Kiara Advani, Athiya Shetty, Alia Bhatt: শুধু কিয়ারা নন, তার আগেও স্বল্প মেকআপেই বিয়ে সেরেছেন এই অভিনেত্রীরা

Last Updated:
Kiara Advani, Athiya Shetty, Alia Bhatt: প্রচলিত জমকালো সাজ কিংবা একাধিক গয়না থেকে সরে আসছেন বলিউডের অভিনেত্রীরা৷ বরং সবটাই তাঁরা ভরিয়ে তুলছেন স্নিগ্ধতায়৷
1/7
সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন কিয়ারা-সিদ্ধার্থ৷ বিয়েতে বহুমূল্য পোশাক বা গহনা পরলেও মেকআপ ছিল কম৷
সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন কিয়ারা-সিদ্ধার্থ৷ বিয়েতে বহুমূল্য পোশাক বা গহনা পরলেও মেকআপ ছিল কম৷
advertisement
2/7
নববধূর সাজে কিয়ারার বিয়ের আংটি ছিল তাঁর নেকপিস ও দুলের সঙ্গে মানানসই। তিনি পরেছিলেন বড় আকারের একটি হিরের ওয়েডিং রিং। সিদ্ধার্থের ডান হাতের অনামিকায় ছিল সোনার তৈরি ছিমছাম ওয়েডিং ব্যান্ড। তবে নজর কেড়ে নেয় তাঁর বাঁ হাতের তর্জনীর কুন্দনের আংটি।
নববধূর সাজে কিয়ারার বিয়ের আংটি ছিল তাঁর নেকপিস ও দুলের সঙ্গে মানানসই। তিনি পরেছিলেন বড় আকারের একটি হিরের ওয়েডিং রিং। সিদ্ধার্থের ডান হাতের অনামিকায় ছিল সোনার তৈরি ছিমছাম ওয়েডিং ব্যান্ড। তবে নজর কেড়ে নেয় তাঁর বাঁ হাতের তর্জনীর কুন্দনের আংটি।
advertisement
3/7
কিয়ারার গলার রাজকীয় হার এখন চর্চিত। হিরে আর পান্নার মিশেলে সেই কণ্ঠহার শোভা পায় কোনও রাজসুলভ বিয়ের আসরেই। তাঁর কানের দুল, সিঁথির টিকলি -সব কিছুতেই বহুমূল্য রত্নের দর্পিত অথচ স্নিগ্ধ উপস্থিতি।
কিয়ারার গলার রাজকীয় হার এখন চর্চিত। হিরে আর পান্নার মিশেলে সেই কণ্ঠহার শোভা পায় কোনও রাজসুলভ বিয়ের আসরেই। তাঁর কানের দুল, সিঁথির টিকলি -সব কিছুতেই বহুমূল্য রত্নের দর্পিত অথচ স্নিগ্ধ উপস্থিতি।
advertisement
4/7
সম্প্রতি বিয়ে করেছেন রাহুল-আথিয়া৷ সুনীল শেট্টির কন্যাও কিন্তু খুব একটা মেকআপ করেননি৷
সম্প্রতি বিয়ে করেছেন রাহুল-আথিয়া৷ সুনীল শেট্টির কন্যাও কিন্তু খুব একটা মেকআপ করেননি৷
advertisement
5/7
অন্যান্য তারকা দম্পতির মতো রাহুল ও আথিয়ার বিয়েতে খুব একটা গ্ল্যামার বা আড়ম্বর ছিল না। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এই বিয়েতে বলিউড ও ক্রিকেট তারকাদের কোনো জমায়েত হয়নি। বিয়েতে যোগ দেন শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা।
অন্যান্য তারকা দম্পতির মতো রাহুল ও আথিয়ার বিয়েতে খুব একটা গ্ল্যামার বা আড়ম্বর ছিল না। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এই বিয়েতে বলিউড ও ক্রিকেট তারকাদের কোনো জমায়েত হয়নি। বিয়েতে যোগ দেন শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা।
advertisement
6/7
এমনিতেই খুব একটা মেকআপ করেন না আলিয়া-ভাট৷ বিয়েতেও সেই ধারা বজায় রেখেছিলেন৷
এমনিতেই খুব একটা মেকআপ করেন না আলিয়া-ভাট৷ বিয়েতেও সেই ধারা বজায় রেখেছিলেন৷
advertisement
7/7
সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সজ্জিত আলিয়ার অলঙ্কার ছিল দুর্মূল্য৷ তবে সাজের ঘনঘটা ছিল না৷
সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সজ্জিত আলিয়ার অলঙ্কার ছিল দুর্মূল্য৷ তবে সাজের ঘনঘটা ছিল না৷
advertisement
advertisement
advertisement