Titanic: টাইটানিকের নগ্ন দৃশ্যে বড় ভুল করেছিলেন লিওনার্দো, স্ক্রিপ্টে না থাকলেও সিনেমায় রাখেন পরিচালক

Last Updated:
Leonardo DiCaprio made script error in Titanic nude scene: অনেকেই জানেন না, শ্যুটিংয়ের সময় এই দৃশ্যেই মারাত্মক ভুল করে বসেছিলেন জ্যাক ওরফে লিওনার্দো ডিক্যাপ্রিও। কী সেই ভুল?
1/7
কাগজ, পেনসিল নিয়ে প্রস্তুত জ্যাক। দরজা খুলে ধীর পায়ে এগিয়ে এলেন রোজ। শরীর থেকে গাউনটা ফেলে দিয়ে শুয়ে পড়লেন সোফায়। গলায় জ্বলজ্বল করছে সবুজ হিরে। রোজের সৌন্দর্যে বিভোর জ্যাক। আঁকবেন কি, মুগ্ধ দৃষ্টিতে শুধু দেখছেন তিনি। তখনই রোজ বলে উঠলেন, ‘‘আমাকে তোমার ফরাসি মেয়েদের মতো করে আঁকো ৷’’ Photo Courtesy: Paramount Pictures
কাগজ, পেনসিল নিয়ে প্রস্তুত জ্যাক। দরজা খুলে ধীর পায়ে এগিয়ে এলেন রোজ। শরীর থেকে গাউনটা ফেলে দিয়ে শুয়ে পড়লেন সোফায়। গলায় জ্বলজ্বল করছে সবুজ হিরে। রোজের সৌন্দর্যে বিভোর জ্যাক। আঁকবেন কি, মুগ্ধ দৃষ্টিতে শুধু দেখছেন তিনি। তখনই রোজ বলে উঠলেন, ‘‘আমাকে তোমার ফরাসি মেয়েদের মতো করে আঁকো ৷’’ Photo Courtesy: Paramount Pictures
advertisement
2/7
‘টাইটানিক’-এর এই দৃশ্য কে ভুলতে পারে। রোজের গলার হিরের মতোই দর্শক মনে এই দৃশ্য আজও জীবন্ত। কিন্তু অনেকেই জানেন না, শ্যুটিংয়ের সময় এই দৃশ্যেই মারাত্মক ভুল করে বসেছিলেন জ্যাক ওরফে লিওনার্দো ডিক্যাপ্রিও। Photo Courtesy: Paramount Pictures
‘টাইটানিক’-এর এই দৃশ্য কে ভুলতে পারে। রোজের গলার হিরের মতোই দর্শক মনে এই দৃশ্য আজও জীবন্ত। কিন্তু অনেকেই জানেন না, শ্যুটিংয়ের সময় এই দৃশ্যেই মারাত্মক ভুল করে বসেছিলেন জ্যাক ওরফে লিওনার্দো ডিক্যাপ্রিও। Photo Courtesy: Paramount Pictures
advertisement
3/7
কী সেই ভুল? রোজ ওরফে কেট উইনস্লেট গাউন খুলে লিওনার্দোর দিকে তাকিয়ে আছেন। তখন আমতা আমতা করে জ্যাক বলে ওঠে, ‘‘বিছানায় শুয়ে পড়ো। মানে সোফায়।’’ স্ক্রিপ্টে এটা ছিল না। Photo Courtesy: Paramount Pictures
কী সেই ভুল? রোজ ওরফে কেট উইনস্লেট গাউন খুলে লিওনার্দোর দিকে তাকিয়ে আছেন। তখন আমতা আমতা করে জ্যাক বলে ওঠে, ‘‘বিছানায় শুয়ে পড়ো। মানে সোফায়।’’ স্ক্রিপ্টে এটা ছিল না। Photo Courtesy: Paramount Pictures
advertisement
4/7
লিওনার্দোর বলার কথা ছিল, ‘সোফায় শুয়ে পড়ো’। কিন্তু রোজকে দেখে চোখে মুখে ওই ঘোর, সঙ্গে কথা গুলিয়ে ফেলা, পরিচালক জেমস ক্যামেরনের খুব পছন্দ হয়। তিনি সিনেমায় ওটাই রেখে দেন। শুধু এটা নয়, ওই দৃশ্যে আরও কিছু বদল হয়েছিল। Photo Courtesy: Paramount Pictures
