Mamta Kulkarni: ৯০-এর হট বলি নায়িকা এখন মমতানন্দ গিরি! সন্ন্যাস নিলেন শাহরুখ-সলমনের নায়িকা!

Last Updated:
Mamta Kulkarni: ৯০-এর দশকে তুমুল হিট ছিলেন এই নায়িকা! জীবনে এসেছে বহু বাধা! সব কাটিয়ে এবার তিনি হাঁটলেন একেবারে অন্য পথে!
1/10
৯০ দশকের সুপারহিট নায়িকা মমতা কুলকার্নি! শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বহু সিনেমা করেছেন তিনি! মমতা কুলকার্নি মানেই খোলামেলা পোশাক ও বোল্ড সিন! তাঁকে নিয়ে রীতিমতো উত্তেজনা ছিল এক সময়! photo source collected
৯০ দশকের সুপারহিট নায়িকা মমতা কুলকার্নি! শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বহু সিনেমা করেছেন তিনি! মমতা কুলকার্নি মানেই খোলামেলা পোশাক ও বোল্ড সিন! তাঁকে নিয়ে রীতিমতো উত্তেজনা ছিল এক সময়! photo source collected
advertisement
2/10
মমতা কুলকার্নি মানেই একটা সুপারহিট ছবি! যেকোনও বোল্ড দৃশ্যে তিনি সাবলীলভাবে অভিনয় করতেন! সেই সময়ে সাহসী পোশাকে তাঁকে দেখা যেত! তাঁকে নিয়ে সমালোচনাও ছিল প্রচুর!
মমতা কুলকার্নি মানেই একটা সুপারহিট ছবি! যেকোনও বোল্ড দৃশ্যে তিনি সাবলীলভাবে অভিনয় করতেন! সেই সময়ে সাহসী পোশাকে তাঁকে দেখা যেত! তাঁকে নিয়ে সমালোচনাও ছিল প্রচুর!
advertisement
3/10
তবে ৫২ বছর বয়সে এসে এই নায়িকা নিজের জীবনকে একেবারে বদলে ফেললেন! সব কিছু ছেড়ে একেবারে পথে হাঁটতে শুরু করলেন এই নায়িকা!
তবে ৫২ বছর বয়সে এসে এই নায়িকা নিজের জীবনকে একেবারে বদলে ফেললেন! সব কিছু ছেড়ে একেবারে পথে হাঁটতে শুরু করলেন এই নায়িকা!
advertisement
4/10
মমতা কুলকার্নির প্রেমে পাগল ছিলেন মুম্বইয়ের তৎকালীন অন্ধকার জগতের বড় বড় ডনরাও। লাস্যময়ী নায়িকার প্রেমে পড়েন ছোটা রাজন। যদিও সেই সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে বিয়েও করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে।
মমতা কুলকার্নির প্রেমে পাগল ছিলেন মুম্বইয়ের তৎকালীন অন্ধকার জগতের বড় বড় ডনরাও। লাস্যময়ী নায়িকার প্রেমে পড়েন ছোটা রাজন। যদিও সেই সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে বিয়েও করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে।
advertisement
5/10
একের পর এক বিতর্ককে সঙ্গী করে মাঝপথেই স্তব্ধ হয় মমতার বলিউডের গ্ল্যামারাস কেরিয়ার।
একের পর এক বিতর্ককে সঙ্গী করে মাঝপথেই স্তব্ধ হয় মমতার বলিউডের গ্ল্যামারাস কেরিয়ার।
advertisement
6/10
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বাংলা সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে! তবে এবার সব ছেড়ে দিলেন এই নায়িকা!
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বাংলা সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে! তবে এবার সব ছেড়ে দিলেন এই নায়িকা!
advertisement
7/10
মহাকুম্ভের কিন্নর আখড়ায় সেখানকার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের হাত ধরেই শুরু করলেন আধ্যাত্মিক জীবন।
মহাকুম্ভের কিন্নর আখড়ায় সেখানকার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের হাত ধরেই শুরু করলেন আধ্যাত্মিক জীবন।
advertisement
8/10
সন্ন্যাস নেওয়ার ফলে নিয়মানুযায়ী বদলে গেল বলিউডের একসময়কার হিট নায়িকা মমতা কুলকার্নির পরিচয়ও। তাঁর নতুন নামকরণ করা হল মমতানন্দ গিরি।
সন্ন্যাস নেওয়ার ফলে নিয়মানুযায়ী বদলে গেল বলিউডের একসময়কার হিট নায়িকা মমতা কুলকার্নির পরিচয়ও। তাঁর নতুন নামকরণ করা হল মমতানন্দ গিরি।
advertisement
9/10
মহাকুম্ভের কিন্নর আখড়া থেকে ভাইরাল হওয়া ছবিতে সলমন-শাহরুখের নায়িকা মমতাকে দেখা গেল গেরুয়া বসনে।
মহাকুম্ভের কিন্নর আখড়া থেকে ভাইরাল হওয়া ছবিতে সলমন-শাহরুখের নায়িকা মমতাকে দেখা গেল গেরুয়া বসনে।
advertisement
10/10
গলায় রুদ্রাক্ষের মালা। কপালে গেরুয়া তিলক। তবে ৯০ দশকের সেই নায়িকা বদলে গিয়েছেন অনেকটাই! দেখে চেনাও দায়! জীবনে বহু সমস্যার পর শেষে বেছে নিলেন সন্ন্যাসিনীর জীবন!
গলায় রুদ্রাক্ষের মালা। কপালে গেরুয়া তিলক। তবে ৯০ দশকের সেই নায়িকা বদলে গিয়েছেন অনেকটাই! দেখে চেনাও দায়! জীবনে বহু সমস্যার পর শেষে বেছে নিলেন সন্ন্যাসিনীর জীবন!
advertisement
advertisement
advertisement