Madhuri Dixit Birthday: মাত্র ৩ বছর বয়সে নাচে হাতেখড়ি, স্কুলে পড়াকালীনই এসেছিল কাজের সুযোগ; নিজের ভুবনভোলানো হাসি ছড়িয়ে আজও ভক্তদের মনে রাজত্ব এই ‘চিরসবুজ’ অভিনেত্রীর
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আজ অর্থাৎ ১৫ মে সেই সুন্দরী অভিনেত্রীর জন্মদিন। ৫৬ বছরে পা রাখলেন। অথচ এই ছাপ্পান্নয় এসেও ‘চিরসবুজ’ মাধুরী দীক্ষিত।
advertisement
advertisement
একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের প্রথম ফিল্মে সুযোগ পাওয়ার গল্পটা ভাগ করে নিয়েছেন। তাঁর কথায়, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর ছুটি চলাকালীন তিনি ভাবছিলেন নতুন কী করা যেতে পারে! আর এই সময়ই রাজশ্রী প্রডাকশনস তাদের ‘অবোধ’ ছবির জন্য একেবারে নতুন তরতাজা মুখ খুঁজছিল। এমনিতে মাধুরী স্কুলে চুটিয়ে নাচ-নাটকও করতেন।
advertisement
advertisement
শোনা যায়, মাধুরীর পরিবার ওই ছবির অফার শোনামাত্রই নাকচ করে দিয়েছিলেন। এরপরে অবশ্য কোনওক্রমে রাজি করিয়ে মাধুরীকে তিনি রাজশ্রী প্রোডাকশনের অফিসে নিয়ে গিয়েছিলেন। সেখানে অভিনেত্রীকে কিছু হিন্দি লাইন পড়তে দেওয়া হয়। তারপর স্ক্রিন টেস্টের জন্য সরাসরি ডাক পান মাধুরী। আর স্ক্রিন টেস্টের পরেই ‘অবোধ’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি।
advertisement
advertisement
এরপর ৩-৪টি ছবিতে অভিনয় করেন, কিন্তু সেগুলিও অবশ্য বক্স অফিসে ভাল কামাল দেখাতে পারেনি। বলিউডে পদার্পণ করার পরে বেশ কয়েকটি ফ্লপের মুখ দেখার পরে এবার অভিনেত্রীর জন্য অফার নিয়ে এগিয়ে আসেন সুভাষ ঘাই। এই জনপ্রিয় পরিচালকের হাত ধরেই মাধুরীর অভিনয় জীবন আরও একবার প্রাণ ফিরে পায়। বর্তমানে মাধুরী দীক্ষিতকে ‘ডান্স দিওয়ানে’ টিভি রিয়েলিটি শোয়ে দেখা যাচ্ছে।