করোনা আক্রান্ত প্রয়াত অভিনেতা চিরঞ্জীবী সারজার স্ত্রী ও সদ্যোজাত পুত্র!

Last Updated:
এ বছরের ৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দক্ষিণী এই সুপারস্টারের । সে সময় গর্ভবতী ছিলেন মেঘনা ।
1/5
• দুঃসংবাদ । করোনা আক্রান্ত প্রয়াত সুপারস্টার চিরঞ্জীবী সারজার স্ত্রী মেঘনা রাজ এবং তাঁদের সদ্যোজাত পুত্র । সোশ্যাল মিডিয়ায় মেঘনা নিজেই এই খবর জানিয়েছেন । তিনি এও জানান, করোনা ভাইরাসে তিনি, তাঁর বাবা-মা এবং তাঁর ছোট্ট শিশুসন্তান সকলেই আক্রান্ত হয়েছেন ।
• দুঃসংবাদ । করোনা আক্রান্ত প্রয়াত সুপারস্টার চিরঞ্জীবী সারজার স্ত্রী মেঘনা রাজ এবং তাঁদের সদ্যোজাত পুত্র । সোশ্যাল মিডিয়ায় মেঘনা নিজেই এই খবর জানিয়েছেন । তিনি এও জানান, করোনা ভাইরাসে তিনি, তাঁর বাবা-মা এবং তাঁর ছোট্ট শিশুসন্তান সকলেই আক্রান্ত হয়েছেন ।
advertisement
2/5
• প্রথম সন্তানের জন্মের আগেই মৃত্যু হয়েছে তারকা স্বামীর । প্রয়াত অভিনেতা চিরঞ্জীবী সারজার স্ত্রী মেঘনা রাজ অক্টোবরে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন । তাঁদের বিয়ে হয়েছিল ২০১৮-তে । হঠাৎ এ বছরের ৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দক্ষিণী এই সুপারস্টারের । সে সময় গর্ভবতী ছিলেন মেঘনা ।
• প্রথম সন্তানের জন্মের আগেই মৃত্যু হয়েছে তারকা স্বামীর । প্রয়াত অভিনেতা চিরঞ্জীবী সারজার স্ত্রী মেঘনা রাজ অক্টোবরে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন । তাঁদের বিয়ে হয়েছিল ২০১৮-তে । হঠাৎ এ বছরের ৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দক্ষিণী এই সুপারস্টারের । সে সময় গর্ভবতী ছিলেন মেঘনা ।
advertisement
3/5
• এরপর শুরু হয় তাঁর একার লড়াই । চিরঞ্জীবীর শেষ চিহ্নকে নিজের ভিতরে লালন করতে থাকেন মেঘনা । সাধের অনুষ্ঠানে স্বামীর বড় কাটআউট পাশে নিয়ে খেতে বসেন তিনি ।
• এরপর শুরু হয় তাঁর একার লড়াই । চিরঞ্জীবীর শেষ চিহ্নকে নিজের ভিতরে লালন করতে থাকেন মেঘনা । সাধের অনুষ্ঠানে স্বামীর বড় কাটআউট পাশে নিয়ে খেতে বসেন তিনি ।
advertisement
4/5
• অবশেষে গত অক্টোবরে জন্ম দেন চিরু ওরফে জুনিয়র চিরঞ্জীবীর । পরিবারে আবার নতুন করে আনন্দ, খুশির বন্যা বয়ে যায় । কিন্তু মারণ ভাইরাসের থাবায় আবারও শঙ্কার ছায়া ।
• অবশেষে গত অক্টোবরে জন্ম দেন চিরু ওরফে জুনিয়র চিরঞ্জীবীর । পরিবারে আবার নতুন করে আনন্দ, খুশির বন্যা বয়ে যায় । কিন্তু মারণ ভাইরাসের থাবায় আবারও শঙ্কার ছায়া ।
advertisement
5/5
• যদিও মেঘনা লিখেছেন, তাঁরা সকলেই চিকিৎসার মধ্যে রয়েছেন । তাঁর খুদেও অনেকটা ভাল আছে এবং সবসময় তাঁকে ব্যস্ত রেখেছে । এক পরিবারের সদস্য হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা লড়ছেন তাঁরা ।
• যদিও মেঘনা লিখেছেন, তাঁরা সকলেই চিকিৎসার মধ্যে রয়েছেন । তাঁর খুদেও অনেকটা ভাল আছে এবং সবসময় তাঁকে ব্যস্ত রেখেছে । এক পরিবারের সদস্য হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা লড়ছেন তাঁরা ।
advertisement
advertisement
advertisement