লিওনার্দোর বলার কথা ছিল, ‘সোফায় শুয়ে পড়ো’। কিন্তু রোজকে দেখে চোখে মুখে ওই ঘোর, সঙ্গে কথা গুলিয়ে ফেলা, পরিচালক জেমস ক্যামেরনের খুব পছন্দ হয়। তিনি সিনেমায় ওটাই রেখে দেন। শুধু এটা নয়, ওই দৃশ্যে আরও কিছু বদল হয়েছিল। Photo Courtesy: Paramount Pictures
advertisement
5/7
তবে একটা কথা এখানে বলে রাখা ভাল। রোজের যে প্রতিকৃতি জ্যাক এঁকেছিলেন সেটা লিওনার্দোর আঁকা তো নয়ই। অন্য কোনও শিল্পীরও আঁকা নয়। ওটা এঁকেছিলেন পরিচালক জেমস ক্যামেরন খোদ।
তবে একটা কথা এখানে বলে রাখা ভাল। রোজের যে প্রতিকৃতি জ্যাক এঁকেছিলেন সেটা লিওনার্দোর আঁকা তো নয়ই। অন্য কোনও শিল্পীরও আঁকা নয়। ওটা এঁকেছিলেন পরিচালক জেমস ক্যামেরন খোদ।
advertisement
6/7
স্টিফেন কোলবার্টকে দেওয়া সাক্ষাৎকারে কেট এই রহস্য ফাঁস করেছিলেন। বলেছিলেন, ‘‘ওই ছবিটা জেমস ক্যামেরনের আঁকা। অনেকেই এটা জানেন না।’’ কেট আরও বলেন, ওই দৃশ্যের শ্যুটিংয়ের সময় তিনি নগ্ন ছিলেন না। বাথিং স্যুট পরেছিলেন। স্কেচ নিখুঁত করতে জেমস ক্যামেরন নিজেই আঁকার সিদ্ধান্ত নেন। Photo: Collected
স্টিফেন কোলবার্টকে দেওয়া সাক্ষাৎকারে কেট এই রহস্য ফাঁস করেছিলেন। বলেছিলেন, ‘‘ওই ছবিটা জেমস ক্যামেরনের আঁকা। অনেকেই এটা জানেন না।’’ কেট আরও বলেন, ওই দৃশ্যের শ্যুটিংয়ের সময় তিনি নগ্ন ছিলেন না। বাথিং স্যুট পরেছিলেন। স্কেচ নিখুঁত করতে জেমস ক্যামেরন নিজেই আঁকার সিদ্ধান্ত নেন। Photo: Collected
advertisement
7/7
পরবর্তীকালে কেটের ওই প্রতিকৃতি ১৬ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ওই দৃশ্য আজও কেটকে তাড়া করে বেড়ায়। নিজেই এ কথা স্বীকার করেন অভিনেত্রী। বলেন, ‘‘আজও ওই ফটোর উপর লোকে আমার অটোগ্রাফ চায়।’’ ইয়াহুকে তিনি বলেছিলেন, ‘‘আমি এভাবে অটোগ্রাফ দিই না। খুব অস্বস্তি হয়। এভাবে কেন দেব’? Photo Courtesy: Paramount Pictures
পরবর্তীকালে কেটের ওই প্রতিকৃতি ১৬ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ওই দৃশ্য আজও কেটকে তাড়া করে বেড়ায়। নিজেই এ কথা স্বীকার করেন অভিনেত্রী। বলেন, ‘‘আজও ওই ফটোর উপর লোকে আমার অটোগ্রাফ চায়।’’ ইয়াহুকে তিনি বলেছিলেন, ‘‘আমি এভাবে অটোগ্রাফ দিই না। খুব অস্বস্তি হয়। এভাবে কেন দেব’? Photo Courtesy: Paramount Pictures
advertisement
advertisement
advertisement