Mamta Kulkarni: ‘আপনার পদমর্যাদাটা ঠিক কী? আমার পারিশ্রমিক ১৫ লক্ষ টাকা আর আপনার তো…’ হরিণের মাংস নিয়ে এই অভিনেত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন মমতা কুলকার্নি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ছবিতে অত্যন্ত সাহসী দৃশ্য, দাউদের সঙ্গে যোগ, মাদক সেবন এবং এখন আধ্যাত্মিকতার দুনিয়ায় বিচরণ - নিজেকে নিয়ে অতীতে তৈরি হওয়া বহু বিতর্ক স্পষ্ট করে দিয়েছেন মমতা কুলকার্নি। তবে আর এক অভিনেত্রী আমিশা প্যাটেলের সঙ্গে একবার উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন তিনি।
নব্বইয়ের দশকের সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মমতা কুলকার্নি। মহাকুম্ভে ডুব দেওয়ার পর এখন তিনি হয়েছেন শ্রী ইয়ামাই মমতা নন্দ গিরি। দুবাইয়ের একটি ফ্ল্যাটে তপস্যা এবং ব্রহ্মচর্য জীবন পালন থেকে শুরু করে মহাকুম্ভের কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর হওয়া পর্যন্ত - বারবার বিতর্কের শিরোনামে জড়িয়েছেন অভিনেত্রী।
advertisement
ছবিতে অত্যন্ত সাহসী দৃশ্য, দাউদের সঙ্গে যোগ, মাদক সেবন এবং এখন আধ্যাত্মিকতার দুনিয়ায় বিচরণ - নিজেকে নিয়ে অতীতে তৈরি হওয়া বহু বিতর্ক স্পষ্ট করে দিয়েছেন মমতা কুলকার্নি। তবে আর এক অভিনেত্রী আমিশা প্যাটেলের সঙ্গে একবার উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। যা নিয়ে নব্বইয়ের দশকে বিস্তর জলঘোলা হয়েছিল। মূলত হরিণের মাংস ঘিরে ঝামেলা হয়েছিল তাঁদের মধ্যে। এবার সেই বিষয়ে সত্য সামনে আনলেন মমতা।
advertisement
‘হ্যাঁ, এটা ঘটেছিল....’ সম্প্রতি একটি টিভি শোয়ে উপস্থিত হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন মমতা কুলকার্নি। সেই শোয়ের সঞ্চালক প্রশ্ন করেছিলেন যে, “যখন তিনি বলিউডে ছিলেন, তখন তাঁর অহংকারী মনোভাবের একাধিক গল্পই উড়ে বেড়াত। আমি শুনেছিলাম যে, বিদেশে আপনার আর আমিশা প্যাটেলের মধ্যে ঝগড়া হয়েছিল? এমনকী আপনাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছিল?”
advertisement
advertisement
একটাইমাত্র আমিষ খাবার, হরিণের মাংস: মমতা আরও বলে চলেন, “আর আমিষ দেখে আমি আমিষ খাবারই নিয়েছিলাম। কিন্তু যখন চিবোতে শুরু করি, তখন আমার দাঁত যেন মাংসে কামড় বসাতে পারছিল না। সেখানে একজন মিস্টার বাজাজ ছিলেন। আমি ওঁকে বলি, এতটা খারাপ, এটা কী? আমি তো চিবোতেই পারছি না। তখন উনি আমায় জানান যে, ‘ওটা হরিণের মাংস’। এটা শুনে আমি ওঁকে বলি, পরের বার থেকে দয়া করে একটা লেবেল সাঁটিয়ে রাখবেন। কারণ আমরা চিকেন, মাছ অথবা মাটন খাই। কিন্তু হরিণের মাংস কে খায়? কিন্তু কাছেই দাঁড়িয়েছিল এই নবাগত মেয়েটি, আমিশা প্যাটেল। আমি তো ওঁকে চিনতামই না। ও বলেছিল, এই অভিনেত্রীরা খামখেয়ালী প্রকৃতির। এদের প্রচুর বায়না থাকে। আমি ভেবেছিলাম, এ কে যে, বাধা দিতে এসেছে? এমনকী আমি তো ওর সঙ্গে কথা পর্যন্ত বলিনি।’’
advertisement
‘‘একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছিলাম শুধু। কিন্তু আমার সেক্রেটারি বলেন, ‘বাধা দেওয়ার আপনি কে…’?” এরপর সঞ্চালক প্রশ্ন করেন যে, “সেই কারণে আপনি রাগে বলেছিলেন যে, আপনার পদমর্যাদাটা ঠিক কী? আমার পারিশ্রমিক ১৫ লক্ষ টাকা আর তোমার পারিশ্রমিক ১ লক্ষ টাকা।” জবাবে মমতা বলেন যে, “দেখুন, আমি এমনটা বলিনি। আমার সেক্রেটারি এটা ওঁকে বলেছিলেন। এখন সত্যি কথা বলতে গেলে আপনি জানেন না, তিনি কি বলেছেন। কিন্তু এটা ঘটেছে।”
advertisement
৭ দিনের জন্য মহামণ্ডলেশ্বর: মহাকুম্ভে মহামণ্ডলেশ্বর উপাধি পেয়েছিলেন মমতা। কিন্তু তা-ও মাত্র ৭ দিনের জন্য। বাবাদের প্রতিবাদে তাঁকে ওই পদ থেকে সরাতে হয়েছে। সাধ্বী হওয়ার বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন যে, তিনি ২৩ বছর ধরে একটাও অ্যাডাল্ট ছবি দেখেননি। এমনকী তিনি কখনওই কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হতে চাননি। বরং আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর জোরাজুরিতেই তিনি মহামণ্ডলেশ্বর হতে রাজি হয়েছিলেন।