Zeba Bakhtiar: বয়স ৬১! চার-চারটি বিয়ে! বলিউডের নায়ক, গায়কও তালিকায়, হারিয়ে গেলেন সুন্দরী নায়িকা

Last Updated:
Zeba Bakhtiar: পেশাগত জীবনে প্রচুর সাফল্য দেখেছেন অভিনেত্রী। কিন্তু ব্যক্তিজীবনে বহু ওঠাপড়ার সাক্ষী তিনি। তাঁর জীবনে বসন্ত এলেও তা স্থায়ী হয়নি খুব বেশিদিন। চারবার বিবাহবন্ধনে জড়িয়েছেন অভিনেত্রী।
1/7
জেবা বখতিয়ার। বলিউডে এই নাম এখন বিস্মৃত। কিন্তু পাকিস্তানের অভিনেত্রী এক সময়ে সারা ফেলেছিলে হিন্দি ছবির জগতেও। তাঁর সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে ভিনদেশের ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন জেবা।
জেবা বখতিয়ার। বলিউডে এই নাম এখন বিস্মৃত। কিন্তু পাকিস্তানের অভিনেত্রী এক সময়ে সারা ফেলেছিলে হিন্দি ছবির জগতেও। তাঁর সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে ভিনদেশের ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন জেবা।
advertisement
2/7
রাজ কাপুর পরিচালিত 'হিনা' ছবিতে ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করেন জেবা। পর্দায় তাঁদের রসায়ন সাড়া ফেলে দর্শকমহলেও। পাকিস্তানের সুপরিচিত এক নাম জেবা। একাধিক সফল ছবি এবং শো রয়েছে তাঁর ঝুলিতে।
রাজ কাপুর পরিচালিত 'হিনা' ছবিতে ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করেন জেবা। পর্দায় তাঁদের রসায়ন সাড়া ফেলে দর্শকমহলেও। পাকিস্তানের সুপরিচিত এক নাম জেবা। একাধিক সফল ছবি এবং শো রয়েছে তাঁর ঝুলিতে।
advertisement
3/7
পেশাগত জীবনে প্রচুর সাফল্য দেখেছেন অভিনেত্রী। কিন্তু ব্যক্তিজীবনে বহু ওঠাপড়ার সাক্ষী তিনি। বারবার ভালবাসা খুঁজেছেন জেবা। কিন্তু তাঁর জীবনে বসন্ত এলেও তা স্থায়ী হয়নি খুব বেশিদিন। চারবার বিবাহবন্ধনে জড়িয়েছেন অভিনেত্রী।
পেশাগত জীবনে প্রচুর সাফল্য দেখেছেন অভিনেত্রী। কিন্তু ব্যক্তিজীবনে বহু ওঠাপড়ার সাক্ষী তিনি। বারবার ভালবাসা খুঁজেছেন জেবা। কিন্তু তাঁর জীবনে বসন্ত এলেও তা স্থায়ী হয়নি খুব বেশিদিন। চারবার বিবাহবন্ধনে জড়িয়েছেন অভিনেত্রী।
advertisement
4/7
প্রথমে সলমন ভ্যালিয়ানি নামে পাকিস্তানের এক নাগরিককে বিয়ে করেন জেবা। তাঁদের একটি মেয়েও আছে। কিন্তু সেই দাম্পত্য টেকেনি। একে অপরের সঙ্গে মানিয়ে না নিতে পেরে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।
প্রথমে সলমন ভ্যালিয়ানি নামে পাকিস্তানের এক নাগরিককে বিয়ে করেন জেবা। তাঁদের একটি মেয়েও আছে। কিন্তু সেই দাম্পত্য টেকেনি। একে অপরের সঙ্গে মানিয়ে না নিতে পেরে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।
advertisement
5/7
বিয়ে ভাঙার পর জেবার জীবনে বসন্ত হয়ে আসেন অভিনেতা এবং নৃত্যশিল্পী জাভেদ জাফরি। ১৯৮৯ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু সেই খবর প্রকাশ্যে আসতে জেবা তাকে গুঞ্জন বলে নাকচ করে দেন। কিন্তু জাভেদ তাঁদের বিয়ের সার্টিফিকেট প্রকাশ্যে আনেন। কিন্তু জেবার দ্বিতীয় বিয়েও শেষ পর্যন্ত টেকেনি। এক বছরের মধ্যে তাঁদের বিয়ে ভাঙে।
বিয়ে ভাঙার পর জেবার জীবনে বসন্ত হয়ে আসেন অভিনেতা এবং নৃত্যশিল্পী জাভেদ জাফরি। ১৯৮৯ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু সেই খবর প্রকাশ্যে আসতে জেবা তাকে গুঞ্জন বলে নাকচ করে দেন। কিন্তু জাভেদ তাঁদের বিয়ের সার্টিফিকেট প্রকাশ্যে আনেন। কিন্তু জেবার দ্বিতীয় বিয়েও শেষ পর্যন্ত টেকেনি। এক বছরের মধ্যে তাঁদের বিয়ে ভাঙে।
advertisement
6/7
দু'বার বিয়ে ভাঙলেও প্রেমের প্রতি জেবার বিশ্বাস ছিল অটুট। তৃতীয় বার ফের সংসার সাজান তিনি। গায়ক আদনান সামির প্রেমে পড়েন জেবা। ১৯৯৩ সালে বিয়েও করেন তাঁরা। তারকা দম্পতির একটি ছেলেও হয়। নাম আজান সামি খান। কিন্তু চার বছর পর আদনান এবং জেবা আলাদা হয়ে যাযন। ১৯৯৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের।
দু'বার বিয়ে ভাঙলেও প্রেমের প্রতি জেবার বিশ্বাস ছিল অটুট। তৃতীয় বার ফের সংসার সাজান তিনি। গায়ক আদনান সামির প্রেমে পড়েন জেবা। ১৯৯৩ সালে বিয়েও করেন তাঁরা। তারকা দম্পতির একটি ছেলেও হয়। নাম আজান সামি খান। কিন্তু চার বছর পর আদনান এবং জেবা আলাদা হয়ে যাযন। ১৯৯৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের।
advertisement
7/7
২০০৮ সালে সোহেল খান লাগারিকে বিয়ে করেন জেবা। বর্তমানে পাকিস্তানে ধারাবাহিক পরিচালনা করছেন জেবা। বলিউড থেকে অনেকটা দূরে তিনি।
২০০৮ সালে সোহেল খান লাগারিকে বিয়ে করেন জেবা। বর্তমানে পাকিস্তানে ধারাবাহিক পরিচালনা করছেন জেবা। বলিউড থেকে অনেকটা দূরে তিনি।
advertisement
advertisement
advertisement