Kiara Advani on Laal Singh Chaddha: 'খুবই খারাপ...'! বহু বছর আগের একটি কাজ নিয়ে আজও আফসোস কিয়ারার, ফাঁস গোপন তথ্য

Last Updated:
Kiara Advani on Laal Singh Chaddha: বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও 'লাল সিং চাড্ডা'য় প্রশংসা কুড়িয়েছিলেন আমির এবং করিনা। কিন্তু জানেন কি, ছবিতে রূপা অর্থা‍ৎ করিনা কাপুর খান অভিনীত চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন কিয়ারা আডবাণী?
1/5
'লাল সিং চাড্ডা'। আমির খান-করিনা কাপুর খান পরিচালিত এই ছবি নিয়ে চর্চা ছিল তুঙ্গে। মুক্তির আগেই বিতর্ক দানা বেঁধেছিল অস্কার জয়ী 'ফরেস্ট গাম্প'-এর ভারতীয় সংস্করণকে নিয়ে।
'লাল সিং চাড্ডা'। আমির খান-করিনা কাপুর খান পরিচালিত এই ছবি নিয়ে চর্চা ছিল তুঙ্গে। মুক্তির আগেই বিতর্ক দানা বেঁধেছিল অস্কার জয়ী 'ফরেস্ট গাম্প'-এর ভারতীয় সংস্করণকে নিয়ে।
advertisement
2/5
বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও মুখ্য দুই চরিত্রে প্রশংসা কুড়িয়েছিলেন আমির এবং করিনা। কিন্তু জানেন কি, ছবিতে রূপা অর্থা‍ৎ করিনা কাপুর খান অভিনীত চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন কিয়ারা আডবাণী?
বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও মুখ্য দুই চরিত্রে প্রশংসা কুড়িয়েছিলেন আমির এবং করিনা। কিন্তু জানেন কি, ছবিতে রূপা অর্থা‍ৎ করিনা কাপুর খান অভিনীত চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন কিয়ারা আডবাণী?
advertisement
3/5
এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, "আমি লাল সিং চাড্ডা-র জন্যও অডিশন দিয়েছিলাম। তখন যদিও জানতাম না সেটা লাল সিং চাড্ডা-র জন্য অডিশন। সেই অডিশনটি যদিও আমি দেখতে চাই না। নিশ্চয়ই খুব খারাপ অভিনয় করেছিলাম। এটা যদিও অনেক বছর আগের কথা।"
এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, "আমি লাল সিং চাড্ডা-র জন্যও অডিশন দিয়েছিলাম। তখন যদিও জানতাম না সেটা লাল সিং চাড্ডা-র জন্য অডিশন। সেই অডিশনটি যদিও আমি দেখতে চাই না। নিশ্চয়ই খুব খারাপ অভিনয় করেছিলাম। এটা যদিও অনেক বছর আগের কথা।"
advertisement
4/5
আমির খান গত বছরেই জানিয়েছিলেন, 'লাল সিং চাড্ডা'র নায়িকা হিসেবে করিনা প্রথম পছন্দ ছিলেন না। অন্য এক নবাগতাকে সেই চরিত্রে ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমিরের বিপরীতে অভিনয় করেন করিনা। এই চরিত্রের জন্য তাঁকেও অডিশন দিতে হয়েছিল।
আমির খান গত বছরেই জানিয়েছিলেন, 'লাল সিং চাড্ডা'র নায়িকা হিসেবে করিনা প্রথম পছন্দ ছিলেন না। অন্য এক নবাগতাকে সেই চরিত্রে ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমিরের বিপরীতে অভিনয় করেন করিনা। এই চরিত্রের জন্য তাঁকেও অডিশন দিতে হয়েছিল।
advertisement
5/5
১৯৯৪ সালে টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প' ছবিটি সাড়া ফেলেছিল বিশ্ব জুড়ে। ছবিটির ঝুলিতে এসেছিল একাধিক অ্যালবাম অ্যাওয়ার্ড। সেই ছবিরই হিন্দি পুনর্নির্মাণ করেন অদ্বৈত চন্দন। তবে বক্স অফিসে বিশেষ সফল হতে পারেনি ছবিটি।
১৯৯৪ সালে টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প' ছবিটি সাড়া ফেলেছিল বিশ্ব জুড়ে। ছবিটির ঝুলিতে এসেছিল একাধিক অ্যালবাম অ্যাওয়ার্ড। সেই ছবিরই হিন্দি পুনর্নির্মাণ করেন অদ্বৈত চন্দন। তবে বক্স অফিসে বিশেষ সফল হতে পারেনি ছবিটি।
advertisement
advertisement
advertisement