগল হিট নায়িকা! পরকীয়ার জেরে তছনছ হয় গায়কের সংসার, তার পর?

Last Updated:
Meenakshi Seshadri-Kumar Sanu Love Story | নায়িকা মন দিয়ে বসেন বলিউডের তৎকালীন প্রথম সারির গায়ককে। তিনি কুমার শানু। শোনা যায়, বহু দূর গড়িয়েছিল তাঁদের সম্পর্ক।
1/7
নয়ের দশকে বলিউডে রাজত্ব করেছেন। প্রমাণ করেছিলেন, তিনি যাতেই হাত দেবেন, সোনা ফলবে। এ হেন মীনাক্ষী শেষাদ্রির ছবি মুক্তি পেলে ওলটপালট হত বক্স অফিস। কিন্তু জানেন কি, সেই সময়ে শুধু পেশাগত কারণেই নয়, ব্যক্তিজীবন নিয়েও শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী।
নয়ের দশকে বলিউডে রাজত্ব করেছেন। প্রমাণ করেছিলেন, তিনি যাতেই হাত দেবেন, সোনা ফলবে। এ হেন মীনাক্ষী শেষাদ্রির ছবি মুক্তি পেলে ওলটপালট হত বক্স অফিস। কিন্তু জানেন কি, সেই সময়ে শুধু পেশাগত কারণেই নয়, ব্যক্তিজীবন নিয়েও শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী।
advertisement
2/7
'দামিনী', 'হিরো', 'ঘাতক', অসংখ্য হিট ছবিতে কাজ করেছেন মীনাক্ষী। সানি দেওল, ঋষি কাপুরের মতো নায়কদের সঙ্গে তাঁর জুটিও ছিল জনপ্রিয়।
'দামিনী', 'হিরো', 'ঘাতক', অসংখ্য হিট ছবিতে কাজ করেছেন মীনাক্ষী। সানি দেওল, ঋষি কাপুরের মতো নায়কদের সঙ্গে তাঁর জুটিও ছিল জনপ্রিয়।
advertisement
3/7
তবে নায়িকা মন দিয়ে বসেন বলিউডের তৎকালীন প্রথম সারির গায়ককে। তিনি কুমার শানু। শোনা যায়, বহু দূর গড়িয়েছিল তাঁদের সম্পর্ক।
তবে নায়িকা মন দিয়ে বসেন বলিউডের তৎকালীন প্রথম সারির গায়ককে। তিনি কুমার শানু। শোনা যায়, বহু দূর গড়িয়েছিল তাঁদের সম্পর্ক।
advertisement
4/7
কিন্তু মীনাক্ষী যখন শানুর জীবনে আসেন, তখন গায়ক বিবাহিত। অভিনেত্রীর সঙ্গে শানুর সম্পর্কের কথা জানতে পারেন তাঁর স্ত্রী।
কিন্তু মীনাক্ষী যখন শানুর জীবনে আসেন, তখন গায়ক বিবাহিত। অভিনেত্রীর সঙ্গে শানুর সম্পর্কের কথা জানতে পারেন তাঁর স্ত্রী।
advertisement
5/7
মীনাক্ষী যখন 'জুর্ম' ছবির শ্যুট করছেন, তখন শানুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গাঢ় হয়। তা নিয়ে গায়ক এবং তাঁর স্ত্রীর মধ্যে বিতণ্ডাও হয় প্রচুর।
মীনাক্ষী যখন 'জুর্ম' ছবির শ্যুট করছেন, তখন শানুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গাঢ় হয়। তা নিয়ে গায়ক এবং তাঁর স্ত্রীর মধ্যে বিতণ্ডাও হয় প্রচুর।
advertisement
6/7
স্বামীর বিশ্বাসঘাতকতায় চরম আঘাত পেয়েছিলেন তিনি। শানুকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁর স্ত্রী। আলাদা হয়ে যান তাঁরা।
স্বামীর বিশ্বাসঘাতকতায় চরম আঘাত পেয়েছিলেন তিনি। শানুকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁর স্ত্রী। আলাদা হয়ে যান তাঁরা।
advertisement
7/7
কিন্তু শেষমেশ মীনাক্ষীর সঙ্গে শানুর সম্পর্ক টেকেনি। শানুর সঙ্গে বিচ্ছেদের পর হরিশ মাইসোর নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন মীনাক্ষী। এর পর বলিউড থেকে সরে যান তিনি।
কিন্তু শেষমেশ মীনাক্ষীর সঙ্গে শানুর সম্পর্ক টেকেনি। শানুর সঙ্গে বিচ্ছেদের পর হরিশ মাইসোর নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন মীনাক্ষী। এর পর বলিউড থেকে সরে যান তিনি।
advertisement
advertisement
advertisement